ভারতীয় বংশোদ্ভূত প্রধান নির্বাহীকে সরিয়ে দিচ্ছে স্টারবাকস
স্টারবাকস ছাড়ছেন প্রধান নির্বাহী কর্মকর্তা। গত প্রায় দুই বছর ধরে ভারতীয় বংশোদ্ভূত এই কর্মকর্তা কোম্পানিটির দায়িত্বে ছিলেন। কিন্তু বিক্রির বিষয়ে যে সংকট দেখা দিয়েছে তা সমাধান করতে চায় কফি চেইনটি। সে জন্যই তাকে সরিয়ে দেওয়া হচ্ছে। কোম্পানিটি জানিয়েছে, প্রধান নির্বাহী ল্যাক্সম্যান নরসিমহান পদত্যাগ করছেন ও মেক্সিকান গ্রিল চেইন চিপোটলের প্রধান ব্রায়ান নিকোল তার স্থলাভিষিক্ত হবেন। মূলত মূল্য বৃদ্ধি ও ইসরাইল-গাজাযুদ্ধকে...