গাজায় হামাসের মর্টার হামলায় দুই ইসরাইলি সেনা নিহত, আহত আরও তিন
গাজা উপত্যকায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের মর্টার হামলায় ইসরাইলি সেনাবাহিনীর দুই সেনা নিহত হয়েছে। বৃহস্পতিবার (২০ জুন) মধ্য গাজায় এ হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসরাইলি প্রতিরক্ষাবাহিনী (আইডিএফ)।
আইডিএফ সূত্রে জানা গেছে, নিহত দুই সেনা হলেন— ২৫ বছর বয়সী ওমের স্মাদগা এবং ২৭ বছর বয়সী সাদিয়া ইয়াকুব ডেরি। তারা দু›জনেই আলেকজান্দ্রোনি ব্রিগেডের ৯২০৩তম ব্যাটালিয়নের সদস্য ছিলেন। এই ঘটনায় আলেকজান্দ্রোনি ব্রিগেডের আরও...