ইতালির উপ-প্রধানমন্ত্রী মাত্তেও সালভিনির অভিবাসী মামলায় মুক্ত
ইতালির উপ-প্রধানমন্ত্রী এবং ডানপন্থী লিগ পার্টির নেতা মাত্তেও সালভিনি একটি বহুল আলোচিত মামলায় দোষী সাব্যস্ত হননি। ২০১৯ সালে তিনি অভিবাসীদের একটি উদ্ধারকারী নৌকাকে ইতালির বন্দরে ভিড়তে বাধা দেন, যা নিয়ে তাঁকে অপহরণের অভিযোগে অভিযুক্ত করা হয়। প্রায় তিন বছর ধরে চলা এই মামলার রায় শুক্রবার(২০ডিসেম্বর) সিসিলির পালেরমো আদালতে ঘোষণা করা হয়।
২০১৯ সালের গ্রীষ্মে, সালভিনি স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালে স্প্যানিশ চ্যারিটি "ওপেন আর্মস"...