দীর্ঘ ও গভীর টানেল নির্মাণে প্রস্তুত
নরওয়েতে বিশ্বের দীর্ঘ ও গভীরতম সড়ক টানেল নির্মাণের জন্য প্রস্তুত। ‘রোগ ফাস্ট’ নামে এ টানেল নির্মাণে ৪৬ বিলিয়ন ডলার খরচ হবে এবং প্রকৌশলের এ মাস্টারপিসটি ২০৩৩ সালে উদ্বোধন করা হবে। নরওয়ের দক্ষিণ ও উত্তর অংশের মধ্যে ভ্রমণের সুবিধার্থে ১৬ মাইল দীর্ঘ সড়ক সুড়ঙ্গটি পানির নিচে ১,৩০০ ফুট গভীরতায় নির্মিত হবে। রাস্তার টানেলটি নরওয়ের রোগাল্যান্ড কাউন্টির র্যান্ডার্সবার্গ এবং বোকেন পৌরসভাকে সংযুক্ত...