ইসরাইলি বিমান হামলায় নিহত গাজার দুঃখের প্রতীক খালেদ
গাজায় দুঃখ আর ত্যাগের প্রতীক হয়ে ওঠা খালেদ নাভান, যিনি একসময় তার নাতনি রীমকে “আত্মার আত্মা” বলে ভালোবেসে বিশ্বকে কাঁদিয়েছিলেন, এখন নিজেও ইসরাইলি বাহিনীর বোমা হামলায় নিহত হয়েছেন। তার মৃত্যু গাজার সাধারণ মানুষের উপর চলমান নির্যাতনের এক হৃদয়বিদারক উদাহরণ। ২০২৩ সালের ২৯ নভেম্বর, গাজার দেইর আল-বালাহ অঞ্চলে ইসরাইলি বিমান হামলায় খালেদ নাভানের তিন বছর বয়সী নাতনি রীম এবং পাঁচ বছর...