ফিলিপাইনের জাহাজের অনুপ্রবেশ নিয়ন্ত্রণ করছে চীনা কোস্টগার্ড
ফিলিপাইনের বেশ কয়েকটি জাহাজ বৃহস্পতিবার অবৈধভাবে হুয়াংইয়ান দ্বীপের কাছাকাছি জলসীমায় জড়ো হয়ে স্বাভাবিক মাছ ধরা কার্যক্রমের সাথে সম্পর্কহীন কার্যকলাপ চালায়। চীনের কোস্ট গার্ড ঘটনাস্থলে নজরদারি এবং প্রমাণ সংগ্রহ কাজ জোরদার করেছে।
ফিলিপাইনের জাহাজগুলো একে অপরের ছবি তোলে, ‘এটি আমাদের’ এমন পতাকা প্রদর্শন করে এবং তথাকথিত ‘সার্বভৌমত্ব ঘোষণা’র কার্যকলাপ চালায়। ফিলিপাইনের বেসরকারী সংস্থার জাহাজগুলো অবৈধভাবে চীনের হুয়াং ইয়ান দ্বীপের পূর্ব দিকের ৬০...