৬জিতে সফল জাপান
তারের জঙ্গল ছেড়ে ক্রমশ ওয়্যারলেস হয়ে উঠেছে দুনিয়া। আর তাতেই যুক্ত হচ্ছে একের পর এক ইনোভেশন। বিশ্বের প্রথম সিক্স-জি ডিভাইস বানাল জাপান। যার গতি হার মানাবে ফাইভ-জিকেও। জাপানের যেসব কোম্পানি এটা বানিয়েছে তাদের দাবি, ৫-জি’র তুলনায় ২০ গুণ বেশি গতিতে ডেটা ট্রান্সফার করতে পারে এই ৬জি নেটওয়ার্ক।
জাপানের চারটি টেলিকমিউনিকেশন সংস্থা যাদের নাম- ডোকোমো, এনটিটি কর্পোরেশন, এনইসি কর্পোরেশন এবং ফুজিৎসু। এ...