শি জিনপিং-এর সার্বিয়া সফর ঐতিহাসিক: সার্বিয়া উপ প্রধানমন্ত্রী
সার্বিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেকসান্ডার উলিন সম্প্রতি চায়না মিডিয়া গ্রুপ- সিএমজিকে দেয়া এক সাক্ষাত্কারে বলেন, সার্বিয়ায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সফর ঐতিহাসিক বিষয়। সার্বিয়া চীনের সাথে দুই দেশের জনকল্যাণ করবে, বিশ্বের শান্তি ও উন্নয়নের জন্য চেষ্টা করবে, যৌথভাবে মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তুলবে।
উলিন বলেন, সার্বিয়ার আকার, জনসংখ্যা, অর্থনীতি এবং সামরিক শক্তি চীনের সাথে তুলনীয় নয়, তবে আমরা জানি যে এটি চীনের...