দক্ষিণ চীন সাগরে মার্কিন যুদ্ধজাহাজ; তাড়িয়ে দিল চীন
যুক্তরাষ্ট্রের ‘হ্যালসি’ গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার শুক্রবার চীনা সরকারের অনুমোদন ছাড়াই অবৈধভাবে চীনের শিশা দ্বিপপুঞ্জের জলসীমায় প্রবেশ করে।
এ সময় চীনা গণমুক্তি ফৌজ সেটিকে সতর্ক করার পর তাড়িয়ে দেয়। চীনের সামরিক মুখপাত্র থিয়ান চুন লি এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের আচরণ চীনের সার্বভৌমত্ব ও নিরাপত্তা লঙ্ঘন করেছে। যুক্তরাষ্ট্র দক্ষিণ চীন সাগরে নিরাপত্তা-ঝুঁকি সৃষ্টিকারী দেশ এবং এতদঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার প্রতি...