কোস্টারিকায় মৃত্যুগুহা
মধ্য আমেরিকার দেশ কোস্টারিকাতে মৃত্যুর গুহাটি যে কোনো প্রাণির জন্য বিপজ্জনক। মৃত্যুর গুহা নামে পরিচিত জায়গাটি কোস্টারিকার ভেনেজিয়া দে সান কার্লোসের রেকরিও ভার্দে ট্যুরিস্ট কমপ্লেক্সে একটি ছোট পাহাড়ে অবস্থিত। এটিকে মৃত্যুর গুহা বলার কারণ, এটি যে কোনো প্রাণির মৃত্যু ঘটাতে সক্ষম।পোয়াস আগ্নেয়গিরির পাশে অবস্থিত লা কুয়েভা দে লা মোরেট একটি দুই মিটার গভীর এবং তিন মিটার দীর্ঘ গুহা যা পোকামাকড়,...