অভিযুক্তদের বয়স ১১ থেকে ১৬!
স্কুলের ছুটি চলছে, তাই প্রেমিকের সঙ্গে দেখা-সাক্ষাৎ বন্ধ। কিন্তু প্রেমিকও নাছোড়বান্দা, দেখা করতেই হবে তার সঙ্গে। বাড়ি থেকে কিছুটা দূরে একটি গাছে ঘেরা এলাকায় ডেকেছিল। সেখানেই কিশোরীর সঙ্গে ভয়ঙ্কর কাজ করল তার প্রেমিক। জঙ্গলে টেনে নিয়ে গিয়ে কিশোরীকে ধর্ষণ করল কিশোর। শুধু সে একা নয়, তার সঙ্গে ছিল আরও ৯জন। মোট ১০ জন মিলে গণধর্ষণ করে কিশোরীকে। পৌশাচিক এই ঘটনাটি...