দ্য লাইন-এ বাড়ি কিনতে আগ্রহী বিদেশীরা
এখনও নির্মাণাধীন সউদী আরবের ক্রাউন প্রিন্সে মোহাম্মদ বিন সালমানের (এমবিএস) স্বপ্নের প্রকল্প নিওমের মহানগরী দ্য লাইন। তার স্বপ্নদর্শী প্রকল্পটি বিস্ময়, ধাক্কা, অভিনন্দন, উদ্দীপনা থেকে শুরু করে সংশয় পর্যন্ত সবই প্রত্যক্ষ করেছে, এবং একই সাথে নিওম সবচেয়ে পছন্দের মহাপ্রকল্প হিসাবে আবির্ভ‚ত হয়েছে। এর মধ্যেই সেখানে বাড়ি কিনতে ও বিনিয়োগ করতে আগ্র প্রকাশ করেছেন বিদেশী এবং প্রবাসীরা।
পরামর্শদাতা প্রতিষ্ঠান নাইট ফ্রাঙ্কের ডেস্টিনেশন সউদী-এর...