কারামুক্তির ২০ দিনের মাথায় ‘সেনেগালের প্রেসিডেন্ট’ হলেন বাসিরু দিওমায়ে ফায়ে
২০ দিন আগেও ছিলেন কারাগারে। মুক্তি পেয়েও হয়তো ভাবতে পারেননি তার জন্য সামনে কী অপেক্ষা করছে। কারণ মুক্তির ২০ দিনের মাথায় সৃষ্টি করেছেন ইতিহাস। সেনেগালের সর্বকনিষ্ঠ প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন বাসিরু দিওমায়ে ফায়ে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, ১২ বছর ধরে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট ম্যাকি সলকে হারিয়ে ৪৪ বছর বয়সী ফায়ে জয়ী হয়েছেন।...