রাজা-রানি হওয়ার প্রস্তুতি শুরু উইলিয়াম-কেটের, চার্লস-যুগ কি শেষের পথে?
ব্রিটেনে কি শেষের পথে রাজা চার্লসের রাজত্বকাল? এবার যুবরাজ ও যুবরানির তকমা ছেড়ে কি রাজা-রানি হয়ে উঠবেন উইলিয়াম আর কেট? বাকিংহাম প্যালেসে পালাবদলের সময় আসন্ন? এমনই সব প্রশ্ন ঘোরাফেরা করছে ইংল্যান্ডের রাজপথ থেকে অলিগলিতে।
কান পাতলে গুঞ্জন, প্রিন্স ও প্রিন্সেস অফ ওয়েলস নাকি সময়ের ঢের আগেই রাজা, রানি হয়ে ওঠার প্রস্তুতি শুরু করে দিয়েছেন। নিজেদের তৈরি করছেন রাজ সিংহাসনে বসার উপযুক্ত...