সিয়াম সাধনার মাগফেরাত লাভের ১০ দিনের উপহার
০৮ এপ্রিল ২০২৩, ১১:৩৭ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০৮:৪৫ এএম

মাহে রমজানের সিয়াম সাধনাকে পিয়ারা নবী মোহাম্মাদুর রাসূলুল্লাহ (সা.) তিনটি ভাগে বিভক্ত করে বিশ্লেষণ করেছেন। প্রথম দশদিন রহমতের ধারায় পরিপ্লুত। দ্বিতীয় ১০ দিন মাগফেরাত লাভের পুণ্যের প্রবাহে বিকশিত এবং শেষের ১০ দিন জাহান্নাম থেকে মুক্তি ও নিষ্কৃতির জন্য নির্ধারিত। এই নিরিখে মাগফেরাত লাভের ১০ দিনে আল্লাহপাকের প্রশংসা ও স্তুতি অধিক হারে করাই শ্রেয়। এই শ্রেয়তর কর্ম প্রেরণাকে বাস্তবায়ন করার লক্ষ্যে আল কুরআনে প্রদত্ত দিক নির্দেশনার প্রতি নজর দেয়া সকলেরই দরকার। আসুন, এবার সে দিকে অগ্রসর হওয়া যাক।
আল কুরআনের ৩৭নং সূরাটির নাম ‘আস্সাফফাত’। এই সূরার আয়াত সংখ্যা ১৮২। এই সূরার শেষ তিনটি আয়াত অত্যান্ত গুরুত্বপূর্ণ ও প্রাণস্পর্শী। এই তিনটি আয়াতেকারীমায় সম্পূর্ণ সূরার মর্মকথা তুলে ধরা হয়েছে। ইরশাদ হয়েছে : ১৮০, তারা যা (আল্লাহর প্রতি) আরোপ করে, তা থেকে আপনার প্রতিপালক পবিত্র ও মহান, সকল ক্ষমতার অধিকারী। ১৮১. আর শান্তি বর্ধিত হোক রাসূলগণের প্রতি!। ১৮২. আর সকল প্রশংসা সৃষ্টিকুলের প্রতিপালক আল্লাহরই প্রাপ্য। মহান আল্লাহ রাব্বুল ইজ্জত উল্লেখিত তিনটি আয়াতের মধ্যে এই সূরার সমস্ত বিষয়বস্তুকে সন্নিবেশিত করেছেন।
এই সূরার সূচনা হয়েছিল তাওহীদের বর্ণনার মাধ্যমে। যার সারমর্ম এই যে, মুশারিক ও অংশীবাদীরা মহান আল্লাহপাক সম্পর্কে যে সব মনগড়া ও বাতিল বিষয় বর্ণনা করে, পরম করুণাময় আল্লাহতায়ালা সেগুলো থেকে মুক্ত ও পবিত্র। আল্লাহপাকের সত্ত্বা সার্বিকভাবে পবিত্র ও পরিচ্ছন্ন। এই দিকনির্দেশনাটি প্রথমেই তুলে ধরা হয়েছে। এরপর এই সূরায় নবী রাসূলগণের ঘটনাবলী বর্ণিত হয়েছে।
তারপর কাফের ও মুশরিকদের অবিশ্বাস, সন্দেহ ও আপত্তিকর উক্তি সমূহ পুঙ্খানুপুঙ্খরূপে যুক্তি ও উক্তির মাধ্যমে খন্ডন করা হয়েছে এবং এই ঘোষণা জারি করা হয়েছে যে, শেষ বিজয় সত্য পন্থিরাই অর্জন করবে। এ সকল বিষয়বস্তুই ব্যক্তি জ্ঞান, প্রজ্ঞা, মনীষা ও অন্তদৃষ্টি সহকারে পাঠ করবে, সে অবশ্যই আল্লাহপাকের প্রশংসা ও স্তুতি পাঠের প্রতি অতি সহজেই অনুরক্ত ও অনুপ্রাণীত হবে। সে মতে আল্লাহর প্রশংসা এবং স্তুতির উপরই এই সূরায় সমাপ্তি টানা হয়েছে। কী সুন্দর পরিসমাপ্তি!
তাছাড়া এই তিনটি আয়াতের মাঝে যে ধরনের পারস্পরিক সামঞ্জস্যতা লক্ষ্য করা যায়, তা খুবই চিত্তাকর্ষক ও হৃদয়গ্রাহী। এর প্রথম আয়াতে বলা হয়েছে যে, কাফের মুশরিকরা যে সকল খারাপ গুণে মহান আল্লাহতায়ালাকে চিত্রিত করার অপচেষ্টা ও অপপ্রয়াস চালিয়েছে, তা থেকে তিনি প্রকৃতই পবিত্র ও মুক্ত। তাদের কথা, প্রচারণা ও কাজ কর্ম মহান আল্লাহর পবিত্রতা ও মর্যাদার সামান্যতম হেরফের করার ক্ষমতা রাখে না। তারা তাঁকে খারাপ গুণে বিভূষিত করতে চায়।
অথচ নবী ও রাসূলগণ তাঁকে সঠিকভাবে জানে ও চিনে বিধায়, তাঁর জন্য সমস্ত সত্য নাম ও সত্য গুণসমূহ উচ্চারণ করে। তাই তারা সালাম ও নিরাপত্তা লাভের যোগ্য। তাদের নিরাপত্তা লাভের কারণ এই যে, তারা আল্লাহপাকের ব্যাপারে সত্য, সঠিক ও নিরাপত্তার বেষ্টনী অবলম্বন করেছে। আল্লাহর সঠিক ও যথার্থ গুণগুলোকে তারা স্বীকার করেছে এবং উচ্চকিত করে তোলেছে।
তারা তাঁকে তাঁর সঠিক নাম ও গুণসমূহ দ্বারা গুণান্বিত করেছে এবং সেগুলোর ওসিলায় তাঁর কাছে প্রার্থনা জানিয়েছে। তাই, তাদের আহ্বানে তিনি সাড়া দেন। কারণ তিনিইতো প্রশংসিত সত্তা। দুনিয়া এবং আখেরাতে সর্বত্র, সর্বদা, সর্বাবস্থায় তিনি প্রশংসিত। এই বিশেষ সত্যটিই এই সূরার শেষ আয়াতে বর্ণিত হয়েছে।
এতে করে এ কথা সুস্পষ্ট বোঝা যায় যে, নবী ও রাসূলগণ আল্লাহপাকের পরিচিতি ও সার্বভৌমত্বকে সঠিকভাবে জানতে, বুঝতে ও উপলব্ধি করতে সক্ষম হয়েছেন বিধায়, তারা মহান প্রতিপালকের প্রশংসা ও স্তুতি যথাযথভাবে করতে সক্ষম হয়েছেন।
তাই, আল্লাহপাকের পক্ষ হতে তাদেরকে মুক্তি, নিষ্কৃতি ও সফলতার খোশ-খবরী প্রদান করা হয়েছে। সুতরাং নবী ও রাসূলগণের অনুসরণে যে সকল ঈমানদার বান্দাহ মাহে রমজানের মাগফেরাত লাভের দশকে মহান আল্লাহ তায়ালার প্রশংসা ও গুণগান একান্ত আন্তরিকতার সাথে আদায় করবে, তারা অবশ্যই শান্তি ও নিরাপত্তা লাভে সক্ষম হবে, এতে কোনোই সন্দেহ নেই। মহান আল্লাহপাক আমাদেরকে এর তাওফীক এনায়েত করুন, আমীন।
বিভাগ : শান্তি ও সমৃদ্ধির পথ ইসলাম
মন্তব্য করুন
আরও পড়ুন

ভারতে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, যেভাবে নাটকীয়ভাবে বেঁচে গেল একটি পরিবার

অবশেষে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন উখিয়ার ১৩ এসএসসি পরীক্ষার্থী

পবিপ্রবি শিক্ষার্থী পানিতে পড়ে আহত হওয়ার পরে চিকিৎসা অবহেলার মৃত্যুর অভিযোগ

শেরপুর জেলা উপজেলায় নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

নববর্ষ উদযাপনে মনোহরগঞ্জ উপজেলা বিএনপির আনন্দ শোভাযাত্রা

মাজারের বার্ষিক ওরসের মেলায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা করল স্বামী

কুমিল্লার রাজগঞ্জ বাজারে অগ্নিকাণ্ডে পৌনে দুই কোটি টাকার মালামাল ভস্মীভূত

সরকার নয়, আমরা একটি দেশ হিসেবে কাজ করছি: জ্বালানি উপদেষ্টা

মতলবে উপজেলা বিএনপির বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা

ফিলিস্তিনবাসীদের শান্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল

বর্ণাঢ্য ‘ড্রোন শো’ দেখে মুগ্ধ লাখো মানুষ

নতুন বছরে সংস্কার ও নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দূর হোক : মঞ্জু

বুধবার ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী

পুরোনো পদে ফিরলেন গাঙ্গুলি

আসছে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী ক্রিকেট দল

রূপায়ণ সিটিতে শতকন্ঠে বর্ষবরণ

বর্ষবরণকে স্বাগত জানিয়ে গাজীপুরে জেলা বিএনপির শোভাযাত্রা

আমরা নতুন বাংলাদেশে প্রবেশ করেছি: ফারুকী

ভারতীয়দের হজ কোটা ৮০ শতাংশ কমাল সৌদি

চীনা দূতাবাসের সৌজন্যে ঢাকার আকাশে ব্যতিক্রমী ড্রোন শো