ইসলামে এসো, শান্তি ও নিরাপত্তা লাভ করবে
১০ এপ্রিল ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ১০ এপ্রিল ২০২৫, ১২:০১ এএম

বর্তমান যুগের শিক্ষা ও সংস্কৃতির ‘আলোক’প্রাপ্ত ব্যক্তি ও সমাজের মাঝে সংযম ও সুনীতির ব্যাপক অনুপস্থিতি, সত্য কথন ও সত্য-গ্রহণে ভীরুতা, গোষ্ঠি ও স¤প্রদায়গত সংকীর্ণতা, পদ-পদবীর মোহ, অর্থ ও ক্ষমতার লালসা, প্রতিপক্ষের প্রতি চরম অসহিষ্ণুতা, অনৈতিকতা ও উচ্ছৃঙ্খলতায় উৎসাহ দান এবং এসব কিছু সত্তে¡ও মৌখিক শালীনতার চর্চা এ সভ্যতাকে একটি ব্যর্থ সভ্যতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ফলে ইসলামের সত্য ও সরল আদর্শের প্রয়োজন ও প্রাসঙ্গিকতা যেন ‘দৃষ্টিগ্রাহ্য’ হয়ে গিয়েছে।
এ অবস্থায় ইসলাম তার পক্ষ-বিপক্ষ উভয় শিবিরকে আহবান করে, আদর্শের শীতল ছায়ায় আশ্রয় নেয়ার। ইসলাম তার বিরোধীদের বলে, ‘আসলিম তাসলাম’- ইসলামে এসো, শান্তি ও নিরাপত্তা লাভ করবে। সন্ত্রাস, দুর্নীতি, কপটতা ও মিথ্যাচারের পরিবর্তে সততা, সরলতা, শান্তি ও শালীনতার নিশ্চয়তা একমাত্র ইসলামেই আছে। তবে এই সত্য উপলব্ধি করতে হলে তোমাকে প্রগতি ও আধুনিকতার মিথ্যা অভিমান ত্যাগ করে তোমায় বাস্তব অবস্থা চিন্তা করতে হবে।
তথাকথিত সভ্যতার মুখোশ সরিয়ে বাস্তবতার আয়নায় একবার নিজের মুখ দেখ, তাহলে দেখবে, দুর্নীতি, সন্ত্রাস এবং মিথ্যাচার ও অবিশ্বাসের কালিমায় তা কেমন কালিমালিপ্ত হয়ে আছে। এ মিথ্যা অভিমানের মুখোশ দিয়ে এত কালিমা আর কতকাল ঢেকে রাখবে? ইসলাম তো এসেছে মুখোশ বওয়ার যন্ত্রণা থেকে মুক্তি দেয়ার জন্য এবং সব কলঙ্ক থেকে পবিত্র করার জন্য।
একইভাবে তাকওয়ার দ্বীন ইসলাম তার অনুসারীদের বলে, ‘মুমিনগণ! পুরোপুরি ইসলামে দাখিল হও, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য দুশমন।’ যারা মুমিন, যাদের আল্লাহ ঈমানের দৌলত নসীব করেছেন তাদের তো ভুলে গেলে চলবে না যে, ইসলাম বিরোধী শিবিরে তারাই ইসলামের মুখপাত্র। তাদের আচরণ-উচ্চারণ দ্বারাই ইসলামের মূল্যায়ন করা হবে। আর বর্ণচোরা শ্রেণি তাদেরকে আঘাত করেই ইসলামকে ঘায়েল করার সুখ পেতে চাইবে।
সুতরাং মুমিনদের আচরণ হতে হবে সতর্ক ও ইসলামের বিধানসম্মত। তাদের উচ্চারণ হতে হবে সংযত, শালীন এবং ইসলামের আদব ও শালীনতার উত্তম দৃষ্টান্ত। এক্ষেত্রে আল্লাহর নবীর (স.) সীরাত আমাদের জন্য আদর্শ। একইভাবে তাদের লেনদেন, সামাজিকতা, শত্রæতা-মিত্রতা সবই হতে হবে কুরআন-সুন্নাহর আদব ও আহকামে পুরোপুরি উত্তীর্ণ। এককথায় জীবনের সব ক্ষেত্রে ইসলামী বিধান ও আচরণবিধি আমাদের পূর্ণরূপে অনুসরণ করতে হলে এবং সর্বক্ষেত্রে সংযম ও আত্মনিয়ন্ত্রণের পরাকাষ্ঠা প্রদর্শন করতে হবে।
এ দেশে, এই সমাজে যখন হক-বাতিলের দ্বন্দ প্রকাশ্য রূপ ধারণ করেছে তখন ইসলামের অনুসারী সর্বস্তরের মানুষের সর্বোচ্চ সংযম ও সতর্কতার পরিচয় দিতে হবে। এ দেশে যারা ইসলামী শিক্ষার ধারক-বাহক, বিশেষত কওমী মাদরাসার আলিম-তালিবে ইলমের অবস্থান তো এখন তরবারীর ফলার উপর। একটি সময় ছিল যখন ‘কওমী’ শব্দটির সঙ্গেও সমাজের একটি শ্রেণির পরিচয় ছিল না; কিন্তু সময়ের বিবর্তনে তাঁরা উঠে এসেছেন সর্বস্তরের মানুষের আগ্রহ ও আলোচনায়।
এ অবস্থা ও অবস্থানের নাযুকতা উপলব্ধি করা অতি প্রয়োজন। এখন সংযম ও সতর্কতার প্রয়োজন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি। মনে রাখতে হবে, কোটি কোটি কৌতুহলী চোখ আমাদের আচরণ-উচ্চারণ পর্যবেক্ষণ করছে। আমরা যদি কুরআনী শিক্ষা ও অনুশীলনে অভ্যস্ত হয়ে থাকি তবে তো ইন শা-আল্লাহ কোনো ভয় নেই। নতুবা সময় এসেছে পূর্ণ সংযমে অভ্যস্ত হওয়ার- চিন্তায়, চেতনায়, কর্মে, শব্দে, বাক্যে, বক্তব্যে। আল্লাহ আমাদের সহায় হোন। (আমীন)
বিভাগ : শান্তি ও সমৃদ্ধির পথ ইসলাম
মন্তব্য করুন
আরও পড়ুন

সিলেটের শ্রেষ্ঠ অফিসার মনোনীত হলেন বিশ্বনাথ থানার ওসি এনামুল হক চৌধুরী

প্রবাসীর জায়গা জোরপূর্বক দখলের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

আইনের ব্যত্যয় ঘটিয়ে বারে র্যাবের অভিযান

ভারত-পাকিস্তান সম্পর্কে মধ্যস্থতা করবেন ট্রাম্প? যা জানালেন মার্কিন প্রতিনিধি

জম্মু ও কাশ্মীর ইকোনমিক অ্যাসোসিয়েশনের সদস্য হলেন ড.তারিকুল ইসলাম চৌধুরী

সৈয়দপুরে যুবলীগ নেতা গ্রেপ্তার

সাভারে নারী সংস্কার কমিশন বিলুপ্তির দাবিতে হেফাজতে ইসলামের বিক্ষোভ

গাবতলি টার্মিনালে আন্তজেলা বাস প্রবেশের জন্য আলাদা রোড নির্মাণ করা হবে : ডিএনসিসি প্রশাসক

এটিজেএফবির ‘বিউটিফুল বাংলাদেশ রান’: মুখরিত হাতিরঝিল

বিচারপতি খায়রুল হকের বিচার চাইলেন রিজভী

অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আ. লীগের লোকজনের পুর্ণবাসন হচ্ছে: ড. আসাদুজ্জামান রিপন

পরমাণু যুদ্ধের রূপ নিতে পারে ভারত-পাকিস্তান সংঘর্ষ, দাবি মার্কিন গোয়েন্দাদের

মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে সংবাদ প্রকাশে তেলে বেগুনে জ্বলে উঠলেন স্বাস্থ্য কর্মকর্তা, ৪ সাংবাদিককে লিগ্যাল নোটিশ

ভারতীয় সেনার ওয়েবসাইট হ্যাক করল পাকিস্তানিরা

আইনের ব্যত্যয় ঘটিয়ে বারে র্যাবের অভিযান

প্রাইম এশিয়ার ছাত্র হত্যা, প্রধান আসামি মেহেরাজ ৫ দিনের রিমান্ডে

হাকিমপুরে ডাকাতির প্রস্তুতি কালে পুলিশের হাতে ৭ জন গ্রেফতার

বৈষম্য বিরোধী আন্দোলনে দৃষ্টি শক্তি হারানো ফেনীর সাকিবের পাশে তারেক রহমান

ফের আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানালেন সারজিস আলম

শহীদ স্বজনদের বুকফাটা কান্নায় স্তব্ধ শাহবাগের গোটা পরিবেশ