জাকাত প্রদানে দায়িত্বশীল হোন-৪
০৬ মে ২০২৩, ১০:৩৫ পিএম | আপডেট: ০৭ মে ২০২৩, ১২:০৩ এএম
আমি যখন আমার জাকাত এমন লোকদের হাতে তুলে দিচ্ছি, যাদের বা যে সংস্থার কর্ণধারদের, সংস্থার পরিচালনার সাথে জড়িত ব্যক্তিদের দ্বীনের সাথে, ইসলামের বিধিবিধানের সাথে বাহ্যিক কোনো সম্পর্ক পরিলক্ষিত হয়নি। বছরের কোনো সময়ই শরীয়তের অন্যান্য আমল ও বিশ্বাসগুলোর সাথে ঘনিষ্ঠতা পরিলক্ষিত হয় না। তাদের হাতে যদি আমার গুরুত্বপূর্ণ ফরজ বিধানের টাকা তুলে দেই একারণে যে, সে বলছে, জাকাত দেন, আমি আপনার পক্ষ থেকে ব্যয় করব।
আমি বাহ্যিকভাবে দেখছি, সে একজনকে খাইয়ে দিচ্ছে, রাস্তায় খাওয়াচ্ছে, এক টাকায় খাওয়াচ্ছে অথবা বিনা পয়সায় খাওয়াচ্ছে। অথবা কেউ গণমানুষের বিশেষ একটি শ্রেণি নিয়ে কাজ করছে। আমরা প্রত্যেকের যেকোনো ভালো কাজ, জনহিতকর কাজ, সেবামূলক কাজকে মোবারকবাদের দৃষ্টিতে দেখতে চাই, যদি সেখানে কোনো খারাপ মতলব না থাকে। সেগুলোও ইসলামের অন্যতম শিক্ষা ও বৈশিষ্ট্য। কিন্তু মনে রাখতে হবে, জাকাত সকল ক্ষেত্রে দেওয়ার বিষয় নয়।
বিভিন্ন ফাউন্ডেশনের ব্যপারেও আমরা আগে শুনেছি, কুরবানির ক্ষেত্রেও আমরা শুনি, কুরবানির টাকা অমুক ফাউন্ডেশনকে দিয়ে দেওয়া হচ্ছে, তমুক গোষ্ঠীকে দিয়ে দেওয়া হচ্ছে। অমুক গোষ্ঠী বলছে, আমাকে তোমার কুরবানির টাকা দাও, আমি তা অমুক খাতে ব্যয় করব। এখন জাকাতের ক্ষেত্রেও এরকম কথা শোনা যাচ্ছে; বিভিন্ন গোষ্ঠী বা বিভিন্ন সংস্থা জাকাত চাচ্ছে। আমাদের কথা এটা নয় যে, কোনো সংস্থার মাধ্যমেই জাকাত আদায় করা যাবে না; বরং আমাদের কথা হলো, জাকাত দিতে হলে আগে আস্থার সম্পর্ক থাকতে হবে।
বুঝতে হবে যে, তার দ্বীনি বুঝ কতটুকু। তারা জাকাতের মাসয়ালা কতটুকু জানেন। তারা জাকাতের প্রয়োগ যথাযথভাবে করবেন কি না; যথাস্থানে তা আদায় করবেন কি না? ইসলামে জাকাতের যে বিধিবিধান রয়েছে, কোথায় জাকাত আদায় করতে হয়, কীভাবে ব্যয় করতে হয়, কীভাবে ব্যয় করলে জাকাত আদায় হয়, কীভাবে করলে জাকাত আদায় হয় না, এই বিষয়গুলো তারা জানেন কি না? সেটা জানার জন্য তাদের দক্ষতা কতটুকু? এবং ইসলামের ব্যাপারে বাস্তব জীবনে তাদের বিশ্বাস, আস্থা, তাদের অনুশীলন কতটুকু এগুলো অবশ্যই দেখার প্রয়োজন আছে। কারণ কোনো সংস্থার কাছে কোটি কোটি টাকা জাকাত জমা হলে সেগুলো যথা নিয়মে ও যথাস্থানে ব্যয় করতে, সেগুলোর হকদার খোঁজ করতে এবং তাদের হাতে যথা নিয়মে পৌঁছে দিতে কম কসরত করতে হয় না। আর অন্য মানুষের একটি বড় ইবাদত যথা নিয়মে আদায়ের এই কসরতগুলো একমাত্র মুত্তাকি তথা ঈমানদার ও আল্লাহকে ভয়কারী লোকদের দ্বারাই সম্ভব।
এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো, আমাদের প্রিয় দ্বীন ইসলামের অন্যতম একটা স্তম্ভ জাকাত। মুসলমানদের সেই জাকাত যেন যথাযথভাবে আদায় হয়। আমরা জাকাতও আদায় করলাম, টাকাও নিজ থেকে বের করে দিলাম আবার ফরজ দায়িত্বও আমার কাঁধে রয়ে গেল। বিষয়টা এমন যে, আমি নামাজ পড়ে এলাম; পরে দেখা গেল, আমার নামাজটা আদায়ই হয়নি! এটা বেশি দুঃখজনক যে, আমি নামাজ আদায় করলাম, সময় ব্যয় করলাম, শারীরিক কসরতও হলো, মসজিদেও গেলাম; কিন্তু দেখা গেল, আমি তা আদায় করিনি, ঠিকমতো করতে পারিনি!
জাকাতের ক্ষেত্রেও যেন এমন না হয়, আমি টাকা দিয়ে দিলাম, কিন্তু আমার ফরজ দায়িত্ব আদায় হলো না।
আল্লাহ তায়ালা আমাদেরকে আমাদের দ্বীনি দায়িত্বগুলো সঠিকভাবে আদায় করার তাওফীক দান করুন, আমাদেরকে দ্বীনের সঠিক বুঝ নসিব করুন। আমরা মুসলমানরা যেন প্রতারিত না হই। নিজেদের ইবাদত-বন্দেগিগুলো আদায় করার ক্ষেত্রে যেন ঠকে না যাই।
বিভাগ : শান্তি ও সমৃদ্ধির পথ ইসলাম
মন্তব্য করুন
আরও পড়ুন
চীনের অবিশ্বাস্য সামরিক উত্থানে টনক নড়েছে ভারতের
পারমাণবিক বোমা সজ্জিত নতুন যুদ্ধজাহাজে আতঙ্ক ছড়াচ্ছেন কিম
ধর্ষণের প্রতিশোধে বাবাকে হত্যা, গ্রেফতার ২ কিশোরী
আমাকে ধর্ষণ করার ভিডিও দেখে স্বামী
হজযাত্রীর সর্বনিম্ন কোটা নির্ধারণে ধর্ম মন্ত্রণালয়ের সংশ্লিষ্টতা নেই
ফিলিপাইনে ৪০০ বিদেশি অনলাইন প্রতারক গ্রেফতার
ইসরাইলি ৪শ’ সেনা নিহত গাজায় স্থল অভিযানে
কুষ্টিয়ায় কৃষি যন্ত্র বিতরণে দুর্নীতির প্রমাণ পেয়েছে দুদক
জীববৈচিত্র্য সুরক্ষা করতে হবে
শ্রীলঙ্কার সঙ্গে সিরিজ ড্র করল বাংলাদেশ
ভোলায় শীতার্তদের মাঝে জেলা প্রশাসকের কম্বল বিতরণ
গাজীপুরে বিএনপি নেতার উপর হামলা
চাঁদপুরে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা জসিম গ্রেপ্তার
বিভিন্ন বিভাগ ছোট হচ্ছে পাকিস্তানে
আশুলিয়ায় চাঁদার দাবিতে প্রকাশ্যে দিবালোকে দোকানীকে গুলি
গ্রিনল্যান্ড দখলের হুমকি নিয়ে ট্রাম্পকে সতর্ক করল জার্মানি-ফ্রান্স
৪ ভূখ-কে অন্তর্ভুক্ত করে ইসরাইলি মানচিত্র প্রকাশ
চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার
চলতি বছর বিশ্ববাজারে নিত্যপণ্যের দাম কমার পূর্বাভাস
যুক্তরাষ্ট্রের নাম মেক্সিকান আমেরিকা রাখার পরামর্শ