চির সাফল্যের পথে ক্ষুদ্র ক্ষুদ্র প্রয়াস-২
১১ জানুয়ারি ২০২৪, ১২:০৬ এএম | আপডেট: ১১ জানুয়ারি ২০২৪, ১২:০৬ এএম
কোনো ভালো কাজের সুযোগ পেলে সে সুযোগের সদ্ব্যবহার করা যেমন জরুরি তেমনি মন্দ কাজ ক্ষুদ্র হলেও তা পরিহার করা জরুরি। কেননা, একটি মাত্র অপকর্ম মানুষকে জাহান্নামের অতল গহ্বরে নিক্ষেপ করতে পারে। অন্যদিকে একটি মাত্র ভালো কাজ মানুষকে নিয়ে যেতে পারে চির সুখের নিবাস জান্নাতে। আসুন হাদিসের আলোকে এরূপ কিছু নেক কাজের আলোচনা করি এবং সেগুলোর উপর আমল করে জান্নাত লাভের চেষ্টা করি।
হযরত আবু শাইবা হারাবী (রহ.) বলেন, একদা মুয়ায (রা.) এক ব্যক্তির সঙ্গে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তখন মুআয (রা.) রাস্তা থেকে একটি পাথর সরিয়ে ফেললেন। লোকটি কৌতুহলী হয়ে জিজ্ঞেস করল জনাব, আপনি এটা কেন করলেন? মুআয (রা.) বললেন, আমি রাসূলুল্লাহ (সা.)-কে বলতে শুনেছি, যে ব্যক্তি রাস্তা থেকে কষ্টদায়ক পাথর সরিয়ে ফেলবে তার জন্য একটি নেকী লেখা হবে, আর যার একটি নেকী থাকবে সে জান্নাতে প্রবেশ করবে। (মুজামে কাবীর তবারানী : ১৯৮)।
আবু সাঈদ খুদরী (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি মসজিদ থেকে কোনো কষ্টদায়ক বস্তু বের করে ফেলবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি গৃহ নির্মাণ করবেন। (সুনানে ইবনে মাজা : ৭৫৭)। হযরত আলী (রা.) বলেন, আমি রাসূলুল্লাহ (সা.)-কে বলতে শুনেছি, কোনো মুসলমান যদি সকালে কোনো অসুস্থ মুসলমানকে দেখতে যায়, তাহলে সন্ধ্যা পর্যন্ত সত্তর হাজার ফেরেশতা তার জন্য রহমতের দুআ করতে থাকে। আর যদি সন্ধ্যায় দেখতে যায় তাহলে সকাল পর্যন্ত সত্তর হাজার ফেরেশতা তার জন্য রহমতের দুআ করতে থাকে। আর জান্নাতে তার জন্য প্রচুর পরিমাণ ফল থাকবে। সে ইচ্ছামতো সেখান থেকে পেড়ে পেড়ে খাবে। (সুনানে তিরমিযী : ৯৬৯)।
আব্দুল্লাহ ইবনে আমর (রা.) থেকে বর্ণিত, নবী করীম (সা.) বলেছেন, এক ব্যক্তি জান্নাত লাভ করেছে এই জন্য যে, সে ঋণগ্রস্ত হলে গড়িমসি না করে সময়মতো ঋণ আদায় করে দিত, আর অন্যের নিকট ঋণ পাওনা হলে নম্রভাবে চাইত এবং মানুষের সামনে তাকে লজ্জিত করত না। (মুসনাদে আহমদ : ৬৯৬৩)। আবু সাইদ খুদরী (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, কোনো মুমিন যদি অপর ভাইয়ের কোনো দোষ দেখে এবং সেটা গোপন রাখে, আল্লাহ তাআলা এর বিনিময়ে তাকে জান্নাতে দাখিল করবেন। (মুজামে আউসাত, তবারানী : ১৫০৩)।
আব্দুল্লাহ ইবনে আমর (রা.) থেকে বর্ণিত, নবী করীম (সা.) বলেছেন, জান্নাতে এমন একটি বালাখানা আছে, যার বাহির থেকে ভেতরের এবং ভেতর থেকে বাইরের সবকিছু দেখা যায়। আবু মালিক আশআরী (রা.) জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল! কে এই বালাখানার অধিকারী হবে? নবী করীম (সা.) বললেন, যে ব্যক্তি নরম স্বরে সুন্দরভাবে কথা বলবে, ক্ষুধার্তকে খানা খাওয়াবে এবং মানুষ যখন ঘুমে বিভোর থাকে তখন নামাযে মগ্ন থাকবে সে-ই এই বালাখানার অধিকারী হবে। (মুসনাদে আহমাদ : ৬৬১৫)।
আবু কাসীর সুহায়মী (রহ.)-এর পিতা বলেন, আমি আবু যর (রা.)-কে বললাম, আমাকে এমন একটা আমল বলে দিন যার উপর আমল করলে বান্দা জান্নাতে দাখিল হতে পারে। আবু যর (রা.) বললেন, আমি রাসূলুল্লাহ (সা.)-কে এ সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম, তখন তিনি বলেছেন, আল্লাহ এবং আখেরাতের উপর ঈমান আনবে। আমি বললাম, ঈমানের সাথে অন্য কোনো আমল করতে হবে না কি? তিনি বললেন, আল্লাহর দেয়া সম্পদ থেকে দান করবে। আমি বললাম, হে আল্লাহর রাসূল, সে যদি দরিদ্রতার কারণে দান করতে না পারে তাহলে কী করবে? তিনি বললেন, সৎকাজের আদেশ দিবে এবং অসৎকাজে বাধা দিবে।
আমি বললাম, যদি সৎকাজের আদেশ দেয়া ও অসৎকাজে বাধা দেয়ার ক্ষমতা না থাকে তাহলে কী করবে? নবী করীম (সা.) বললেন, নির্বোধ-অক্ষম ব্যক্তির কাজ করে দিবে। আমি বললাম, সে নিজেই যদি এমন অক্ষম হয় যে, সুন্দরভাবে কোনো কাজ করতে না পারে, তাহলে কী করবে? তিনি বললেন মজলুমের সাহায্য করবে। আমি বললাম, সে যদি মজলুমের সাহায্য করার শক্তি না রাখে তাহলে কী করবে? রাসূলুল্লাহ (সা.) বললেন, অন্তত মানুষকে কষ্ট দেয়া থেকে বিরত থাকবে।
তখন আমি বললাম, হে আল্লাহর রাসূল! এটুকু করলে কি জান্নাত লাভ করতে পারবে? তখন তিনি বললেন, কোনো মুসলিম যদি উল্লেখিত বিষয়গুলোর কোনো একটার উপর আমল করে তবে তার হাত ধরে জান্নাতে দাখিল করা হবে। (সহীহ ইবনে হিব্বান : ৩৭৩)।
আমর ইবনে আস (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, কোনো মু’মিন যদি কোনো বিপদগ্রস্ত মুসলিম ভাইকে সান্ত্বনা প্রদান করে, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে সম্মানের পোষাক পরিধান করাবেন। (সুনানে ইবনে মাজা : ১৬০১)। এ ধরনের আরো হাদিস রয়েছে। আল্লাহ আমাদেরকে আমল করার তাওফীক দান করুন। (আমীন।)
বিভাগ : শান্তি ও সমৃদ্ধির পথ ইসলাম
মন্তব্য করুন
আরও পড়ুন
গুমের দায়ে আইনশৃঙ্খলা বাহিনীর ২২ সদস্য চাকরিচ্যুত
কুরস্ক অঞ্চলের ৪০ ভাগ খোয়ানোর স্বীকারোক্তি ইউক্রেনের
মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে বাংলাদেশ চীনের সাথে কাজ করতে আগ্রহী: বাণিজ্য উপদেষ্টা
হাজীদের সর্বোত্তম স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেন
শরীয়তপুরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ কর্মী সভা
মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় সিকিউরিটি গার্ড নিহত
পাকিস্তানকে উড়িয়ে দিল জিম্বাবুয়ে
১৫ দিন রিমান্ড শেষে কারাগারে আব্দুর রাজ্জাক
লক্ষ্মীপুরে ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ৫০ জন
নির্বাচিত সরকারই দেশকে পুনর্গঠন করতে পারে : তারেক রহমান
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটিতে অচেনা ৭ জন
মৌলভীবাজারে কৃষি ও প্রযুক্তি মেলা শুরু
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মডেল উদ্ভাবন
ব্রহ্মপুত্রে অবৈধ ড্রেজার বসিয়ে চলছে বালু ব্যবসা
বাঘায় কৃষি শ্রমিককে গলা কেটে হত্যা
কেশবপুরে অবৈধ ইটভাটা বন্ধে বিভিন্ন দফতরে অভিযোগ
হামলার শিকার হয়েও মুখ খুলতে পারছে না বোয়ালমারীর বহু পরিবার
ইসলামী আন্দোলনের গণসমাবেশে আ.লীগ নিষিদ্ধের দাবি
বিপিএলের প্রথম দিনই মাঠে নামছে বসুন্ধরা-মোহামেডান
সাগরে মিলছে না আশানুরূপ ইলিশ হতাশায় মীরসরাইয়ের জেলেরা