ইসলামের শিক্ষা গুরুজন মান্যতার
২৪ নভেম্বর ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ২৪ নভেম্বর ২০২৪, ১২:০২ এএম
বড়র প্রতি মান্যতার বিভিন্ন দিক ও ক্ষেত্র আছে। রাসূলে কারিম (সা.) এর হাদিস শরিফে ওই সব বিষয়ে দিক-নির্দেশনা আছে। শুধু একটি দিক সম্পর্কে কিছু কথা বলি। হাদিস শরিফে অতি গুরুত্বের সাথে বৃদ্ধ মুসলিমের মর্যাদা রক্ষার কথা বলা হয়েছে। যিনি বৃদ্ধ, প্রবীণ, তাকে সম্মান করা ইসলামের খুব গুরুত্বপূর্ণ একটি শিক্ষা।
এখানে সূরা মারইয়ামের শুরুর দিকের কিছু আয়াতের কথা উল্লেখ করা যায়। যাতে আল্লাহর নবী হজরত জাকারিয়া (আ.)-এর একটি দোয়া বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা বলেনÑ ‘এ হচ্ছে আপনার রবের দয়ার বৃত্তান্ত নিজ বান্দা জাকারিয়ার প্রতি। যখন তিনি তার রবকে ডাকলেন চুপে চুপে। তিনি বললেন, পরওয়ারদিগার! আমার অস্থিসমূহ দুর্বল হয়ে পড়েছে, আমার মাথায় বার্ধক্য ছড়িয়ে পড়েছে এবং আমি তো কখনোই আপনার নিকট প্রার্থনা করে হে পরওয়ারদেগার! ব্যর্থ হইনি।’ (সূরা মারইয়াম : ২-৪)
কুরআন মাজিদে আল্লাহপাক পিতা-মাতার সাথে সদ্ব্যবহার করতে বলেছেন এবং পিতা-মাতার সাথে বিনীত আচরণের আদেশ দিয়েছেন। অথচ পিতা-মাতা হলেন বৃদ্ধ, সন্তান হলো যুবক। পিতা-মাতার শক্তি নেই, সন্তানের শক্তি আছে। বিনয়ী তো হয় দুর্বল শক্তিমানের সামনে! এখানে সন্তান শক্তিশালী, পিতা-মাতা দুর্বল। তারপরও দুর্বল পিতা-মাতার সামনে যুবক সন্তান কেন বিনয়ী হবে? আল্লাহপাক বলেনÑ ‘দয়ার্দ্রতার কারণে বিনয়ী হবে।’ (সূরা বনি ইসরাইল-২৪)
এক মানুষ আরেক মানুষের সামনে বিনীত হয় দুই কারণে : ভয়ের কারণে ও দয়ার কারণে। দুর্বল শক্তিমানের সামনে বিনীত হয় ভয়ের কারণে। সে ভাবে, এ তো শক্তিশালী, প্রভাবশালী। তার সামনে উদ্ধত হলে সে আমার ক্ষতি করবে। তার ক্ষতি থেকে আত্মরক্ষার জন্য বিনয়ী হয়। এটা হলো ভয়ের কারণে বিনয়ী হওয়া। এতে তেমন মাহাত্ম্য নেই। পক্ষান্তরে, দয়ার্দ্রতার কারণে যে বিনয়ী; শক্তি, সামর্থ্য, অর্থ-বিত্ত, কোনো কিছুতেই তার কোনো কমতি নেই, কিন্তু দয়ার্দ্রতার কারণে সে বিনয়ী হয়, এই ব্যক্তিই প্রকৃত বিনয়ী। এই বিনয় মাহাত্ম্যপূর্ণ।
সুতরাং হে সন্তান! পিতা-মাতার প্রতি তুমি যে বিনয়ী হবে এটা ‘মিনার রাহমাহ’ অন্তরের দয়ার্দ্রতা থেকে বিনয়ী হবে। তোমার অন্তর পিতা-মাতার প্রতি দয়ার্দ্র থাকা উচিত। তোমার মনে এই ভাব থাকা উচিত, আহা! আমার আব্বা বৃদ্ধ হয়ে পড়েছেন। আমার আম্মা বৃদ্ধা হয়ে পড়েছেন। তারা কত সবল ছিলেন, কত শক্তিশালী ছিলেন, এখন কত দুর্বল হয়ে পড়েছেন, জরাগ্রস্ত হয়ে পড়েছেন। তো বিনয়ী হওয়ার একটি দিক, দয়ার্দ্রতার কারণে বিনয়ী হওয়া।
বৃদ্ধ মুসলিম, যার চুল দাড়ি সাদা হয়ে গেছে তার সামনে একজন যুবক বিনয়ী হবে তার ক্ষতির ভয়ে নয়, দয়ার্দ্রতার কারণে। আর এ তো এক সাধারণ কথা। স্বভাবের কথা। দয়া-মায়া তো এক সাধারণ মানবীয় বৃত্তি। এই যদি না থাকে তাহলে মানবে আর পশুতে পার্থক্য কী থাকে? ইসলাম মানুষের সুকুমারবৃত্তিসমূহের উৎকর্ষ সাধন করে।
তো বৃদ্ধকে সম্মান করা মানবিকতা। শুধু তাই নয়, ইসলামের বার্ধক্য মহিমান্বিত। এক হাদিসে রাসূলে কারিম (সা.) বলেছেন, যে ব্যক্তি ইসলামের মাঝে বার্ধক্যে উপনীত হয়, তার বার্ধক্য কিয়ামতের দিন তার জন্য নূর হবে। (জামে তিরমিজি-১৬৩৪) একজন মুসলিম ঈমানের হালতে যখন বার্ধক্যে উপনীত হন তখন আল্লাহপাকের কাছে এটা অতি মর্যাদার বিষয়। এই বার্ধক্যের মর্যাদা রক্ষা করা জরুরি। আরেক হাদিসে আছে, হযরত আবু মুসা আশআরী (রা.) আল্লাহর রাসূল (সা.) থেকে বর্ণনা করেন : আল্লাহপাককে সম্মান করার একটি দাবি, বৃদ্ধ মুসলিমকে সম্মান করা। (সুনানে আবূ দাউদ : ৪৮৪৩)
কোনো কোনো ধর্মে প্রাচীনত্বকে উপাস্যের মর্যাদা দেয়া হয়। যে কোনো প্রাচীন স্থান, প্রাচীন বৃক্ষ, প্রাচীন জলাশয়, ওই সব ধর্মের অনুসারীদের মনে পূজা-অর্চনার প্রেরণা জাগ্রত করে এবং পূজা-অর্চনায় লিপ্ত করে। ইসলামে এ কুসংস্কারের স্থান নেই। ইসলামে উপাসনা একমাত্র আল্লাহর। আল্লাহ ছাড়া আর কারো উপাসনা নয়। অন্যদিকে কোনো কোনো মতবাদের আরেক প্রান্তিকতা, ঔদ্ধত্য-অশ্রদ্ধা। ইসলামে এরও স্থান নেই। ইসলামের শিক্ষা গুরুজন মান্যতার, স্বাভাবিক বিনয়-নম্রতার, সম্মান-শ্রদ্ধার।
তো একজন ব্যক্তি যখন ইসলামের হালতে দীর্ঘ জীবন অতিবাহিত করেন তখন তার আমলনামা অনেক সমৃদ্ধ। তাঁর জীবনে অনেক বরকতময় মুহূর্ত অতিবাহিত হয়েছে। অনেক বরকতপূর্ণ আমলের সৌভাগ্য তার হয়েছে। আল্লাহপাকের কাছে এর অনেক মূল্য।
বিভাগ : শান্তি ও সমৃদ্ধির পথ ইসলাম
মন্তব্য করুন
আরও পড়ুন
গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে আনতে থানায় বিএনপি নেতাদের ভিড়
মাদ্রাসার ছাদ থেকে পাইপ বেয়ে নামার সময় পড়ে গিয়ে শিশুর মৃত্যু
জকিগঞ্জে প্রাক্সিসের ৭ দিনব্যাপী ইংলিশ স্পিকিং চ্যালেঞ্জ কম্পিটিশনের পুরস্কার বিতরণী
লামায় ১৭টি ত্রিপুরা সম্প্রদায়ের বসতঘর পুড়ে ছাই হওয়ার ঘটনায় ৪জন গ্রেপ্তার
বিজয় দিবস টেনিস শুক্রবার শুরু
আশুলিয়ায় ভাড়াটিয়া তাড়িয়ে জোরপূর্বক জমি দখলের অভিযোগ
আজানের জবাব দেওয়া প্রসঙ্গে।
লক্ষ্মীপুরে চুরির অপবাদে নাকে খত দেওয়ার ঘটনায় মামলা
শরীয়তপুরে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
হেঁটে টেকনাফ গেলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাসেদুল
বিদেশি অপারেটরের সঙ্গে সম্পাদিত গোপন চুক্তি বাতিল চেয়ে আইনি নোটিশ!
বাগেরহাটে জেলা একীভূত চক্ষু সেবা কর্মসূচির এডভোকেসি সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল
অল্পতেই শেষ পাকিস্তানের ইনিংস
খেপুপাড়া সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম পুনর্মিলনী ২৮ ডিসেম্বর
হামলা-নাশকতা প্রতিরোধে কাজ করছে সেনাবাহিনী
তাবলিগ জামাতের দু'পক্ষকেই বিশেষ নির্দেশনা দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়
পেকুয়ায় আগামীকাল বৃহত্তর ঐতিহাসিক তাফসির মাহফিল
‘সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় সেনাবাহিনী দিয়ে তদন্ত কমিটি গঠন করুন’
শ্রীনগরে বিদুৎপৃষ্ট হয়ে রং মিস্ত্রির মৃত্যু