বড়কে মান্য করুন, বৃদ্ধকে সম্মান করুন-২
২৩ নভেম্বর ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ২৩ নভেম্বর ২০২৪, ১২:০২ এএম
দুনিয়াতে যত দিক থেকে যত ‘বড়’ আছে, সবার চেয়ে বড় একজন আছেন। তিনি আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহু আকবার। অনেক প্রকারের ‘বড়’ দুনিয়াতে আছে। কিন্তু আল্লাহ আমাদের শিখিয়েছেন যে, সবার চেয়ে সবদিক থেকে বড় আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য দৈনিক পাঁচবার আজানে আমরা শুনিÑ ‘আল্লাহু আকবার, আল্লাহু আকবার’। নামাজে বারবার বলি ‘আল্লাহু আকবার’। অর্থ, আল্লাহ সবার বড়, সব কিছুর চেয়ে বড়।
এই ছোট ছোট-বড় অর্থাৎ বান্দাদের মধ্যে যারা বড় তারা যখন বড়র দায়িত্ব পালন করে, ছোটর সাথে দয়া ও মমতার আচরণ করে তখন সবচেয়ে যিনি বড় সেই আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর রহম করেন। হাদিস শরিফের ঘোষণা, ‘তোমরা দুনিয়াওয়ালাদের উপর রহম কর আসমানওয়ালা তোমাদের উপর রহম করবেন।’ (মুসনাদে আহমদ-৬৪৯৪)
এক হাদিসে আছে, কয়েকজন লোক একটি হত্যা-ঘটনা নিয়ে আল্লাহর রাসূল (সা.) এর কাছে এসেছেন। নিহতের সন্তানদের মধ্যে যে ছোট সে এ বিষয়ে কথা বলতে আরম্ভ করেছেন। আল্লাহর রাসূল (সা.) তাকে থামিয়ে দিয়ে বড় ভাইকে কথা বলার আদেশ করেছেন। (সুনানে আবু দাউদ : ৬১৪২, ৬১৪৩) হাদিসের কিতাবে এরকম ইনসাফের, নীতি ও শৃঙ্খলার অনেক উদাহরণ আছে।
বয়সের দিক থেকে যিনি বড়, তাকে সম্মান করা কর্তব্য। জ্ঞান ও প্রজ্ঞার দিক থেকে যিনি বড়, তাকে সম্মান করা কর্তব্য। অর্থ-বিত্ত-সামাজিক সম্মানের দিক থেকে যিনি বড় তার হক আদায় করা কর্তব্য। তবে হ্যাঁ, এই সব কিছুই হবে শরিয়তের ওই অকাট্য মূলনীতির আলোকেÑ ‘আল্লাহপাকের নাফরমানি করে কারো আনুগত্য করা যাবে না।’ এটি শরিয়তের এক অকাট্য মূলনীতি। কারণ সব বড়র বড় আল্লাহ রাব্বুল আলামিন। তাঁর হক সবার আগে। তাই তাঁর নাফরমানি করে কারো আনুগত্য করা যাবে না। এই মূলনীতির সীমার ভেতরে থেকেই সব বড়র হক আদায় করতে হবে। যে পর্যন্ত আল্লাহ পাকের নাফরমানি না হয় ওই পর্যন্ত তাদের আনুগত্য করা যাবে। যখনই আল্লাহ পাকের নাফরমানি এসে যাবে তখন কোনো বড়র আনুগত্য করার অবকাশ নেই। এমনকি পিতা-মাতারও না। সন্তানের উপর তো সবচেয়ে বেশি হক পিতা-মাতারই। পিতা-মাতা যদি মুশরিক হন, পিতা-মাতা যদি সন্তানকে শির্কে লিপ্ত হতে বলেন, তাহলে কুরআন মাজিদের ঘোষণাÑ ‘এই ক্ষেত্রে তাঁদের আনুগত্য করা যাবে না।’ (সূরা লুকমান-১৫)
কারণ এখানে পিতা-মাতার আদেশ আর আল্লাহর আদেশÑ এই দুই আদেশের মধ্যে সংঘর্ষ হয়েছে। আর সংঘর্ষের ক্ষেত্রে আল্লাহ পাকের আদেশই অগ্রগণ্য করতে হবে। কারণ আল্লাহ তাআলা পিতা-মাতার চেয়েও বড়। আল্লাহ সবচেয়ে বড়।
ইসলামি শরিয়তের এই যে মূলনীতি, প্রত্যেকের সাথে যথার্থ আচরণ করা, ছোটর সাথে দয়া ও মমতার আচরণ আর বড়র সাথে সম্মান ও মর্যাদার আচরণÑ ইসলামের এই শিক্ষার অনুশীলন যদি করা যায় তাহলে একটি সুস্থ সুন্দর সুশৃঙ্খল সমাজ প্রতিষ্ঠিত হতে পারে। পক্ষান্তরে এই শিক্ষার ব্যতিক্রম করা হলে, পরিবারিক, সামাজিক শৃঙ্খলার সূত্রগুলো ছিন্ন করা হলে, বড়র প্রতি শ্রদ্ধা ও মান্যতা, ছোটর প্রতি দয়া ও কল্যাণকামিতা তুলে দেয়া হলে, সেই সমাজ পরিণত হবে এক উশৃঙ্খল সমাজে, এক শান্তিহীন সমাজে।
দেখুন, প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে ‘চেইন অব কমান্ড’ বলে একটা কথা আছে। এটি রক্ষা করা অতি জরুরি মনে করা হয়। এটি ভেঙে পড়লে গোটা প্রতিষ্ঠানই ভেঙে পড়ে। তো জীবন ও সমাজের সব ক্ষেত্রে, ক্ষুদ্র সমাজ, বৃহৎ সমাজ সব ক্ষেত্রেই একটি অদৃশ্য ধারা আছে, সেই ধারা রক্ষা করা প্রয়োজন। নতুবা সমাজ ভেঙে পড়ে, পরিবার ভেঙে পড়ে। ছোটর প্রতি দয়া ও মমতা আর বড়র প্রতি সম্মান ও মান্যতা সেই অদৃশ্য ধারার মূল কথা।
বিভাগ : শান্তি ও সমৃদ্ধির পথ ইসলাম
মন্তব্য করুন
আরও পড়ুন
বিএনপি মুক্ত সাংবাদিকতায় বিশ্বাসী নামমাত্র মূল্যে কক্সবাজার প্রেসক্লাবের জমি বন্দোবস্তি দিয়েছেন বেগম খালেদা জিয়া
সচিবালয়ে আগুন: গোয়েন্দা সংস্থাগুলোর ব্যর্থতাকে দায়ী করলো এবি পার্টি
পরকীয়া প্রেমের ঘটনায় গৌরনদীতে উপ-সহকারী ২ কৃষি কর্মকর্তা এলাকাবাসীর হাতে আটক
‘প্রতিবন্ধীদের সংগঠন ও সম্পদ দখল করে পতিত সরকারের শিল্পমন্ত্রীর কন্যা’
আশিয়ান সিটির স্টলে বুকিং দিলেই মিলছে ল্যাপটপ
সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনাটি পরিকল্পিত নাশকতা: ইসলামী আইনজীবী পরিষদ
গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে আনতে থানায় বিএনপি নেতাদের ভিড়
মাদ্রাসার ছাদ থেকে পাইপ বেয়ে নামার সময় পড়ে গিয়ে শিশুর মৃত্যু
জকিগঞ্জে প্রাক্সিসের ৭ দিনব্যাপী ইংলিশ স্পিকিং চ্যালেঞ্জ কম্পিটিশনের পুরস্কার বিতরণী
লামায় ১৭টি ত্রিপুরা সম্প্রদায়ের বসতঘর পুড়ে ছাই হওয়ার ঘটনায় ৪জন গ্রেপ্তার
বিজয় দিবস টেনিস শুক্রবার শুরু
আশুলিয়ায় ভাড়াটিয়া তাড়িয়ে জোরপূর্বক জমি দখলের অভিযোগ
আজানের জবাব দেওয়া প্রসঙ্গে।
লক্ষ্মীপুরে চুরির অপবাদে নাকে খত দেওয়ার ঘটনায় মামলা
শরীয়তপুরে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
হেঁটে টেকনাফ গেলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাসেদুল
বিদেশি অপারেটরের সঙ্গে সম্পাদিত গোপন চুক্তি বাতিল চেয়ে আইনি নোটিশ!
বাগেরহাটে জেলা একীভূত চক্ষু সেবা কর্মসূচির এডভোকেসি সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল
অল্পতেই শেষ পাকিস্তানের ইনিংস