ভূমি ও ভূখণ্ড আল্লাহর দান
২৭ অক্টোবর ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ২৭ অক্টোবর ২০২৪, ১২:০২ এএম
আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা। এই ভূমি, এই আকাশ তাঁরই সৃষ্টি। তিনিই আমাদের সুযোগ দিয়েছেন এই ভূমিতে বসবাসের। তাই তাঁর শোকরগোযারি করা ভূমিবাসীর কর্তব্য। যুগে যুগে এই সত্যের দিকেই নবীগণ আহ্বান করেছেন মানবজাতিকে।
হযরত হূদ (আ.) ছিলেন কওমে আদের নবী। তিনি তাদেরকে বলেছেন : এবং স্মরণ করো, আল্লাহ তোমাদেরকে নূহের সম্প্রদায়ের পর তাদের স্থলাভিষিক্ত করেছেন এবং তোমাদের দৈহিক গঠনে অধিক বলিষ্ঠ ও হৃষ্টপুষ্ট করেছেন। সুতরাং আল্লাহর অনুগ্রহ স্মরণ করো, তাহলে তোমরা সফল হবে। (সূরা আরাফ : ৬৯)।
তিনি আরো বলেছিলেন : হে আমার সম্প্রদায়! তোমরা তোমাদের প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা করো, অতঃপর তাঁর দিকেই প্রত্যাবর্তন করো। তিনি তোমাদের উপর প্রচুর বারি বর্ষণ করবেন এবং আরো শক্তি দিয়ে তোমাদের শক্তি বৃদ্ধি করবেন। তোমরা মুখ ফিরিয়ে নিও না অপরাধি হয়ে। (সূরা হূদ : ৫২)।
হযরত ছালেহ (আ.) ছিলেন কওমে ছামূদের নবী। তিনি তাঁর কওমকে সম্বোধন করে বলেছেন : স্মরণ করো, আদি জাতির পর তিনি তোমাদেরকে স্থলাভিষিক্ত করেছেন এবং তোমাদেরকে ভূমিতে এমনভাবে প্রতিষ্ঠিত করেছেন যে, সমতল ভূমিতে প্রাসাদ নির্মাণ করছো এবং পাহাড় কেটে বাসগৃহ নির্মাণ করছো। সুতরাং তোমরা আল্লাহর অনুগ্রহ স্মরণ করো এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে বেড়িও না। (সূরা আরাফ : ৭৪)।
অন্যত্র আছে : আমি ছামূদ জাতির নিকট তাদের ভাই ছালেহকে পাঠিয়েছিলাম। সে বলেছিল, হে আমার সম্প্রদায়। তোমরা আল্লাহর ইবাদত করো। তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই। তিনি তোমাদেরকে মৃত্তিকা থেকে সৃষ্টি করেছেন এবং তাতেই তোমাদেরকে বসবাস করিয়েছেন। সুতরাং তাঁর নিকট ক্ষমা প্রার্থনা করো অতঃপর তাঁর দিকেই প্রত্যাবর্তন করো। নিশ্চয়ই আমার প্রতিপালক নিকটে, তিনি আহ্বানে সাড়া দেন। (সূরা হূদ : ৬১)।
আল্লাহর নবীগণ তাদের কওমকে যে সত্যের দিকে আহ্বান করেছিলেন তাতেই ছিল তাদের কল্যাণ ও প্রাচুর্য। যাঁরা সে সত্য গ্রহণ করেছেন তারা কল্যাণ ও প্রাচুর্য লাভ করেছেন। পক্ষান্তরে, যারা সত্যকে প্রত্যাখ্যান করেছে তারা শুধু কল্যাণ থেকেই বঞ্চিত হয়নি, আল্লাহর গযবে নিপতিত হয়ে ভূ-পৃষ্ঠ থেকেই বিলুপ্ত হয়ে গেছে। এই সব বিবরণ কুরআন মজীদে এজন্যই দেয়া হয়েছে যেন মানুষ চিন্তা করে এবং আল্লাহর আযাবকে ভয় করে।
আল্লাহর খলীল হযরত ইবরাহীম (আ.) পবিত্র নগরী মক্কা মুকাররমার জন্য যে দু’আ করেছিলেন, আল্লাহ যেন সেই দু’আর কিছু বরকত আমাদের এই ভূখণ্ড এবং মুসলিম জাহানের অন্যান্য ভূখণ্ডেও দান করেন। হযরত ইবরাহীম (আ.) দু’আ করেছিলেন : হে আমার পালনকর্তা! এই নগরীকে নিরাপদ করুন এবং আমাকে ও আমার পুত্রদেরকে প্রতিমা-পূজা থেকে দূরে রাখুন।
হে আমার পালনকর্তা! এই সব প্রতিমা তো বহু মানুষকে বিভ্রান্ত করেছে। সুতরাং যে আমার অনুসরণ করবে সে-ই আমার দলভুক্ত। আর যে আমার অবাধ্য হবে তো তুমি অতি ক্ষমাশীল, পরম দয়ালু। (সূরা ইবরাহীম : ৩৫-৩৬)।
বিভাগ : শান্তি ও সমৃদ্ধির পথ ইসলাম
মন্তব্য করুন
আরও পড়ুন
গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে আনতে থানায় বিএনপি নেতাদের ভিড়
মাদ্রাসার ছাদ থেকে পাইপ বেয়ে নামার সময় পড়ে গিয়ে শিশুর মৃত্যু
জকিগঞ্জে প্রাক্সিসের ৭ দিনব্যাপী ইংলিশ স্পিকিং চ্যালেঞ্জ কম্পিটিশনের পুরস্কার বিতরণী
লামায় ১৭টি ত্রিপুরা সম্প্রদায়ের বসতঘর পুড়ে ছাই হওয়ার ঘটনায় ৪জন গ্রেপ্তার
বিজয় দিবস টেনিস শুক্রবার শুরু
আশুলিয়ায় ভাড়াটিয়া তাড়িয়ে জোরপূর্বক জমি দখলের অভিযোগ
আজানের জবাব দেওয়া প্রসঙ্গে।
লক্ষ্মীপুরে চুরির অপবাদে নাকে খত দেওয়ার ঘটনায় মামলা
শরীয়তপুরে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
হেঁটে টেকনাফ গেলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাসেদুল
বিদেশি অপারেটরের সঙ্গে সম্পাদিত গোপন চুক্তি বাতিল চেয়ে আইনি নোটিশ!
বাগেরহাটে জেলা একীভূত চক্ষু সেবা কর্মসূচির এডভোকেসি সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল
অল্পতেই শেষ পাকিস্তানের ইনিংস
খেপুপাড়া সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম পুনর্মিলনী ২৮ ডিসেম্বর
হামলা-নাশকতা প্রতিরোধে কাজ করছে সেনাবাহিনী
তাবলিগ জামাতের দু'পক্ষকেই বিশেষ নির্দেশনা দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়
পেকুয়ায় আগামীকাল বৃহত্তর ঐতিহাসিক তাফসির মাহফিল
‘সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় সেনাবাহিনী দিয়ে তদন্ত কমিটি গঠন করুন’
শ্রীনগরে বিদুৎপৃষ্ট হয়ে রং মিস্ত্রির মৃত্যু