মৃত্যুর স্মরণ মুমিনের গুণ
০২ নভেম্বর ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ০২ নভেম্বর ২০২৪, ১২:০৪ এএম
কবর মানুষকে স্মরণ করিয়ে দেয় তার পরিণামের কথা। মৃত্যুর পর আপনজনরাই তো কবর খনন করে, মৃতকে ওই অন্ধকার ঘরে শায়িত করে এবং মাটিচাপা দিয়ে ফিরে আসে। এরপর তার ধনসম্পদ ভাগ-বাটোয়ারা হয়ে যায়। তার একান্ত ব্যক্তিগত জিনিসগুলোও অন্যরা নিয়ে যায়। স্ত্রী চলে যায় নতুন সংসারে। কিছুদিন পর সবাই তাকে ভুলে যায়। অথচ একদিন সেই ছিল ঘরের কর্তা। সবাই তার আদেশ পালন করত এবং কোনো বিষয়ে নিষেধ করলে সবাই তা থেকে বিরত থাকত। তো একজন ঈমানদার যখন কবর জিয়ারত করে এবং এই পরিণতির কথা চিন্তা করে তখন সে অনুভব করে যে, আল্লাহর রাসূল (সা.) কত সত্য বলেছেন, তোমরা কবর জিয়ারত করো। কারণ তা মৃত্যুকে স্মরণ করিয়ে দেয়। (সহিহ মুসলিম-৯৭৬)
গোসলের খাটিয়ায় মাইয়েত কত অসহায়! গোসলদাতা যেভাবে ইচ্ছা উল্টেপাল্টে তাকে গোসল দেয়। অথচ সেও তো একদিন জীবিত ছিল। কেউ তাকে এভাবে ঘোরাতে পারত না। এমনকি অনুমতি ছাড়া তার কাছেও আসতে পারত না। এভাবে এখানে কত মানুষ ছিল, কত প্রবল ও প্রভাবশালী লোক ছিল। অথচ মৃত্যু সবাইকে পরিণত করেছে নিথর দেহে। শক্তি নেই, স্পন্দন নেই, নড়াচড়ার বিন্দুমাত্র ক্ষমতাও নেই। গোসলদাতা যেভাবে ইচ্ছা ঘুরিয়ে ফিরিয়ে তাকে গোসল দেয়। আজ আর কেউ তার চোখ রাঙানির বিন্দুমাত্র ভয় করে না।
হজরত উসমান (রা.) যখন কোনো জানাজাকে এগিয়ে দিয়ে কবরের পাশে দাঁড়াতেন তখন খুব কাঁদতেন। তাকে জিজ্ঞাসা করা হলো, আপনি তো জান্নাত-জাহান্নামের কথা হলেও কাঁদেন না। অথচ কবরের কাছে দাঁড়ালে কাঁদেন? তিনি বললেন, আমি আল্লাহর রাসূল সা:-কে বলতে শুনেছি, কবর হলো আখিরাতের প্রথম মনজিল। এখানে মুক্তি পেলে পরের মনজিলগুলো সহজ হয়ে যায়। আর এখানে মুক্তি না হলে পরের মনজিলগুলো আরো কঠিন হয়। (জামে তিরমিজি-২৩০৯)
নেককারদের সোহবত কলব ও হৃদয়ে প্রাণ সঞ্চার করে এবং হিম্মত ও প্রেরণা জাগ্রত করে। কারণ নেককার ব্যক্তিদের ইবাদত-মগ্নতা এবং পুণ্যের কাজে উদ্যম ও প্রতিযোগিতা যখন অন্য মানুষ প্রত্যক্ষ করে তখন তাদের মধ্যেও পুণ্যের পথে চলার সাহস ও প্রেরণা জাগে। তেমনি তাদের আল্লাহ-মুখিতা ও দুনিয়া-বিমুখতা যখন মানুষ প্রত্যক্ষ করে তখন তাদের মনেও এই বৈশিষ্ট্য অর্জনের আগ্রহ জাগে।
কুরআন মাজিদে আল্লাহ তাআলা তাঁর নবী (সা.)-কে আদেশ করেছেন তিনি যেন এ ধরনের লোকদের সাথে নিজেকে আবদ্ধ রাখেন। ইরশাদ হয়েছেÑ ‘ধৈর্য্য-স্থৈর্যের সাথে নিজেকে সেই সব লোকের সংসর্গে রাখো, যারা সকাল ও সন্ধ্যায় নিজেদের প্রতিপালককে এ কারণে ডাকে যে, তারা তাঁর সন্তুষ্টি কামনা করে। পার্থিব জীবনের সৌন্দর্য কামনায় তোমার দৃষ্টি যেন তাদের থেকে সরে না যায়। এমন কোনো ব্যক্তির কথা মানবে না, যার অন্তরকে আমি আমার স্মরণ থেকে গাফেল করে রেখেছি এবং যে নিজ খেয়াল-খুশির পেছনে পড়ে রয়েছে ও যার কার্যকলাপ সীমা ছাড়িয়ে গেছে।’ (সূরা কাহাফ-২৮)
হাসান বসরি (রাহ.)-কে জিজ্ঞাসা করা হলো, আবু সায়িদ! বলুন, আমাদের কী করা উচিত? আমরা কি এমন লোকদের সাথে বসব, যারা এত ভয়ের কথা বলে যে, আমাদের প্রাণ উড়ে যাওয়ার উপক্রম হয়? তিনি উত্তরে বললেন, আল্লাহর কসম! যারা তোমাকে ভয় দেখিয়ে সাবধান করে, যার কারণে তুমি (ওই ভীতিকর বিপদ থেকে মুক্তির উপায় অন্বেষণ করবে এবং) মুক্তি পেয়ে যাবে-তাদের সাথে থাকাই তোমার জন্য কল্যাণকর ওই সব লোকদের সাথে থাকার চেয়ে, যারা তোমাকে আশ্বস্ত করতে থাকে (ফলে তুমি বিপদ সম্পর্কে উদাসীন হবে এবং) পরিশেষে ওই ভীতিকর বিপদের শিকার হয়ে যাবে।
বিভাগ : শান্তি ও সমৃদ্ধির পথ ইসলাম
মন্তব্য করুন
আরও পড়ুন
বাংলাদেশে সরাসরি ফ্লাইট চালু করতে চায় পাকিস্তান
দুর্গাপুরে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার।
রাজশাহী মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক বজলুল হক মন্টু ছুরিকাঘাত
নোয়াখালীতে ট্রাক চাপায় শিশু নিহত
আওয়ামী স্বৈরাচারের দোসর ব্যারিস্টার সুমন দুই দিনের রিমান্ডে
মহাখালীতে এটিএম বুথ ভাঙচুর চালান ব্যাটারিচালিত রিকশাচালকরা
শুধু আওয়ামী লীগ সন্ত্রাসী নয়, সন্ত্রাস লালনকারী দলটিরও বিচার হতে হবে - খেলাফত মজলিস
চাপ মেনে নিয়েই হুঙ্কার ছাড়লেন কামিন্স
৬ ঘণ্টা পর মহাখালীতে যান চলাচল শুরু, কমেনি যানজট
খাগড়াছড়িতে দুর্গম লম্বাছড়া গ্রামে স্কুল অ্যান্ড কলেজ নির্মিত
ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা করল রাশিয়া
সখিপুরে বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর হামলার মামলায় গ্রেফতার ২
সাফজয়ী ঠাকুরগাঁওয়ের তিন নারী ফুটবলারকে জেলা প্রশাসনের সংবর্ধনা
শিক্ষার্থীদের ওপর অটোরিকশা চালকদের হামলা
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৬ এ পদার্পণ, শিক্ষার্থীদের প্রত্যাশা ও প্রাপ্তি
বিশ্ব ওয়ান হেলথ দিবসের প্রতিযোগিতায় সিভাসু’র শিক্ষার্থীদের সাফল্য
নতুন লুকে দর্শকদের নজর কেড়েছেন পাকিস্তানি অভিনেত্রী
পদ্মা ব্যাংকের ঋণ খেলাপি শেরপুর চেম্বার অবকমার্সের সাবেক সভাপতি সেলিম গ্রেপ্তার
সাতক্ষীরা খেলোয়াড় তৈরির উর্বর ভূমি: অধিনায়ক সাবিনা খাতুন
বাংলাদেশকে ৩০ হাজার মেট্রিক টন সার দিচ্ছে রাশিয়া