ওজনে হেরফের : আমি কি আল্লাহর সামনে দাঁড়াব না

Daily Inqilab মাওলানা মুহাম্মাদুল্লাহ মাসুম

১৪ ডিসেম্বর ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৪, ১২:০২ এএম

কুরআন কারীমের ৮৩ নম্বর সূরার নাম ‘সূরা মুতাফ্ফিফীন’। এর আরেকটি নাম ‘সূরা তাতফীফ’। এ সূরার প্রথম নয় আয়াতে আল্লাহ তাআলা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে সতর্ক করেছেন। কুরআন কারীমের শাশ্বত শৈলীতে : দুর্ভোগ তাদের জন্য, যারা মাপে কম দেয়, যারা মানুষের নিকট থেকে যখন মেপে নেয়, পূর্ণমাত্রায় নেয়, আর যখন অন্যকে মেপে বা ওজন করে দেয় তখন কমিয়ে দেয়। তারা কি চিন্তা করে না, তাদেরকে এক মহা দিবসে জীবিত করে ওঠানো হবে? যেদিন সমস্ত মানুষ রাব্বুল আলামীনের সামনে দাঁড়াবে? কখনো এটা সমীচীন নয়। নিশ্চয়ই পাপিষ্ঠদের আমলনামা আছে সিজ্জীনে। তুমি কি জানো, ‘সিজ্জীন’ (-এ রক্ষিত আমলনামা) কী? তা এক লিপিবদ্ধ দফতর। (সূরা তাতফীফ, ১-৯)

নবী শুআইব (আ.) ও তাঁর জাতির ঘটনা কুরআন কারীমের বিভিন্ন জায়গায় এসেছে। তাঁর জাতির চারিত্রিক কিছু দোষ বিভিন্নভাবে তুলে ধরে আমাদের সতর্ক করা হয়েছে। যার শীর্ষে রয়েছে ওজনে গরমিল ও হেরফের এবং অন্যের হক নষ্ট করা। ইমাম কুরতুবী (রাহ.) বলেন, শুআইব (আ.)-কে যে জাতির কাছে পাঠানো হয়েছিল, তাদের মধ্যে কুফরীর সঙ্গে আরেকটা বড় অপরাধ ছিল ওজনে হেরফের করার প্রবণতা। কারো থেকে কিছু কেনার সময় এমন পাত্র দিয়ে ওজন করত, যেখানে নির্দিষ্ট পরিমাণের চেয়ে বেশি আঁটে। বিক্রি করার সময় এমন পাত্র দিয়ে ওজন করত, যেখানে পরিমাণের চেয়ে কম আঁটে। তাদেরকে এহেন গর্হিত কাজ পরিত্যাগ করার নির্দেশ দেয়া হয়েছিল। (দ্র. তাফসীরে কুরতুবী, ৯/৮৫)

আল্লাহ তাআলা ইরশাদ করেনÑ ‘আর মাদ্ইয়ানবাসীদের কাছে তাদের ভাই শুআইবকে (পাঠালাম)। সে বলল, হে আমার সম্প্রদায়! তোমরা আল্লাহর ইবাদত করো। তিনি ছাড়া তোমাদের কোনো মাবূদ নেই। তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে স্পষ্ট প্রমাণ এসে গেছে। সুতরাং মাপ ও ওজন ঠিকভাবে দেবে এবং মানুষকে তাদের দ্রব্যাদি কম দেবে না আর দুনিয়ায় শান্তি স্থাপনের পর অশান্তি বিস্তার করবে না। এটাই তোমাদের পক্ষে কল্যাণকর পথ, যদি তোমরা (আমার কথা) মেনে নাও।’ (সূরা আ‘রাফ, ৮৫)

আরো ইরশাদ হয়েছেÑ ‘হে আমার সম্প্রদায়! তোমরা পরিমাণ ও ওজন ন্যায়সঙ্গতভাবে পূর্ণ করবে। মানুষকে তাদের দ্রব্যাদি কম দেবে না এবং পৃথিবীতে অশান্তি বিস্তার করে বেড়াবে না।’ (সূরা হূদ, ৮৫) উল্লিখিত আয়াতসমূহে মানুষের হক সম্পর্কিত বহু বিষয়ের বিধান ছোট একটি বাক্যে বলে দেয়া হয়েছে। ‘মানুষকে তাদের দ্রব্যাদি কম দেবে না।’

অথচ আমরা দ্রব্যাদির ক্ষেত্রে কতভাবে মানুষকে তাদের প্রাপ্য থেকে কম দিয়ে থাকি। কখনো দাঁড়িপাল্লা বা পরিমাপযন্ত্রে বিশেষ কৌশল খাটিয়ে ওজনে কম দিয়ে, কখনো পণ্যে ভেজাল মিশিয়ে বা পণ্যের দোষ গোপন করে, কখনো কমদামি পণ্য বেশি দামে বিক্রি করে, আরো কতশত উপায়ে। এ সবই ‘আকলুল মাল বিল বাতিল’ তথা অন্যায়ভাবে অন্যের সম্পদ গ্রাসের শামিল।
ওজন ও পরিমাপে ঠকানো বা কম দেয়ার অন্যতম প্রধান মাধ্যম দাঁড়িপাল্লা বা মাপযন্ত্র সঠিক না হওয়া বা না রাখা। ফলে আল্লাহ তাআলা সঠিকভাবে পরিমাপের নির্দেশের সাথে সাথে সঠিক মাপযন্ত্র ব্যবহারের প্রতিও স্বতন্ত্রভাবে দৃষ্টি আকর্ষণ করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেনÑ ‘তোমরা মাপে পুরোপুরি দিয়ো। যারা মাপে ঘাটতি করে তাদের অন্তর্ভুক্ত হয়ো না। ওজন করো সঠিক দাঁড়িপাল্লায়। মানুষকে তাদের মালামাল কমিয়ে দিয়ো না এবং যমীনে অশান্তি বিস্তার করে বেড়িয়ো না।’ (সূরা শুআরা, ১৮১-১৮৩)

আরো ইরশাদ হয়েছেÑ ‘যখন পরিমাপ পাত্র দ্বারা কাউকে কিছু মেপে দাও, তখন পরিপূর্ণ মাপে দিয়ো আর ওজন করার জন্য সঠিক দাঁড়িপাল্লা ব্যবহার করো। এ পন্থাই সঠিক এবং এরই পরিণাম উৎকৃষ্ট।’ (সূরা ইসরা, ৩৫) সুতরাং সঠিক মাপযন্ত্রের প্রতি সবিশেষ নযর দেয়া বাঞ্চনীয়।
অন্যান্য উম্মতের মতো শেষ নবী হযরত মুহাম্মাদ (সা.)-এর উম্মতকেও আল্লাহ তাআলা এ বিষয়ে সতর্ক করেছেন। ইরশাদ হয়েছেÑ ‘আর তোমরা ইনসাফের সাথে ওজন ঠিক রাখ এবং পরিমাপে কম দিয়ো না।’ (সূরা আর রাহমান, ৯)

ওজনে গরমিল করার পরিণতি বড় ভয়াবহ! আখেরাত তো বটেই; দুনিয়াতেও এর জন্য রয়েছে কঠিন বিপদ ও মসিবত! এই প্রসঙ্গে নবী (সা.)-এর একটি হাদিসের অংশবিশেষ উল্লেখ করছি। বিখ্যাত সাহাবী আবদুল্লাহ ইবনে উমর (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেন : যখন কোনো জাতি ওজন ও পরিমাপে কম দেয়, তখন তাদের ওপর দুর্ভিক্ষ নেমে আসে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অনেক বেড়ে যায় আর তাদের ওপর জালেম শাসক চাপিয়ে দেয়া হয়। (সুনানে ইবনে মাজাহ, ৪০১৯)

এই পৃথিবীতে কেউ চিরকাল থাকবে না, থাকতে পারবেও না। মৃত্যুর পর দাঁড়াতে হবে আল্লাহর সামনে। ইচ্ছাকৃতভাবে ওজনে অণু পরিমাণ কম দিলেও তার হিসাব দিতে হবে। এ তো লাভ মনে করে নিজ হাতে নিজেকে ধ্বংসের পথে ঠেলে দেয়া; যা কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে না। আসুন, আল্লাহকে ভয় করি, ওজনে কম দেয়াসহ মানুষের হক নষ্ট করার সব পথ থেকে নিজেকে দূরে রাখি। আল্লাহ্ই তাওফীকদাতা।


বিভাগ : শান্তি ও সমৃদ্ধির পথ ইসলাম


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

ভালো কাজে দেরি করা উচিত নয়-১
জালেমের সামনে সত্য প্রকাশে নির্ভীক ছিলেন যারা
জালেমের সহযোগী-সমর্থকও জালেম
আল কুরআনে মানব হত্যার শাস্তি-২
আল-কুরআনে মানবহত্যার শাস্তি-১
আরও

আরও পড়ুন

যেকোনো জাতির জন্য সামনে এগিয়ে যাওয়াটা হচ্ছে মুখ্য বিষয়- মোস্তফা সরয়ার ফারুকী

যেকোনো জাতির জন্য সামনে এগিয়ে যাওয়াটা হচ্ছে মুখ্য বিষয়- মোস্তফা সরয়ার ফারুকী

তরুণদের জন্য সেরা প্ল্যাটফর্ম বিপিএল: আর্থার

তরুণদের জন্য সেরা প্ল্যাটফর্ম বিপিএল: আর্থার

ইরানের প্রেসিডেন্টের সালামের উত্তর দিলেন পুতিন

ইরানের প্রেসিডেন্টের সালামের উত্তর দিলেন পুতিন

টাঙ্গাইলে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহতদের স্মরণে দোয়া মাহফিল

টাঙ্গাইলে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহতদের স্মরণে দোয়া মাহফিল

সিএমজেএফ টকে ডিএসই চেয়ারম্যান  জুনের মধ্যে গতি ফিরে পাবে শেয়ারবাজার

সিএমজেএফ টকে ডিএসই চেয়ারম্যান জুনের মধ্যে গতি ফিরে পাবে শেয়ারবাজার

আবাসিক গ্যাস সংযোগ চালুর দাবি গ্রাহক গ্যাস পাইপ লাইন নির্মাণ ঠিকাদার ঐক্য ফেডারেশনের

আবাসিক গ্যাস সংযোগ চালুর দাবি গ্রাহক গ্যাস পাইপ লাইন নির্মাণ ঠিকাদার ঐক্য ফেডারেশনের

চিকিৎসা নীতিশাস্ত্র গবেষণায় মধ্যপ্রাচ্যে প্রথম ইরান

চিকিৎসা নীতিশাস্ত্র গবেষণায় মধ্যপ্রাচ্যে প্রথম ইরান

জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের

জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের

এনবিআরের সেই মতিউর রিমান্ড শেষে কারাগারে

এনবিআরের সেই মতিউর রিমান্ড শেষে কারাগারে

ডিবি হারুনকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন ডা. সাবরিনা

ডিবি হারুনকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন ডা. সাবরিনা

হাকিমপুর উপজেলার ইউনিয়ন পর্যায়ে ওয়ার্ড বিএনপির যৌথ কর্মী সম্মেলন

হাকিমপুর উপজেলার ইউনিয়ন পর্যায়ে ওয়ার্ড বিএনপির যৌথ কর্মী সম্মেলন

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে ১০ জন আহত

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে ১০ জন আহত

রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে হবে : আমির খসরু

রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে হবে : আমির খসরু

ইনকিলাবের কবির হোসেন কাপ্তাই প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মনোনীত

ইনকিলাবের কবির হোসেন কাপ্তাই প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মনোনীত

সুনামগঞ্জে সীমান্তজুড়ে কঠোর অবস্থানে বিজিবি

সুনামগঞ্জে সীমান্তজুড়ে কঠোর অবস্থানে বিজিবি

শামি-বুমরাহকে নিয়েই ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির দল

শামি-বুমরাহকে নিয়েই ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির দল

ঝিনাইদহে নিখোঁজের ৭দিন পর সেপটি ট্যাংকে মিললো যুবকের লাশ

ঝিনাইদহে নিখোঁজের ৭দিন পর সেপটি ট্যাংকে মিললো যুবকের লাশ

ইসলামী আইনজীবী পরিষদের ১৩তম কেন্দ্রীয় সম্মেলন রবিবার

ইসলামী আইনজীবী পরিষদের ১৩তম কেন্দ্রীয় সম্মেলন রবিবার

কমলনগরে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৩

কমলনগরে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৩

কুড়িগ্রামে জেলা বিএনপির ১২টি ইউনিট বিলুপ্ত ঘোষণা

কুড়িগ্রামে জেলা বিএনপির ১২টি ইউনিট বিলুপ্ত ঘোষণা