রমজানের শেষ প্রহরে...
২৫ মার্চ ২০২৫, ০১:০৬ এএম | আপডেট: ২৫ মার্চ ২০২৫, ০১:০৬ এএম

রমজানের একেবারে শেষ দিকে চলে এসেছি। এ পর্যায়ে এসে আমরা অনেকেই আফসোস করে বলিÑ হায়, রমজান চলে গেল, কিছুই করতে পারলাম না; এই তো আর কয়েক দিন বাকি, কয়েক ঘণ্টা বাকি, জানি না, মাগফিরাতের নিয়ামত লাভ করতে পারলাম কি না। এসময় আমাদের বিশেষভাবে নবীজীর এ হাদিস মনে পড়ে; জাবের রা. থেকে বর্ণিতÑ একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে আরোহণ করলেন। প্রথম ধাপে উঠে বললেন, আমিন। দ্বিতীয় ও তৃতীয় ধাপে উঠেও বললেন, আমিন।
সাহাবিগণ জিজ্ঞাসা করলেন, আল্লাহর রাসূল! আপনাকে (এভাবে) তিনবার আমিন বলতে শুনলাম? (এর কারণ কী?) তখন নবীজী বললেন, আমি যখন মিম্বরের প্রথম ধাপে আরোহণ করলাম তখন জিবরিল আগমন করলেন এবং বললেন, ওই ব্যক্তি হতভাগা, যে রমজান মাস পেল এবং রমজান গত হয়ে গেল, কিন্তু তার গুনাহ মাফ হল না। আমি বললাম, আমিন।... (আলআদাবুল মুফরাদ, বুখারি-৬৪৪)।
চলছে রমজানের শেষ দশক। এই দশক যেন হেলায় না কাটে; শবেকদরের কদর করি। আল্লাহ বান্দার জন্য এত বিশাল পুরস্কারের ঘোষণা দিয়েছেন। কুরআনে একটি সূরা নাজিল করে এ রাতের মাহাত্ম্য ঘোষণা করেছেন : একটি রাতের ইবাদতের বিনিময়ে হাজার মাসের চেয়েও বেশি দেব বান্দা! এরপরও যদি আমি অবহেলা-উদাসীনতায় এ ফজিলত থেকে মাহরুম হই, তাহলে রমজানের শেষ প্রহরের আফসোস তো আমারই জন্য। এ মাহরুমিকে নবীজী কেমন হৃদয়স্পর্ষী ভাষায় ব্যক্ত করেছেন লক্ষ করুন, আনাস রা. বলেন, রমজান এলে নবীজী বলতেন, এই মহিমান্বিত মাস উপস্থিত। তাতে একটি রজনী রয়েছে, যা হাজার মাস অপেক্ষা উত্তম। যে ব্যক্তি এর কল্যাণ ও বরকত থেকে বঞ্চিত হল, সে যেন সকল কল্যাণ থেকেই বঞ্চিত হলো। আর কেবল অভাগাই এর কল্যাণ থেকে বঞ্চিত থাকে। (সুনানে ইবনে মাজাহ-১৬৪৪)
এই রাতের ফজিলত লাভের জন্য নবীজী যারপরনাই মুজাহাদা-পরিশ্রম করতেন। শুধু নিজে নয়, পরিবারকেও এ মহান ফজিলতে শামিল করার চেষ্টা করতেন। উম্মুল মুমিনিন আয়েশা রা. বলেন, ‘রমজানের শেষ দশক শুরু হলে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত জেগে ইবাদত করতেন। পরিবারকে জাগিয়ে দিতেন এবং নিজে কোমর বেঁধে ইবাদতে মগ্ন হতেন। (সহিহ মুসলিম-১১৭৪)
রমজান শেষে আমাদের ভাবা উচিত, রমজানে সারা বছরের জন্য; বরং সারা জীবনের জন্য মহা এক পাথেয় অর্জন করার কথা ছিল আমার; তা কি অর্জিত হয়েছে? এ পাথেয়র কথা স্বয়ং আল্লাহ স্মরণ করিয়ে দিয়েছেন। যে আয়াতে রোজা ফরজ হওয়ার ঘোষণা দিয়েছেন, সেই আয়াতেই এ কথা স্মরণ করিয়ে দিয়েছেন। ইরশাদ হয়েছেÑ হে মুমিনগণ! তোমাদের প্রতি রোযা ফরজ করা হয়েছে, যেমন তোমাদের পূর্ববর্তী লোকদের প্রতি ফরজ করা হয়েছিল, যাতে তোমাদের মধ্যে তাকওয়া সৃষ্টি হয়। (সূরা বাকারা-১৮৩)
রমজানের শেষ দিনগুলোতে আমার কর্ম ও আচরণ বলে দেয়, এ মহান পাথেয় আমার কতটুকু হাসিল হলো। রমজান-পরবর্তী আমার আমলের স্পৃহা, গুনাহ থেকে বাঁচার প্রচেষ্টাই বলে দেবে আমার রোজা আমার জন্য তাকওয়ার মাধ্যম হয়েছে কি-না।
যদি ত্রুটি পরিলক্ষিত হয়, হতাশ হওয়ার তো কিছু নেই; আবার নতুন সংকল্পে আগামীর পথচলা শুরু করি। তাকওয়ার পাথেয় আরো মজবুতভাবে ধারণ করি। শেষ প্রহরের আফসোস থেকে বাঁচার জন্য আরেকটি বিষয়েও সবিশেষ সতর্ক থাকতে হবে। তা হলোÑ আমরা অনেকে সারা মাস রমজানের আমলগুলো আদায় করার পর শেষ দশকে এসে যখন নবীজী কোমর বেঁধে ইবাদতে মগ্ন হতেন, ঈদের আয়োজনকে কেন্দ্র করে আমলে অবহেলা করি। এমনকি শপিংয়ের বাহানায় নামাজ কাজা, তারাবিহ না পড়া, বেপর্দাসহ রোজার ফজিলত-বরকত বরবাদকারী বিষয়ে লিপ্ত হয়ে পড়ি। বিষয়টি নিয়ে একটু ভাবি এবং এ থেকে বাঁচতে পরিকল্পনা গ্রহণ করি।
সবশেষে রমজানের আমল কবুল হওয়ার বিষয়ে আবদুল্লাহ ইবনে মাসউদ রা.-এর একটি বাণী দ্বারা শেষ করছি; তিনি ঈদের দিন বলতেনÑ জানি না, আমাদের মধ্যে কার রোজা-ইবাদত কবুল করা হয়েছে আর কার আমল কবুল হয়নি। যার আমল কবুল হয়েছে, তোমাকে স্বাগতম! আর হে বঞ্চিত! আল্লাহ তোমার ক্ষতিপূরণ করুন। (লাতাইফুল মাআরিফ, পৃষ্ঠা-২৩৫)
বিভাগ : শান্তি ও সমৃদ্ধির পথ ইসলাম
মন্তব্য করুন
আরও পড়ুন

মারা গেছেন 'ব্যাটম্যান'-'জিম মরিসন' চরিত্রে অভিনয় করা ভ্যাল কিলমার

হিন্দুদের কাছ থেকে মুসলিমদেরকে ধর্মীয় শৃঙ্খলা শেখা উচিত : যোগী আদিত্যনাথ

দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে সরকার অবশ্যই হার্ডলাইনে যাবে

মানবিক সহায়তাকর্মীদের জন্য গাজা বিশ্বের সবচেয়ে বিপজ্জনক স্থান: যুক্তরাজ্য

লোহাগাড়ার জাঙ্গালিয়ায় তিন দিনে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো ১৩ জন

হবিগঞ্জের বাহুবলে ১২ গ্রামের সংঘর্ষ, পুলিশসহ আহত অর্ধশত

ইসরাইলের কাছে বড় ধরনের অস্ত্র বিক্রি বন্ধে মার্কিন কংগ্রেসে বিল

যুক্তরাষ্ট্রের রণতরীতে আবারও হামলা ইয়ামেনের

কাল থাইল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা

বরিশালের উজিরপুরে যুবক-যুবতিকে খুঁটিতে বেঁধে নির্যাতন

মিয়ানমারে ভূমিকম্পে নিহত ২৭০০ ছাড়াল

৩২ শহীদ পরিবারের সঙ্গে জামায়াত আমিরের ঈদ উদযাপন

ঘিবলি ট্রেন্ডে গা ভাসিয়েছেন? দেখুন কোন বিপদ ডেকে এনেছেন আপনি!

জাপানে মেগা ভূমিকম্পের শঙ্কা, ৩ লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা

গাজীপুরে সড়ক দূর্ঘটনায় প্রাইভেটকার চালকের মৃত্যু

লোহাগড়ায় ১০টি বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

পাকিস্তানকে উড়িয়ে সিরিজ নিউজিল্যান্ডের

মির্জাপুরে মসজিদের ইমামের রাজকীয় বিদায়

মধ্যপ্রাচ্যে আরও বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, উত্তেজনা বাড়ছে

লোহাগাড়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১০