ঢাকা   মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ | ১৯ অগ্রহায়ণ ১৪৩১

পরিষ্কার-পরিচ্ছন্নতা : কিছু জানা-কথার পুনরাবৃত্তি-১

Daily Inqilab মুহাম্মাদ নাজমুল হক

৩১ আগস্ট ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ৩১ আগস্ট ২০২৪, ১২:০৫ এএম

পরিষ্কার-পরিচ্ছন্নতা মানুষের স্বভাবজাত প্রেরণা। তাই স্বভাব যদি বিকৃত না হয় তাহলে মানুষ নিজেও পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে এবং চারপাশের পরিবেশ ও লোকজনকেও পরিচ্ছন্ন দেখতে ভালবাসে। ইসলামী শরীয়তে এবং নবী (সা.)-এর পবিত্র সীরাতে পরিচ্ছন্নতার প্রতি অশেষ গুরুত্ব দেয়া হয়েছে। জীবনের অন্য বহু প্রসঙ্গের মতো পরিচ্ছন্নতার ধারণাও ইসলামে অনেক ব্যাপক ও গভীর। বর্তমান নিবন্ধে সামান্য কিছু আলোকপাত করতে চাই।

এক. শারীরিক পরিচ্ছন্নতা এ প্রসঙ্গে শরীয়তের যে নির্দেশ আছে তা যদি আমরা পালন করি তাহলে আমাদের দৈহিক পরিচ্ছন্নতা অর্জিত হবে। মানুষকে আল্লাহ তাআলা সুন্দরতম আকৃতিতে সৃষ্টি করেছেন। মানুষ যদি পরিচ্ছন্ন থাকে তাহলে তার স্বাভাবিক সৌন্দর্য প্রকাশিত হবে। তাই নিয়মিত মেসওয়াক করা, হাত-পায়ের নখ কাটা, শরীরের বিভিন্ন স্থানের চুল পরিষ্কার করা ইত্যদি বিষয়ে গুরুত্ব দেয়া উচিত। মেসওয়াক করা সম্পর্কে নবী করীম (সা.) বলেন, ‘যদি উম্মতের কষ্টের ভয় না হতো তাহলে তাদেরকে প্রত্যেক নামাযের সময় মেসওয়াক করার আদেশ করতাম।’

হাত-পায়ের নখ ও শরীরের বিভিন্ন স্থানের পশম প্রতি সপ্তাহে পরিষ্কার করা উচিত। অন্যথায় পনের দিনে। যদি চল্লিশ দিন অতিবাহিত হয়ে যায় তাহলে গুনাহগার হতে হবে। অর্থাৎ ইসলামে পরিচ্ছন্নতা হচ্ছে ধর্মের বিধান। অপরিচ্ছন্ন থাকার সুযোগ শরীয়তে নেই। ক. কাপড় পরিষ্কার রাখা পোশাক-পরিচ্ছদ মূল্যবান হওয়া অপরিহার্য নয়, কিন্তু পরিষ্কার-পরিচ্ছন্ন হওয়া জরুরি। কেননা, মুমিনকে দুনিয়ার জীবন-যাপনেও সুরুচির পরিচয় দিতে হবে। তদ্রæপ যার পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার সামর্থ্য আছে সে যদি অপরিচ্ছন্ন থাকে তাহলে আল্লাহর নেয়ামতের নাশোকরী করা হয়। এজন্য সব সময় পরিচ্ছন্ন থাকা চাই। বিশেষ বিশেষ ক্ষেত্রে এর গুরুত্ব আরো বেড়ে যায়।
কুরআন মজীদে আল্লাহ তাআলা বলেন : ‘তোমরা প্রতি সিজদার সময় তোমাদের সৌন্দর্য গ্রহণ কর।’ এই আয়াতে সৌন্দর্য বলে পোশাককে বোঝানো হয়েছে। কেননা, তা মানুষের সতর ও লজ্জাস্থান আবৃত রাখে। শব্দটি পোশাকের পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকেও ইঙ্গিত করে। এমনকি ফকীহগণ লিখেছেন যে, কাজকর্মের সময় মানুষ যে সাধারণ পোশাক পরিধান করে তা পরে নামায আদায় করা মাকরূহ।

খ. ঘর ও চারপাশকে পরিষ্কার রাখা উপরের মূলনীতিগুলো থেকেও তা অনুধাবন করা যায়। তাছাড়া ঘরের চারপাশে যদি ময়লা-আবর্জনা থাকে তাহলে প্রতিবেশী ও অন্যান্য মানুষের জন্য কষ্টের কারণ হয়। এই ঘরের লোকদের ব্যাপারে মানুষ নিচু ধারণা পোষণ করে। কোনো দ্বীনদার পরিবারে অপরিচ্ছন্নতার অভ্যাস থাকলে অনেকে দ্বীন সম্পর্কেও ভুল ধারণায় পড়ে যায়। এজন্য সচেতন থাকা উচিত। ঘরবাড়িতে ওই সমস্ত স্থান ভালোভাবে পরিষ্কার করা উচিত যেগুলো বেশি ময়লা হয়। যেমন- রান্নাঘর, গোসলখানা ইত্যাদি।

রান্না ঘরের হাউজ বা বেসিন, যেখানে ধোয়ার কাজ করা হয় তা সাধারণত অপরিচ্ছন্ন থাকে। ওই স্থানগুলো গুরুত্বের সাথে পরিষ্কার করা উচিত। গোসলখানার কমোড ও মেঝে নিয়মিত পরিষ্কার করা চাই। আর এ কাজ যে শুধু ঘরের মহিলাদেরকেই করতে হবে তা অপরিহার্য নয়, পুরুষরাও যখন গোসলখানা ব্যবহার করেন তখন তা পরিষ্কার করে ফেলতে পারেন। পরিবারের অন্যদের খিদমতের নিয়তে করা হলে অনেক বেশি ছওয়াবও পাওয়া যাবে। দৈনিক অন্তত একবার টয়লেট পরিষ্কার করার নিয়ম করা ভালো।

বেশি ব্যবহৃত হলে দৈনিক দুইবার পরিষ্কার করা উচিত। আমরা প্রত্যেকে যদি পরিচ্ছন্নতায় অভ্যস্ত হই তাহলে আমাদের সমাজ থেকেও অপরিচ্ছন্নতা দূর হবে। পত্র-পত্রিকায় প্রায়ই পাবলিক টয়লেটের অপরিচ্ছন্নতার কথা আসে। কোনো কোনো মসজিদেরও টয়লেট ও অযুখানা অপরিচ্ছন্ন থাকে। এসব বিষয়ে সচেতনতা কাম্য। ময়লা ফেলার ঝুড়ি বা ডাস্টবিন পরিষ্কারের ব্যাপারে খুব বেশি অবহেলা হয়। অনেক সময় ময়লার ঝুড়ি এতো বেশি ময়লা হয় যে, তা ধরে পরিষ্কার করাও কষ্টকর হয়ে যায়। এটাতে ময়লা ফেলা হয় বলে কি এটাকে অপরিচ্ছন্নই রাখতে হবে?
গ. রাস্তাঘাট পরিষ্কার রাখা এটি একটি সামাজিক বিষয়। পরিচ্ছন্ন রাস্তাঘাট প্রমাণ করে যে, এই এলাকার অধিবাসীরা রুচিশীল। কিন্তু দুঃখজনক সত্য এই যে, এই বিষয়ে আমরা অনেক পিছিয়ে। নব্বই শতাংশ মুসলমানের এই দেশ যে নিজেদের ধর্মীয় শিক্ষা থেকেও অনেক দূরে তার প্রমাণ তাদের দৈনন্দিন জীবনযাত্রার মাঝেই পাওয়া যায়। আমরা যদি আমাদের ধর্মীয় শিক্ষাগুলোকে যথাযথভাবে অনুসরণ করতাম তাহলে সর্বদিক থেকে আমরা উন্নতির চ‚ড়ান্ত শিখরে পৌঁছতে পারতাম।

 

 


বিভাগ : শান্তি ও সমৃদ্ধির পথ ইসলাম


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

সালাম : আমাদের স্বকীয়তা-২
সালাম : আমাদের স্বকীয়তা-১
ব্যক্তি ও কর্মের ভালো-মন্দ-২
ব্যক্তি ও কর্মের ভালো-মন্দ-১
পানাহার হালাল না হলে নেক আমলের মূল্য থাকে না
আরও

আরও পড়ুন

শেরপুরে সেনা সদস্যকে কুপিয়ে হত্যার ঘটনায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা : গ্রেপ্তার-৭

শেরপুরে সেনা সদস্যকে কুপিয়ে হত্যার ঘটনায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা : গ্রেপ্তার-৭

ঢাকায় তিন দিনব্যাপী ইরানি চলচ্চিত্র উৎসব শুরু

ঢাকায় তিন দিনব্যাপী ইরানি চলচ্চিত্র উৎসব শুরু

খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন পাকিস্তানের হাইকমিশনার

খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন পাকিস্তানের হাইকমিশনার

ফিলিস্তিনে ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদে ঢাকায় আলোচনা সভা অনুষ্ঠিত

ফিলিস্তিনে ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদে ঢাকায় আলোচনা সভা অনুষ্ঠিত

বৈষম্যবিরোধী ছাত্রদের বিরুদ্ধে অবস্থাকারীরাই মনিপুর উচ্চ বিদ্যালয়ের দায়িত্বে

বৈষম্যবিরোধী ছাত্রদের বিরুদ্ধে অবস্থাকারীরাই মনিপুর উচ্চ বিদ্যালয়ের দায়িত্বে

ভিভো ভি৪০ ফাইভজি, হালকা ওজনে শক্তিশালী ব্যাটারি

ভিভো ভি৪০ ফাইভজি, হালকা ওজনে শক্তিশালী ব্যাটারি

ভারতের শাসকগোষ্ঠী ও হিন্দুত্ববাদী শক্তি সম্প্রীতি চায় না: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

ভারতের শাসকগোষ্ঠী ও হিন্দুত্ববাদী শক্তি সম্প্রীতি চায় না: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

দিল্লী দিশেহারা হয়ে নানা ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছে: শাহীন শওকত

দিল্লী দিশেহারা হয়ে নানা ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছে: শাহীন শওকত

বাংলাদেশে ব্রিটিশ নাগরিকদের ভ্রমণে সতর্কতা জারি

বাংলাদেশে ব্রিটিশ নাগরিকদের ভ্রমণে সতর্কতা জারি

সামরিক আইন জারি দক্ষিণ কোরিয়ায়

সামরিক আইন জারি দক্ষিণ কোরিয়ায়

হাইকমিশনে হামলার প্রতিবাদে উত্তরায় মশাল মিছিল

হাইকমিশনে হামলার প্রতিবাদে উত্তরায় মশাল মিছিল

নকলায় ট্রাক চাপায় নাতি পরপারে শিশু নানী হাসপাতালে

নকলায় ট্রাক চাপায় নাতি পরপারে শিশু নানী হাসপাতালে

ইফায় ১৫ বছরের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত

ইফায় ১৫ বছরের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত

ভারতের সঙ্গে পূর্ববর্তী ফ্যাসিবাদী সরকারের করা সব গোপন চুক্তি প্রকাশ করা উচিত : হাসনাত আবদুল্লাহ

ভারতের সঙ্গে পূর্ববর্তী ফ্যাসিবাদী সরকারের করা সব গোপন চুক্তি প্রকাশ করা উচিত : হাসনাত আবদুল্লাহ

ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের ২ পদক

ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের ২ পদক

ছাত্র-জনতার বিপ্লবে ভারতের স্বপ্ন ভেস্তে গেছে : হাজী ইয়াছিন

ছাত্র-জনতার বিপ্লবে ভারতের স্বপ্ন ভেস্তে গেছে : হাজী ইয়াছিন

ভারত বাংলাদেশের ওপর যুদ্ধ বাধানোর চক্রান্ত করছে বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ

ভারত বাংলাদেশের ওপর যুদ্ধ বাধানোর চক্রান্ত করছে বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ

পার্থিব ও ওহীর জ্ঞানের সমন্বয়ে গঠিত মাদরাসা শিক্ষা: অধ্যক্ষ শাব্বীর আহমদ মোমতাজী

পার্থিব ও ওহীর জ্ঞানের সমন্বয়ে গঠিত মাদরাসা শিক্ষা: অধ্যক্ষ শাব্বীর আহমদ মোমতাজী

চাঁদপুরে কিশোরচালক মহিন হত্যা মামলার ৩ আসামী আটক

চাঁদপুরে কিশোরচালক মহিন হত্যা মামলার ৩ আসামী আটক

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬২৯ জন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬২৯ জন