শান্তি ও নিরাপত্তা-১
নিরাপত্তা মানব জীবনের অন্যতম প্রধান কাম্যবস্তু। নিরাপত্তা ছাড়া সুখ ও শান্তি কল্পনাও করা যায় না। প্রাণহানি, সম্পদহানি ও সম্মানহানির ভয় যখন উপস্থিত হয়, তখন সুখের সকল উপকরণ বিস্বাদ হয়ে যায়।
তাই শান্তিময় জীবনের অন্যতম প্রধান শর্ত নিরাপত্তা। পৃথিবীর সকল শ্রেণীর মানুষ নিরাপত্তা চায়। সৎ লোকও চায়, অসৎ লোকও চায়। বিশ্বাসীও চায়, অবিশ্বাসীও চায়। অথচ পৃথিবীর সকল নেয়ামতের মতো নিরাপত্তাও আল্লাহ তা’আলার...