একটি হাদিস : জীবন পরিবর্তনকারী চারটি কথা-১
‘মুস্তাদরাকে হাকেম’সহ হাদিসের অনেক কিতাবে বর্ণিত হয়েছে, সা‘দ ইবনে আবী ওয়াক্কাস (রা.) বলেন, এক ব্যক্তি নবী (সা.)-এর দরবারে এসে বললেন, আল্লাহর রাসূল! আমাকে নসিহত করুন এবং সংক্ষেপে বলুন। তখন নবী (সা.) তাকে বললেন, (১) মানুষের হাতে যা আছে, তা থেকে নিরাশ হয়ে যাও। (২) লোভ করবে না। কারণ লোভই হলো নগদ দারিদ্র্য। (৩) তুমি নামায এমনভাবে আদায় করবে, যেন তুমি...