প্রশ্ন : ‘শপথ দশ রাতের’ বলে আল্লাহপাক অঙ্গীকার ব্যক্ত করেছেন কেন?
উত্তর : মহান আল্লাহপাক আল কুরআনের ৮৯ নং সূরা আল্ ফাজর এর ২ নং আয়াতে ‘শপথ দশ রাতের’ বলে অঙ্গীকার ব্যক্ত করেছেন। শপথের দ্বিতীয় বিষয়টি হচ্ছে দশ রাত্রি। হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা:), হযরত কাতাদাহ (রহ:) ও হযরত মুজাহিদ (রহ:) প্রমুখ তাফসিরবিদদের মতে, এতে যিলহজ মাসের প্রথম দশ দিন বোঝানো হয়েছে। (তাফসির ইবনে কাসির)
যা সর্বোত্তম দিন বলে বিভিন্ন হাদিসে স্বীকৃত।...