ট্রান্সজেন্ডারবাদ: ইসলাম কী বলে

Daily Inqilab মুফতি ইবরাহী আল খলীল

০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৪ এএম

ইদানীং সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন সংবাদমাধ্যমে যে বিষয়টি নিয়ে ঘটা করে আলোচনা হচ্ছে, তা হল ‘ট্রান্সজেন্ডার’। এ দেশের পাঠ্যপুস্তক সহ সর্বত্র এ মতবাদকে ছড়িয়ে দেয়ার জন্য ইসলাম বিদ্বেষী একটি মহল উঠে পড়ে লেগেছে। যেন তারা আধা জল খেয়ে মাঠে নেমেছে। ’শরীফ ও শরীফার গল্প’ নামে সপ্ততম শ্রেণীর ’ইতিহাস ও ভূগোর অনুশীলন’ বইয়ের ৫১-৫৬ পৃষ্টায় সরাসরি ট্রান্সজেন্ডারবাদের দীক্ষা দেয়া হয়েছে। আর এতোদিনে ট্রান্সজেন্ডার মতবাদের ডাল পালা বহু দূর পর্যন্ত ছড়িয়ে পড়েছে। দৈনিক সমকাল পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, সার দেশব্যাপী ট্রান্সজেন্ডারবাদ নিয়ে ৩০ টি কমিউনিটি কাজ করে যাচ্ছে। অত্যন্ত চিন্তা এবং আশংকার বিষয় হচ্ছে, এদেশে ট্রান্সজেন্ডার আইন পাস হওয়া। বিভিন্ন তথ্য মতে ২০২২ সালে ট্রান্সজেন্ডার আইনের খচড়া তৈরি করা হয়। ২০২৩ এর ২১ সেপ্টেম্বর সে খসড়া আইন উপস্থাপন কর হয়। আইনটি পাস হতে আর মাত্র দুটি ধাপ বাকি। এখন আমাদের সবার সম্মিলিত প্রতিবাদ ও জনসচেতনা তৈরি না করলে ট্রান্সজেন্ডারের মত একটি জঘন্য ও অশ্লীল পশ্চিমা কালচার সর্বত্র ছড়িয়ে পড়বে। এতে সমকামিতার মত ভয়াবহ গুনাহের প্রসার ঘটবে। স্বামী স্ত্রীর পবিত্র সম্পর্কের বিলুপ্তি ঘটবে। আলেম ওলামা ও সচেতন মহল বিষয়টি নিয়ে চিন্তিত হলেও অন্যান্যদের মাঝে তেমন কোন চিন্তার ভাজ লক্ষ করা যাচ্ছে না। অনেকে বিষয়টাকে তেমন আমলেই নিচ্ছে না। এর অন্যতম কারণ হল, ট্রান্সজেন্ডার এর ক্ষতি, ভয়াবহতা ও সুদূরপ্রসারী পরিকল্পনা সম্পর্কে অজ্ঞতা এবং জানার আগ্রহ কম থাকা। তাই আজকে আমরা আলাচনা করবো, ট্রান্সজেন্ডার বলতে কী বুঝায়, এর বাস্তবতা ও ভয়াবহতা ইত্যাদি নিয়ে।

ট্রান্সজেন্ডার বলতে কী বুঝায় : (ট্রান্সজেন্ডার) ট্রান্সজেন্ডার একটি ইংরেজি শব্দ। ট্রান্স অর্থ: পরিবর্তন বা রুপান্তর আর জেন্ডার অর্থ: লিঙ্গ। এর শাব্দিক অর্থ দাড়ায়, লিঙ্গ পরিবর্তন বা রুপান্তর। আর পরিভাষায় বলা হয়, ’যারা সুস্থ স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করা সত্ত্বেও কেবল খেয়াল খুশির মোহে পড়ে বিপরীত লিঙ্গের মতো হতে চায়।’ অনেকে নিজেকে ট্রান্সজেন্ডার দাবি করে সার্জারির মাধ্যমে নিজের লিঙ্গ পরিবর্তন করে। তবে এই মতবাদের অনুসারীদেরকে সার্জারি না করেও নিজেকে শুধু মনে মনে বিপরীত লিঙ্গের ভাবলেও তাকে ট্রান্সজেন্ডার বলে ধরে নেয়া হয়। চিকিৎসা বিজ্ঞানীরা লিঙ্গ রূপান্তরের বাস্তব ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, ”অপারেশনের মাধ্যমে পুরুষ যৌনাঙ্গের অধিকারী ব্যক্তির লিঙ্গ ও অ-কোষ অপসারণ করা হয়। অ-কোষের অবশিষ্টাংশের সঙ্গে একটি ছোট কৃত্রিম যোনি স্থাপন করা হয়। কখনও কখনও কৃত্রিম স্তনও স্থাপন করা হয়। পাশাপাশি এ ব্যক্তিকে প্রচুর পরিমাণে মেয়েলি হরমোন দেওয়া হয়, যেন কণ্ঠটি নরম হয় এবং দেহে ফ্যাট তৈরি হয়ে নারীর দেহের প্রাথমিক কিছু বৈশিষ্ট্য তার শরীরে দৃশ্যমান হয়। এতে করে বাহ্যিক আকৃতিতে তিনি নারী হন; কিন্তু বাস্তবে তিনি পুরুষই থাকেন। শুধু তার যৌনাঙ্গের কাঠামোটি রূপান্তর করা হয়েছে। কারণ তার ডিম্বাশয় বা জরায়ু নেই। তার ঋতুস্রাবও হয় না। সর্বোপরি তার পক্ষে গর্ভধারণ করা আদৌ সম্ভব নয়।

একই বিষয় নারীর বেলায়ও। অপারেশনের মাধ্যমে তার যৌনাঙ্গের কাঠামোটি পরিবর্তন করা হয়। জরায়ু এবং ডিম্বাশয় অপসারণ করা হয়। যোনি বন্ধ করে দেওয়া হয় এবং পরিবর্তে একটি কৃত্রিম লিঙ্গ স্থাপন করে, যা প্রয়োজনের সময় উরুতে স্থাপন করা ব্যাটারির সাহায্যে উত্থিতও হয়। পাশাপাশি দুটি স্তনও অপসারণ করা হয় এবং এই মহিলাকে প্রচুর পরিমাণে পুরুষ হরমোন দেওয়া হয়। যার ফলে তার কণ্ঠ অনেকটা পুরুষ কণ্ঠের মতো এবং গোঁফ ও চুল অনেকটা পুরুষের মতো হয়। এর সঙ্গে পুরুষ হরমোন সেবন এবং ব্যায়ামের প্রভাবে তার পেশিশক্তি বৃদ্ধি পায়। এক পর্যায়ে এ নারী বাহ্যিক আকৃতিতে অনেকটা পুরুষের মতো হয়ে যায়। কৃত্রিম লিঙ্গের সাহায্যে এ ব্যক্তি সহবাসও করতে পারে, তবে সে বীর্যপাত করতে পারে না। তার শরীরে শুক্রাণু তৈরি হয় না। আর তার জন্য সন্তান জন্ম দেওয়া একেবারেই অসম্ভব।”

উপরের আলোচনা থেকে এ বিষয়টি স্পষ্ট, রূপান্তরের এ প্রক্রিয়াটি যতই নিখুঁত হোক না কেন, এটি একজন পুরুষকে পুরোপুরি মহিলা বা বিপরীতে রূপান্তর করতে সক্ষম হয় না। বরং এ প্রক্রিয়ার মাধ্যমে এমন একটি ‘অদ্ভুত শরীর’ তৈরি হয়, যা না পুরুষ না নারী।

হিজড়া আর ট্রন্সজেন্ডার কি এক? ইদানিং দেখা যাচ্ছে নিজেদেরকে সুশীল দাবি করা কিছু লোক ট্রান্সজেন্ডারের অধিকারের আওয়াজ তুলে তাকে বৈধ করার জন্য হিজড়াদের সাথে গুলিয়ে ফেলছে। কিন্তু বলার অপেক্ষা রাখে না যে, ট্রান্সজেন্ডার ও হিজড়া দুটি আলাদা জিনিস। হিজড়া একটি অসহায় জাতি। তারা মূলত লিঙ্গ প্রতিবন্ধী। যারা কোনো রুপ সার্জারি ছাড়াই লিঙ্গ প্রতিবন্ধী রূপে জন্মগ্রহণ করেছে। এ ক্ষেত্রে তাদের কোন হাত নেই। আর তাদের অধিকারের কথা ইসলামও বলে। পক্ষান্তরে ট্রান্সজেন্ডার কেনো জন্মগত অসুস্থতা নয়। বরং স্বেচ্ছায় সার্জারি করে নিজের সুস্থ সবল লিঙ্গ পরিবর্তন করা বা সার্জারি না করে নিজেকে বিপরীত লিঙ্গের মনে করাকে ট্রান্সজেন্ডারবাদ বলে। এর দ্বারা এ বিষয়টি পরিস্কার হয়ে গেল যে, হিজড়া আর ট্রান্সজেন্ডার এক নয়। একজন মুসলিম কি চাইলেই লিঙ্গ পরিবর্তন করতে পারে? মহান আল্লাহ মানুষকে যে স্বাভাবিক দেহাবয়ব দিয়ে সৃষ্টি করেছেন, সেটাই তার জন্য উৎকৃষ্ট নিয়ামত। ইসলামী বিধি-বিধানের বাইরে গিয়ে একে পরিবর্তন-পরিবর্ধনের অধিকার কারো নেই।

পবিত্র কুরআনের অন্য আয়াতে সৃষ্টির পরিবর্তন-পরিবর্ধনকে শয়তানের কাজ বলে আখ্যা দেয়া হয়েছে। ইরশাদ হয়েছে : ‘আমি তাদের পথভ্রষ্ট করবই; তাদের হৃদয়ে মিথ্যা বাসনার সৃষ্টি করব। আমি তাদের নিশ্চয়ই নির্দেশ দেব আর তারা পশুর কর্ণোচ্ছেদ করবেই এবং তাদের নিশ্চয়ই নির্দেশ দেব আর তারা আল্লাহর সৃষ্টি বিকৃত করবেই। (আল্লাহ বলেন) আল্লাহর পরিবর্তে কেউ শয়তানকে অভিভাবকরূপে গ্রহণ করলে সে স্পষ্টভাবে ক্ষতিগ্রস্ত হয়।’ (সূরা : নিসা, আয়াত : ১১৯)। উপরোক্ত আয়াত থেকে বোঝা গেল অহেতুক নিজের শরীরে বিকৃত সৃষ্টি করা মহান আল্লাহর সৃষ্টিতে বিকৃত করার শামিল। আর যারা আল্লাহর সৃষ্টিতে বিকৃতি ঘটায় তারা হল অভিশপ্ত শয়তানের অনুসারী। সমকালীন সব নির্ভরযোগ্য আলেমের মতে, সাধারণ অবস্থায় জেন্ডার ট্রান্সফরমেশন বা লিঙ্গ রূপান্তরের যাবতীয় প্রক্রিয়া সম্পূর্ণ নিষিদ্ধ ও হারাম। সুতরাং কোনো নর-নারীর জন্য অস্ত্রোপচার অথবা বিপরীত লিঙ্গের হরমোন সেবনের দ্বারা লিঙ্গ রূপান্তর করা বৈধ নয়। কারণ আল্লাহ মানুষকে তার প্রকৃতি অনুসারে সৃষ্টি করেছেন। আর আল্লাহর সৃষ্টি বিকৃত করা একটি বড় পাপ ও শয়তানের অনুসরণ। পাশাপাশি এর মাধ্যমে পুরুষ নারীর বেশ ধারণ করে আর নারী পুরুষের বেশ ধারণ করে। এটিও ইসলামে চূড়ান্তভাবে হারাম।

পুরুষ কখনো নারীর বেশ ধারণ করলে বা নারী কখনো পুরুষের বেশ ধারণ করলে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয়ের প্রতি অভিশাপ দিয়েছেন। হাদিসের মধ্যে ইরশাদ হচ্ছে : ইবনে আব্বাস (রা.) বলেন : রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সব পুরুষদের উপর অভিশাপ করেন, যারা মহিলাদের বেশ ধারণ করে এবং সে সকল মহিলাদের উপর অভিশাপ করেন,যারা পুরুষের বেশ ধারণ করে। (সহীহ বুখারী, হাদিস ৫৮৮৫)। বিজ্ঞ আলেমদের মতে, ‘কেউ যদি সৌন্দর্য বর্ধনের জন্য নিজের দেহাবয়বে কোনো ধরনের পরিবর্তন আনে, তবে তা আল্লাহর সৃষ্টির বিকৃতির শামিল হবে; তবে কেউ যদি রোগমুক্তির আশায় বাধ্য হয়ে চিকিৎসা হিসেবে এমনটি করে বা কোনো শারীরিক ত্রুটি দূর করার জন্য বাধ্য হয়ে করে, তবে তা আল্লাহর সৃষ্টির বিকৃতির অন্তর্ভুক্ত হবে না।’ হাদিস শরিফে ইরশাদ হয়েছে, হারিস (রা.) বলেন, রাসুল (সা.) অভিসম্পাত করেছেন সুদখোর, সুদদাতা, সুদের সাক্ষী, সুদের লেখক এবং যে শরীরে দাগ দেয়, যাকে দাগ দেওয়া হয়। এক ব্যক্তি বলল, রোগের জন্য ছাড়া? তিনি বলেন, হ্যাঁ। (নাসায়ি শরীফ, হাদিস : ৫১০৪)। কিন্তু ট্রান্সজেন্ডার যেহেতু মানসিক রোগ থেকে হয়, তাই তাদের লিঙ্গে অস্ত্রোপচার না করে তাদের মানসিক চিকিৎসায় জোর দেওয়া উচিত। আল্লাহর সৃষ্টি বিকৃতির অধিকার কারো নেই।

আমাদের করণীয় : ১। সর্বপ্রথম প্রত্যেকের দায়িত্ব হবে বিপুল পরিমাণে এ বিষয়ে পড়াশোনা করা। ২। যতদূর সম্ভব গণসচেতনা তৈরি করা। ৩। নিজে জানা এং সমাজের অপরকেও জানানো। ৪। সকলের জোরালো প্রতিবাদ অব্যাহত রাখা। ৫। বিষয়টির ভয়াবহতা সম্পর্কে কুরআন হাদিস দ্বারা মানুষকে বুঝানো। ৬। এ বিষয়ে সভা-সেমিনারের আয়োজন করা। ৭। নিজের সন্তাদিসহ পরিবারে-ঘরে তালিমের ব্যবস্থা করা। মহান আল্লাহ তাআলা সবাইকে এই ঘৃণ্য কাজ থেকে দূরে থাকার তাওফিক দান করুন।


বিভাগ : ইসলামী জীবন


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

অস্বাভাবিক তাপমাত্রা আল্লাহ তায়ালার অসন্তুষ্টির লক্ষণ  জুমার খুৎবা পূর্ব বয়ান

অস্বাভাবিক তাপমাত্রা আল্লাহ তায়ালার অসন্তুষ্টির লক্ষণ জুমার খুৎবা পূর্ব বয়ান

মধুখালিতে দু’সহোদর শ্রমিক হত্যা সারাদেশে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল পালিত

মধুখালিতে দু’সহোদর শ্রমিক হত্যা সারাদেশে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল পালিত

ছেলের মৃত্যুর মাত্র ৪ দিন পর বাবার মৃত্যু!

ছেলের মৃত্যুর মাত্র ৪ দিন পর বাবার মৃত্যু!

অবশেষে কুমিল্লার রসমালাই জিআই পণ্যের স্বীকৃতির তালিকায়

অবশেষে কুমিল্লার রসমালাই জিআই পণ্যের স্বীকৃতির তালিকায়

দৌলতপুরে অগ্নিকান্ডে ১৪ বিঘা জমির পানবরজ পুড়ে ছাই

দৌলতপুরে অগ্নিকান্ডে ১৪ বিঘা জমির পানবরজ পুড়ে ছাই

বিজয়নগরে জাল নোট তৈরির সরঞ্জাম সহ গ্রেপ্তার ৩

বিজয়নগরে জাল নোট তৈরির সরঞ্জাম সহ গ্রেপ্তার ৩

স্থানীয় সরকার নির্বাচনকেও তামাশায় রূপান্তরিত করেছে আওয়ামী লীগ : রিজভী

স্থানীয় সরকার নির্বাচনকেও তামাশায় রূপান্তরিত করেছে আওয়ামী লীগ : রিজভী

চিলমারীতে আনারস প্রতীক প্রার্থীর নির্বাচনী প্রচারণায় হামলা

চিলমারীতে আনারস প্রতীক প্রার্থীর নির্বাচনী প্রচারণায় হামলা

খেলার শুরুর চার ওভার পর ফের বৃষ্টির হানা, ডিএল মেথডে এগিয়ে বাংলাদেশ

খেলার শুরুর চার ওভার পর ফের বৃষ্টির হানা, ডিএল মেথডে এগিয়ে বাংলাদেশ

দেশে মুক্ত চিন্তার মানুষদের ওপর নিষ্ঠুর আক্রমণ চলছে: মির্জা ফখরুল

দেশে মুক্ত চিন্তার মানুষদের ওপর নিষ্ঠুর আক্রমণ চলছে: মির্জা ফখরুল

চুয়াডাঙ্গার চিৎলা ইউনিয়নের হুদাপাড়ায় আগুনে পুড়ে নিঃস্ব হলো ৭ পরিবার

চুয়াডাঙ্গার চিৎলা ইউনিয়নের হুদাপাড়ায় আগুনে পুড়ে নিঃস্ব হলো ৭ পরিবার

‘এনবিআরের অভিযান’ বিষয়ে ব্র্যাক ব্যাংকের ব্যাখ্যা

‘এনবিআরের অভিযান’ বিষয়ে ব্র্যাক ব্যাংকের ব্যাখ্যা

নদীতে কাঙ্ক্ষিত ইলিশ না পেয়ে হতাশ জেলেরা

নদীতে কাঙ্ক্ষিত ইলিশ না পেয়ে হতাশ জেলেরা

অস্ট্রেলিয়ার একাধিক বিশ্ববিদ্যালয়ে ইসরায়েলবিরোধী বিক্ষোভ অব্যাহত

অস্ট্রেলিয়ার একাধিক বিশ্ববিদ্যালয়ে ইসরায়েলবিরোধী বিক্ষোভ অব্যাহত

সৈয়দ আহমদ শহিদ বেরলভী (র.) ইসলামি আন্দোলনের আপোসহীন মডেল -আলহাজ হাফিজ সাব্বির আহমদ

সৈয়দ আহমদ শহিদ বেরলভী (র.) ইসলামি আন্দোলনের আপোসহীন মডেল -আলহাজ হাফিজ সাব্বির আহমদ

নাইজারে মার্কিন বাহিনীর বিমান ঘাঁটিতে রুশ সেনা

নাইজারে মার্কিন বাহিনীর বিমান ঘাঁটিতে রুশ সেনা

২৫ বছরের মধ্যে প্রথমবার গান্ধী পরিবারের কোনো প্রার্থী নেই আমেথিতে

২৫ বছরের মধ্যে প্রথমবার গান্ধী পরিবারের কোনো প্রার্থী নেই আমেথিতে

দক্ষিণবঙ্গে বৃষ্টি ও ৫০-৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস আবহাওয়া অফিসের

দক্ষিণবঙ্গে বৃষ্টি ও ৫০-৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস আবহাওয়া অফিসের

বৃষ্টি বাঁধার আগে আউট লিটন,ধীরে শুরু বাংলাদেশের

বৃষ্টি বাঁধার আগে আউট লিটন,ধীরে শুরু বাংলাদেশের

আল্লাহ ও রাসূল (সা.) এর কোনো অসম্মান একমুহূর্ত ও সহ্য করবো না

আল্লাহ ও রাসূল (সা.) এর কোনো অসম্মান একমুহূর্ত ও সহ্য করবো না