আন্তর্জাতিক পবিত্র কুরআন প্রদর্শনীতে ভার্চুয়াল বই বিক্রি শুরু
৩২তম আন্তর্জাতিক পবিত্র কুরআন প্রদর্শনীর ভার্চুয়ালি বই বিক্রয় শুরু হয়েছে। অনুষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট থেকে বই ক্রয় করা যাবে। এবারের প্রদর্শনীতে ২২১ জন প্রকাশক এবং ১৪ হাজার ২৮২টি বইয়ের মোট ১৮ লাখ ৩১ হাজার ৫৪২টি খণ্ড পাওয়া যাবে।
দেশব্যাপী দর্শনার্থীরা এই প্ল্যাটফর্মের মাধ্যমে তাদের কাঙ্ক্ষিত বই সংগ্রহ করতে পারবেন। পাশাপাশি ডাকযোগেও বই ক্রয় করতে পারবেন। সোমবার বার্তা সংস্থা ইরনা এই খবর দিয়েছে।
সংস্কৃতি...