রমজানকে স্বাগত জানানোর মাস শাবান
আরবী মাস হিসেবে এই মাসের নাম শাবান। শাবান আরবী শব্দ। যার অর্থ বিসৃত। অর্থাৎ, এই মাসে আল্লাহ তাআ’লার রহমত চারিদিকে ছড়িয়ে পড়ে। এ মাস রহমতের মাস। পৃথিবীবাসীর উপর আল্লাহ তায়া’লা নিজ রহমত বিস্তার করে দেন। এ কারণে এ মাসের নাম রাখা হয়েছে শাবান মাস করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন : শা`বানের নাম এজন্য শাবান করে রাখা হয়েছে যে,...