পিতা-মাতার মর্যাদা এবং তাদের আনুগত্যের বিষয়ে ইসলামের নির্দেশনা
মানবজাতির প্রতিটি সদস্েযর জন্য পিতা-মাতা মহামহিম আল্লাহর পক্ষ থেকে এক অনন্য ও বৃহৎ উপহার।পিতা মাতারাই সন্তানকে অপত্য স্নেহ ও ভালোবাসার মধ্য দিয়ে লালনপালন করেন এবং সন্তানদের সকল প্রয়োজনীয় চাহিদা মেটাতে প্রাণান্তকর প্রচেষ্টা চালান । পিতা সন্তানদেরকে ঘরের বাহিরে এবং মাতা ঘরের ভেতরে সাপোর্ট প্রদান করেন। এসব কারণে কুরআনুল কারীমের বহু আয়াতে আল্লাহ তাআলা পিতামাতার প্রতি সদাচরণ ও তাঁদের সেবা শুশ্রূষার...