ইসরাইলি ‘চরমপন্থি’ গোষ্ঠীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
১৬ জুন ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ১৬ জুন ২০২৪, ১২:০৪ এএম

যুদ্ধকবলিত ও দুর্ভিক্ষের ঝুঁকিতে থাকা গাজায় মানবিক ত্রাণ সহায়তার কনভয়কে অবরুদ্ধ ও অগ্নিসংযোগ করার দায়ে ইসরায়েলের একটি ‘হিংসাত্মক চরমপন্থী’ গোষ্ঠীর উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শুক্রবার প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ‘তিজাভ ৯’ নামের ওই গোষ্ঠীটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে।
ইসরায়েলের চরমপন্থী গোষ্ঠী ‘তিজাভ ৯’ সদস্যদের লক্ষ্য হচ্ছে, গাজায় কোনো ত্রাণের ট্রাক পৌঁছতে না দেওয়া। এরইমধ্যে এই কট্টরপন্থী ইসরায়েলিরা বেশ কয়েকবার জাতিসংঘের ত্রাণের ট্রাক লুটপাট ও আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। তারা দল বেধে পশ্চিমতীরে ফিলিস্তিনিদের ওপর হামলাও চালিয়ে যাচ্ছে।
গোষ্ঠীটির ইন্ধনদাতা রয়েছেন ইসরায়েলি সরকারে উগ্র কট্টরপন্থী হিসেবে পরিচিত জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। এছাড়াও অতি-জাতীয়তাবাদী হিসেবে পরিচিত ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচও রয়েছে এই দলে। তবে দুই নেতার বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি যুক্তরাষ্ট্র।
নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট এক বিবৃতিতে বলেছে, গাজার মানবিক সঙ্কটকে আরও খারাপ হওয়া থেকে রোধ করতে এবং দুর্ভিক্ষের ঝুঁকি কমানোর জন্য মানবিক সহায়তার বিধান অত্যাবশ্যক। আমরা এই অত্যাবশ্যক মানবিক সহায়তাকে লক্ষ্য করে নাশকতা ও সহিংসতা সহ্য করব না।
স্টেট ডিপার্টমেন্ট আরও বলেছে, ইসরায়েল সরকারের দায়িত্ব রয়েছে গাজার পথে ইসরায়েল এবং পশ্চিম তীরে ট্রানজিট করা মানবিক কনভয়গুলোর সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা। মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের জারি করা নির্বাহী আদেশের (ইও) অধীনে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
নিষেধাজ্ঞার আওতায় যুক্তরাষ্ট্র ওই গোষ্ঠীর সদস্যদের সম্পদ বাজেয়াপ্ত করবে এবং আমেরিকান নাগরিকদের তাদের সঙ্গে লেনদেনে জড়িত হতে নিষিদ্ধ করবে।
নিষেধাজ্ঞা ঘোষণার মাত্র একদিন আগেই ইসরায়েলের গণমাধ্যমে পুলিশ কমিশনার কোবি শাবতাই স্বীকার করেছেন, উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির গাজার অভিমুখে থাকা ত্রাণবাহী গাড়িগুলোকে হামলাকারীদের হাত থেকে রক্ষা করার চেষ্টা না করতে পুলিশকে চাপ দিয়েছেন।
কয়েক মাস ধরে, কট্টরপন্থী ইসরায়েলিরা গাজায় ত্রাণের চালান ঠেকাতে বিক্ষোভ ও রাস্তা অবরোধ করে চলেছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে তারা ত্রাণের কনভয়ের ওপর হামলা বাড়িয়েছে। গত মাসে, তারা হেব্রন হিলস এলাকায় দুটি ত্রাণের ট্রাকে আগুন ধরিয়ে দেয়, যার জন্য দায়ী তিজাভ ৯ গোষ্ঠীটি।
তবে ওয়াশিংটন এখনও ক্ষমতার অপব্যবহারের জন্য দায়ী ইসরায়েলি কর্মকর্তাদের শাস্তি দেওয়ার আহ্বানকে প্রত্যাখ্যান করেছে, যার মধ্যে বেন-গভির ও বেজালেল স্মোট্রিচ রয়েছেন। চলতি মাসেই মার্কিন সিনেটর ক্রিস ভ্যান হোলেন ইসরায়েলি অর্থমন্ত্রী স্মোট্রিচের বিরুদ্ধে নির্বাহী আদেশটি ব্যবহার করার জন্য বাইডেন প্রশাসনকে অনুরোধ জানিয়েছিলেন। স্মোট্রিচ ফিলিস্তিনি কর্তৃপক্ষের পাওনা ট্যাক্স আটকে রেখেছেন।
এদিকে বাইডেন প্রশাসনের নিষেধাজ্ঞা আরোপকে স্বাগত জানিয়েছে ডেমোক্রেসি ফর দ্য আরব ওয়ার্ল্ড নাও (ডন)। এই অ্যাডভোকেসি সংস্থাটি শুক্রবারের পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেছে, বাইডেন প্রশাসনকে এমন সংস্থা ও ব্যক্তি সবাইকে নিষেধাজ্ঞায় আনা উচিত, যারা তহবিল দিয়ে তিজাভ-৯ কে চালিয়ে যাচ্ছে।
ডনের ইসরায়েল-ফিলিস্তিন গবেষণা কেন্দ্রের পরিচালক মাইকেল শেফার ওমের-ম্যান বলেন, গাজার বাসিন্দাদের অনাহারে রাখার ঘৃণ্য কৌশলটি ইসরায়েলি সরকারের সর্বোচ্চ স্তর থেকে তরুণ বসতি স্থাপনকারী কর্মী পর্যন্ত অবলম্বন করেছে। এই অপরাধে ইসরায়েলি সরকারের সম্পৃক্ততাকে উপেক্ষা করা এবং বেন-গভিরকে নিষেধাজ্ঞার বাইরে রাখা যুক্তরাষ্ট্রের উচিত হবে না। সূত্র : বিবিসি ও আল জাজিরার।
বিভাগ : ইসলামী বিশ্ব
মন্তব্য করুন
আরও পড়ুন

এক নজরে টেস্ট ক্রিকেটের রজত জয়ন্তী উপলক্ষ্যে বিসিবির যত আয়োজন

অর্থনীতিতে কালো মেঘ

ড. দেবাশীষ পাল বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন-এর সদস্য (ভৌত বিজ্ঞান) নিযুক্ত

অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাসের অভিযান ও জরিমানা

জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ সংস্কার হতে হবে : রাশেদ প্রধান

পুলিশকে ছুরিকাঘাত করা ও হত্যাসহ ১২ মামলার আসামি তানভীর আটক

ঢাবি’র অবসরপ্রাপ্ত অধ্যাপক মো. আজহারুল ইসলামের মৃত্যুতে ভিসি’র শোক প্রকাশ

৫ আগস্টের পর ছাত্র রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে : এ্যানি

সোনারগাঁও পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদকের পদত্যাগ

অধ্যাদেশ বাতিলের দাবিতে ছুটির দিনেও প্রতিবাদ সমাবেশ

আদাবর ও মোহাম্মদপুরে ডাকাতি-ছিনতাইসহ কিশোর গ্যাংয়ের ২৭ জন গ্রেফতার

ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৯, আহত ১৫

আগামীকাল ইসিতে নিবন্ধনের আবেদন জমা দেবে এনসিপি

ভারতীয় নীতিনির্ধারকরা আ.লীগকে পুনর্বাসনে ষড়যন্ত্র করছে : রিজভী

এক লাখ ৮ হাজার বাংলাদেশি ২০২৪ সালেই বিদেশে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন

অন্তর্বর্তী সরকার একটি বিভাগের প্রতি পক্ষপাতদুষ্ট : সারজিস আলম

নয় বছরেও অধরা তনু হত্যাকাণ্ডে জড়িতরা

যুক্তরাষ্ট্রে অর্থ পাচারের দায়ে ভারতীয় শিক্ষার্থীর ৫ বছর কারাদণ্ড

খালেদা জিয়ার সঙ্গে বিদায়ী জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সিরাজগঞ্জ-৩ আসন : নির্বাচনী প্রচারণা শুরু করলেন বিএনপির মনোনয়নপ্রত্যাশীরা