কৃত্রিম নদী নির্মাণ পরিকল্পনা মিসরের
পৃথিবীর দীর্ঘতম কৃত্রিম নদী নির্মাণ পরিকল্পনা নিয়ে এগোচ্ছে মিসর। ১ লাখ ১৪ হাজার কিলোমিটার দীর্ঘ কৃত্রিম নদী নির্মাণ সম্পন্ন হলে তা দৈর্ঘ্যে নীল নদকেও ছাড়িয়ে যাবে। এ প্রকল্পে ১৬ হাজার কোটি মিসরীয় পাউন্ড বা ৫২৫ কোটি ডলার বিনিয়োগ পরিকল্পনা মিসরের। নিউ ডেল্টা নামে একটি জাতীয় প্রকল্পের আওতায় দুটি পৃথক প্রকল্প বাস্তবায়ন হবে। সেগুলো হচ্ছে ইজিপ্টস ফিউচার ও সাউথ অব আল-ডাব্বা...