বন্যার অন্য নাম পবিত্রতা
২৮ জুন ২০২৪, ১২:১১ এএম | আপডেট: ২৮ জুন ২০২৪, ১২:১১ এএম
আনন্দের সুর সকলের মনেই আছে
শিশুর বুকে যেমন বাজে, বুড়া বেটার, বেটিরও...
নানা রকম আনন্দের জমিনে-ফুলের খুশি,পাখির খুশি,গাছের সুখী হাওয়া, একবার নদীর বুকজুড়ে আইলে-এই ইদ আনন্দে উতলে ওঠে জলাঙ্গী
খুশির জোয়ারে তলিয়ে দেয় সিলেট শহরসহ.....
আসলে ইরকম পানি আসাও দরকার
যার বাপ অভাবে মাথা তুলে খাড়াতে পারেনা
তার ভাই ঋণে ঝালাপালা অইগেছে
সেও পঞ্চাশ হাজার টেকার গরু জবাই করে!
বন্যা আসলে পবিত্রতা আনে।
সৃষ্টির গভীরে ডুব দাও
রজব বকশী
বহুরৈখিক সম্পর্কের সুর ও সুধার ভূমিকায়
এই আলো সেই আলোর কথা বলি
ঘরে বাইরে নানাবিধ লোভ ও ছলাকলায়
অনাকাঙ্খিত কদর্যের অন্ধকার ওঁৎ পেতে থাকে
তবু জীবনের প্রয়োজনে চাহিদা ও যোগান রেখায়
প্রণয় ও মুদ্রার হাতছানি ফেরানো যায় না
সৃষ্টির গভীরে ডুব দাও, প্রেম ও ঘৃণার দুটি পথ জেগে আছে
জম্মচিৎকার আলোর উৎসবে ঝলসে ওঠে
দেখি চারদিকে অন্ধকার চির শত্রুর ভূমিকায়
রোদের আকাশ তুমি
দীপক বসু
রোদের আকাশ তুমি জ্যোৎস্নার রাত
ছিপছিপে দাঁড় বাওয়া হৃদয়ের খেয়া তুমি
উন্মাদ সুর ওঠা বাঁশি যেন
এক নিঝুম রাত
পল্লীর ধুলো ওড়া বহু পথ মাঠ
তোমার স্বপ্ন খেলা সাগরের ঢেউ বাজে, জেগে
ওঠে প্রাণ! বসন্ত ফুল ফোটা মাতাল হাওয়া
পাহাড়ের চেয়ে থাকা দৃষ্টি
হে কবি! তুমি কবিগুরু--
বাংলার চির বিষ্ময় সৃষ্টি!
স্বচ্ছ সন্ধান
রানা মৃধা
রোদ কিংবা বৃষ্টি বোশেখী ঝড়
চাইনা তবু ঘুম ভেঙে সকাল হলো,
কখনো মধ্যরাতেই-আমার সকাল হয়
হয়ত হয় মাথার উপর সূর্যের সাথেই।
আমার ঘুম ভাঙ্গে অলস বিকেল-রাতে
সেটাকেই সকাল ভেবে চলতে হয়
যেখানে রাত দিন থমকে আছে, তবে
অবাক যে, কখনো আমার সকালই হয়না।
তোমার আমার চাওয়া এক, আলো;
খুঁজি গভীর চোখ ও স্বপ্নের মাঝে।
আহা
কনক কুমার প্রামানিক
আহা!
কি নিদারুণ করুণ সে আর্তি
বুকে জমাট বাঁধা কষ্টের বন্দীত্ব থেকে
সুখের একপশলা বৃষ্টি হয়ে ঝড়ে যেতে চায়।
দীর্ঘায়িত সে দীর্ঘশ্বাস
মুখে তিব্র বিরক্তির সুস্পষ্ট রেখা
সীমাহীন ক্লান্তির মাঝে অজান্তে আসে
আহা!
পূনঃ পুনশ্চ বেদনা হতাশা আর আপসোসে
স্বরযন্ত্রে অকস্মাৎ ধ্বনি-প্রতিধ্বনিত হয়
সমবেদনা আর শান্তনায় কখনো সখনো উচ্চারিত
আহা
বিভাগ : সাহিত্য
মন্তব্য করুন
আরও পড়ুন
গাকপোর জোড়া গোল,সালাহর মাইলফলকের রাতে লিভারপুলের জয়
১০ জনের লড়াইয়ে শেষ হাসি আর্সেনালের
তিলক ভর্মার বীরত্বে ভারতের রোমাঞ্চকর জয়
তিলক ভর্মার বীরত্বে ভারতের রোমাঞ্চকর জয়
সিটি অধিনায়কের নতুন ঠিকানা এখন এসি মিলান
ছাগলনাইয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত
মতলবে আদিবা হত্যা মামলার আসামী ইমনের বাড়ি ঘর জ্বালিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা
গাজাকে বাসোপযোগী করতে হবে
ড. মুহাম্মদ ইউনূসেই জনগণের আস্থা
টি-টোয়েন্টির বর্ষসেরা আর্শদিপ
দ্বিতীয় বছরের মতো বিদেশি শিক্ষার্থীর সংখ্যা কমানোর ঘোষণা কানাডার
এ দেশকে নিয়ে আমরা আর কাউকে খেলতে দেব না - মাওলানা রফিকুল ইসলাম খান
গ্রামীণ ট্রাস্টের মালিকানায় আসছে নতুন বিশ্ববিদ্যালয়
সৈয়দপুরে শ্যাইলার মোড় জামে মসজিদ কমিটির উদ্যোগে শতাধিক শীতবস্ত্র বিতরন
জেলা বিএনপির আমৃত্যু সভাপতি খোরশেদ আলমের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা
সৌদির নতুন জাতীয় সংগীতের সুর করবেন মার্কিন তারকা
প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত জাতীয় নির্বাচনের রূপরেখা ঘোষণা করুন : লুৎফর রহমান খান আজাদ
শেরপুরে আন্তঃউপজেলা ভলিবল টুর্নামেন্টের ফাইনালে সদর উপজেলা চ্যাম্পিয়ন
সৈয়দপুরে শ্যাইলার মোড় জামে মসজিদ কমিটির উদ্যোগে শতাধিক শীতবস্ত্র বিতরণ
আছরের নামাজে বিলম্ব হয়ে মাগরিবের নামাজ শুরু হয়ে যাওয়া প্রসঙ্গে।