অন্ধ মনের চোখ

Daily Inqilab আশতাব হোসেন

২৬ জুলাই ২০২৪, ১২:০৮ এএম | আপডেট: ২৬ জুলাই ২০২৪, ১২:০৮ এএম

ক্ষতের উপর ক্ষত করলে ক্ষত হয় বিক্ষত
তার পরে করলে আঘাত নীলকণা হয় বিস্ফোরিত।
একই কথা বারবার বললে লাগতে পারে তিতা
যে পাত্রে ধারণ হয়না সে পাত্র নয় কি ফুটা?
বিবেকের কাছে প্রশ্ন করে না পাইলে তার জবাব
তার ভিতরে কি আছে বিবেক জীবন্ত সজাগ?
বিবেক বিহীনা বালির পুতুল ধরতেই ভেঙ্গে যায়
করতে অপারগ নিজের সুবিচার।
নিজের ভুল ধরতে পারেনা অন্ধ মনের চোখ
ভুলগুলি ভুল হিসাবে থাকে ভুলের গুদাম,
অন্যের ভুল ধরতে যাওয়া সাধ্য নেই তার
শুদ্ধি বুদ্ধি গজায় না প্রাণে ভুলেরই হয় পাহাড়।
তারাই পারে ক্ষতের উপর আরো ক্ষত করতে
তাদের থেকে দূরসীমানায় বসত উত্তম স্থান,
শুনতে মানা তাদের মুখের মিষ্টি সুরের গান
তাদের মতো মমতাহীনার মোম পরশে
বিবেকবিহীন পুতুলের হয় উত্থান।

 

 

 

ইন্দ্রজাল
সাঈদুর রহমান লিটন
এবং আবার কোন প্রজাপতি ঊড়ে আসে
মনের বেখেয়ালে ঠাঁয় নেয় অন্তরে
মমতা জন্ম নেয় মন-মননে।
তার পরশ মন ছুঁয়ে যায়
দাঁগ কেটে যায় অন্তরে।
তার ডানার আদর আর অকৃত্রিম সৌন্দর্যে
এক ইন্দ্রজাল তৈরি করে যায়
সেই প্রজাপতির উড়ে যাওয়া, ছুঁয়ে যাওয়া
সব কিছু ভালো লাগে।

 

 

অপাংক্তেয়
তুহীন বিশ্বাস
অস্পষ্ট পৃষ্ঠাগুলো বার্ধক্যে;
ওখানে তামাটে রঙে পরিত্যক্ত স্বপ্ন
নখের আঁচড়ের কালশিটে দাগ,
আর ছিন্নভিন্ন বস্রে কিশোরী ঘ্রাণ।
কলঙ্কিত হয় সমাজের বিধিমালা;
সুগন্ধির আড়ালে সমাজপতির চরিত্র
হিংস্র পোষ্যবর্গ সুশীলের ছায়ায় নিমগ্ন,
অথচ, সেদিনের কিশোরীটি অপাংক্তেয়।

 

 

 

দেহ বন্দনা-৩
আশরাফ চঞ্চল
যেন মহাকাল ধরে পাশাপাশি আছি
রেললাইনের মত সমান্তরাল দূরত্বে
বুকে আকাঙ্ক্ষা জমে আছে
ক্ষুধায় প্রতিনিয়ত কাতরাই
যন্ত্রণায় গড়াগড়ি খাই
ভয় দ্বিধা
লজ্জায় নিজেকে গুটিয়ে রাখি
ডাইনিং টেবিলের দিকে এক পা এগিয়ে তিন পা পিছিয়ে আসি!
খরা পীড়িত দেহ উষ্ণতায় গলে যাচ্ছে
বিষাদে ছেয়ে থাকা পথে হাঁটতে হাঁটতে বড়ই ক্লান্ত আমি
ভেতরে মরুভূমি রেখে কী করে সহ্য করি বলো, সোঁদাঘ্রাণ বৃষ্টির সুবাস!
তুমি-
ঋতুচক্র ঘুরে এসে জরায়ুবৃক্ষে ফুটবে যখন সুগন্ধি বকুল
প্রসারিত পাপড়িতে পরাগরেনু মেখে দিতে
লালায়িত ঠোঁট পেতে
শিরা উপশিরায় আচানক ঝড় তুলে
গোপন চাক থেকে মধু ঝরাতে
আমাকে ডেকে নিও অন্দরমহলে
যতট কাছে নেওয়া যায় তারচেয়ে একটু বেশিই কাছে!
আমি-
চতুর চাষার মতন দেহের জমিনে ঠোঁটের লাঙল চালাতে চালাতে অদ্ভুত শিহরণের বন্যা বইয়ে দেব!


বিভাগ : সাহিত্য


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

স্মৃতির করিডোরে
একূল ওকূল
বাংলা সাহিত্যের অলঙ্কার মধুসূদনের মেঘনাদবধ কাব্য
নববর্ষের ঘোষণা
রক্তমাখা শার্ট
আরও

আরও পড়ুন

১০ জনের লড়াইয়ে শেষ হাসি আর্সেনালের

১০ জনের লড়াইয়ে শেষ হাসি আর্সেনালের

তিলক ভর্মার বীরত্বে ভারতের রোমাঞ্চকর জয়

তিলক ভর্মার বীরত্বে ভারতের রোমাঞ্চকর জয়

তিলক ভর্মার বীরত্বে ভারতের রোমাঞ্চকর জয়

তিলক ভর্মার বীরত্বে ভারতের রোমাঞ্চকর জয়

সিটি অধিনায়কের নতুন ঠিকানা এখন এসি মিলান

সিটি অধিনায়কের নতুন ঠিকানা এখন এসি মিলান

ছাগলনাইয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত

ছাগলনাইয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত

মতলবে আদিবা হত্যা মামলার আসামী ইমনের বাড়ি ঘর জ্বালিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা

মতলবে আদিবা হত্যা মামলার আসামী ইমনের বাড়ি ঘর জ্বালিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা

গাজাকে বাসোপযোগী করতে হবে

গাজাকে বাসোপযোগী করতে হবে

ড. মুহাম্মদ ইউনূসেই জনগণের আস্থা

ড. মুহাম্মদ ইউনূসেই জনগণের আস্থা

টি-টোয়েন্টির বর্ষসেরা আর্শদিপ

টি-টোয়েন্টির বর্ষসেরা আর্শদিপ

দ্বিতীয় বছরের মতো বিদেশি শিক্ষার্থীর সংখ্যা কমানোর ঘোষণা কানাডার

দ্বিতীয় বছরের মতো বিদেশি শিক্ষার্থীর সংখ্যা কমানোর ঘোষণা কানাডার

এ দেশকে নিয়ে আমরা আর কাউকে খেলতে দেব না - মাওলানা রফিকুল ইসলাম খান

এ দেশকে নিয়ে আমরা আর কাউকে খেলতে দেব না - মাওলানা রফিকুল ইসলাম খান

গ্রামীণ ট্রাস্টের মালিকানায় আসছে নতুন বিশ্ববিদ্যালয়

গ্রামীণ ট্রাস্টের মালিকানায় আসছে নতুন বিশ্ববিদ্যালয়

সৈয়দপুরে শ্যাইলার মোড় জামে মসজিদ কমিটির উদ্যোগে শতাধিক শীতবস্ত্র বিতরন

সৈয়দপুরে শ্যাইলার মোড় জামে মসজিদ কমিটির উদ্যোগে শতাধিক শীতবস্ত্র বিতরন

জেলা বিএনপির আমৃত্যু সভাপতি খোরশেদ আলমের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা

জেলা বিএনপির আমৃত্যু সভাপতি খোরশেদ আলমের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা

সৌদির নতুন জাতীয় সংগীতের সুর করবেন মার্কিন তারকা

সৌদির নতুন জাতীয় সংগীতের সুর করবেন মার্কিন তারকা

প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত জাতীয় নির্বাচনের রূপরেখা ঘোষণা করুন  : লুৎফর রহমান খান আজাদ

প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত জাতীয় নির্বাচনের রূপরেখা ঘোষণা করুন  : লুৎফর রহমান খান আজাদ

শেরপুরে আন্তঃউপজেলা ভলিবল টুর্নামেন্টের ফাইনালে সদর উপজেলা চ্যাম্পিয়ন

শেরপুরে আন্তঃউপজেলা ভলিবল টুর্নামেন্টের ফাইনালে সদর উপজেলা চ্যাম্পিয়ন

সৈয়দপুরে শ্যাইলার মোড় জামে মসজিদ কমিটির উদ্যোগে শতাধিক শীতবস্ত্র বিতরণ

সৈয়দপুরে শ্যাইলার মোড় জামে মসজিদ কমিটির উদ্যোগে শতাধিক শীতবস্ত্র বিতরণ

আছরের নামাজে বিলম্ব হয়ে মাগরিবের নামাজ শুরু হয়ে যাওয়া প্রসঙ্গে।

আছরের নামাজে বিলম্ব হয়ে মাগরিবের নামাজ শুরু হয়ে যাওয়া প্রসঙ্গে।

আ.লীগ সরকার জোর করে চাপিয়ে দিয়েছিল প্রবৃদ্ধি ও উন্নয়নের গল্প

আ.লীগ সরকার জোর করে চাপিয়ে দিয়েছিল প্রবৃদ্ধি ও উন্নয়নের গল্প