পতাকা ছুঁয়ে যায় রক্তের প্রবাহ
১৬ আগস্ট ২০২৪, ১২:৩৫ এএম | আপডেট: ১৬ আগস্ট ২০২৪, ১২:৩৫ এএম
বারুদের গন্ধের তীব্রতা অনুভব করি
হৃদয় পুড়ে, কয়লার রঙ
কেউ বোঝেনা পোড়া লাকড়ি আর পুড়েনা
বাতাস না এলে।
রক্ত ভেজা রাস্তায় টগবগানো যুবকের বুক চিতিয়ে
মরতে দেখি, বন্দুকের গুলিতে,
আফসোস নেই, আত্মবিশ্বাস ভাঙ্গার শব্দ শুনি কানে।
বুক এফোঁড় ওফোঁড় হয়ে যায়
লুটিয়ে পড়ে রাস্তায়, মানচিত্রে লাগে রক্তের দাঁগ।
পতাকা ছুঁয়ে যায় রক্তের প্রবাহ।
বুকে বাজে দামামার সুর, রণসঙ্গিতের আওয়াজ
পুড়ে পুড়ে ঝলসিত হয় হৃৎপি-,
ধোঁয়ায় ধোঁয়ায় ধোঁয়াশা হয়ে যায়,
পতাকায় বাড়ে রক্তের পরিধি।
অদেখা জ্বলনে পুড়তে থাকতে অন্তর।
শক্তি
নবী হোসেন নবীন
লাশ চাই লাশ দেই লাশ ভালোবাসি
লাশের উপরে পা রেখে ক্ষমতায় আসি
লাশের সিঁড়ি বেয়ে নেমে যাই অনায়াসে
আমার কী যায় আসে!
আপন রক্তে লাশ ভাসে রাজপথে
রাজনীতি উড়ে চলে ক্ষমতার রথে।
মায়ের অশ্রুতে মুছে যায় রক্তের দাগ
লাশের মিছিলে ভাড়ে জনতার বিরাগ।
লাশের শক্তিতে ঘুরে ক্ষমতার চাকা
রক্তভেজা সোজা পথ হয়ে যায় বাঁকা।
আর কত লাশ চাও ক্ষমতা?
বলো একবারে দিয়ে দেবে জনতা
তবু ঘরে ঘরে বারবার
শোনতে চাই না আর
কোনো মায়ের আর্তচিৎকার।
জয় করতে পারিনি
রাজীব হাসান
আমি দূর্ভেদ্য অনেক কিছুই জয় করেছি
কেবল জয় করতে পারিনি আপনাকে
সমস্ত পৃথিবীতে আমার জায়গা হলেও
শুধু আপনার ওই ছোট মনে জায়গায় হয়নি।
কত পাহাড় সমুদ্র ভিজে গেছে এই চোখের জলে
কেবল ভিজাতে পারিনি আপনার মনকে
হিমালয় জয় করার চেয়ে বড় কঠিন হয়ে গেছে
আপনার পাথরের মত মনটা জয় করতে।
আপনার মনের দূর্ভেদ্য ও প্রাচীর ভেদ করে
আপনাকে নিজের করে পেতে চেয়েছিলাম
তবে জানতাম না সে প্রাচীর ভেদ করা এতো সহজ নয়
আপনাকে পাওয়াও এতো সহজ নয়।
মনের টান
মাহমুদা আক্তার
এই মনের টানডা না খুব খারাপ, তরে ভুলবার চাইয়াও পারি না
কতবার ভাবি তরে এইবার ভুইলা যামু, তাও কেন জানি তুই আমার, মনের আয়নায় আইহা পড়স।
রাইতের বেলায় যহন তেলের কুপিডা জ্বালাই
চোখডা একবারের লাইগা বুইজ্যা থাহি,
মনে অয় চোখ মেললেই তোর দেহা পামু।
যহন চোখ মেইলা দেহি তুই নাই
চারধারে খালি আন্ধার আর আন্ধার
মনডা এক্কেরে মইরা যায়।
চান্দের আলোয় তোর মুখখান
দেখবার মন চায়, নয়নজলে ভাইসা মরি দিনে-রাতে
তাইতো তোরে ভুলবার চাই, বারবারে চেষ্টা কইরাও পারি না
এই মনের টানডার লাইগ্যা পারি না, দেয়ালে তোর ছবিখান হাতে নিয়া, কত কথা কই, কত স্বপন বান্ধি।
কবে আইবি তুই?
আইয়া আমার স্বপনগুলান
দিনের আলোর মতন হাছা কইরা দিবি?
এ কেমন টান?
অন্তরে অন্তরে পুইড়া অঙ্গার হইয়া মরি আমি!
মনের টানডা তুই বড়ই খারাপ।
বিভাগ : সাহিত্য
মন্তব্য করুন
আরও পড়ুন
পরলোকে সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং :ভারতে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
কালীগঞ্জে রাঙ্গামাটিয়া ধর্মপল্লীর সংবাদ সম্মেলন
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা তৈরিতে সমন্বয় সভা অনুষ্ঠিত
মিসরে প্রেসিডেন্ট সিসির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ
কুর্দি যোদ্ধাদের ভয়ঙ্কর হুঁশিয়ারি এরদোগানের
৩৫শ’ এজেন্টের অধিকাংশই গুজরাটের পাচারকারী
৫ সাংবাদিককে হত্যা করল ইসরাইল বিমান
তুষারপাতে অচল হিমাচল দুই শতাধিক রাস্তা বন্ধ
ক্রিপ্টো রিজার্ভ গড়বেন ট্রাম্প?
মোজাম্বিকে কারাদাঙ্গায় নিহত ৩৩, পলাতক ১৫০০ কয়েদি
গাজায় যুদ্ধবিরতি বিলম্বে পাল্টাপাল্টি দোষারোপ হামাস-ইসরাইলের
পাকিস্তানে সড়ক অবরোধে শতাধিক শিশুর প্রাণহানি
আফগানিস্তানে ৭১ সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তান
শুধু নারীদের জন্য
নিথর দেহ
আত্মহননে
জকিগঞ্জে প্রাক্সিসের ৭ দিনব্যাপী ইংলিশ স্পিকিং চ্যালেঞ্জ কম্পিটিশনের পুরস্কার বিতরণী
মাদ্রাসার ছাদ থেকে পাইপ বেয়ে নামার সময় পড়ে গিয়ে শিশুর মৃত্যু
গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে আনতে থানায় বিএনপি নেতাদের ভিড়
শুধু নামেই জিমনেসিয়াম