পতাকা ছুঁয়ে যায় রক্তের প্রবাহ
১৬ আগস্ট ২০২৪, ১২:৩৫ এএম | আপডেট: ১৬ আগস্ট ২০২৪, ১২:৩৫ এএম
বারুদের গন্ধের তীব্রতা অনুভব করি
হৃদয় পুড়ে, কয়লার রঙ
কেউ বোঝেনা পোড়া লাকড়ি আর পুড়েনা
বাতাস না এলে।
রক্ত ভেজা রাস্তায় টগবগানো যুবকের বুক চিতিয়ে
মরতে দেখি, বন্দুকের গুলিতে,
আফসোস নেই, আত্মবিশ্বাস ভাঙ্গার শব্দ শুনি কানে।
বুক এফোঁড় ওফোঁড় হয়ে যায়
লুটিয়ে পড়ে রাস্তায়, মানচিত্রে লাগে রক্তের দাঁগ।
পতাকা ছুঁয়ে যায় রক্তের প্রবাহ।
বুকে বাজে দামামার সুর, রণসঙ্গিতের আওয়াজ
পুড়ে পুড়ে ঝলসিত হয় হৃৎপি-,
ধোঁয়ায় ধোঁয়ায় ধোঁয়াশা হয়ে যায়,
পতাকায় বাড়ে রক্তের পরিধি।
অদেখা জ্বলনে পুড়তে থাকতে অন্তর।
শক্তি
নবী হোসেন নবীন
লাশ চাই লাশ দেই লাশ ভালোবাসি
লাশের উপরে পা রেখে ক্ষমতায় আসি
লাশের সিঁড়ি বেয়ে নেমে যাই অনায়াসে
আমার কী যায় আসে!
আপন রক্তে লাশ ভাসে রাজপথে
রাজনীতি উড়ে চলে ক্ষমতার রথে।
মায়ের অশ্রুতে মুছে যায় রক্তের দাগ
লাশের মিছিলে ভাড়ে জনতার বিরাগ।
লাশের শক্তিতে ঘুরে ক্ষমতার চাকা
রক্তভেজা সোজা পথ হয়ে যায় বাঁকা।
আর কত লাশ চাও ক্ষমতা?
বলো একবারে দিয়ে দেবে জনতা
তবু ঘরে ঘরে বারবার
শোনতে চাই না আর
কোনো মায়ের আর্তচিৎকার।
জয় করতে পারিনি
রাজীব হাসান
আমি দূর্ভেদ্য অনেক কিছুই জয় করেছি
কেবল জয় করতে পারিনি আপনাকে
সমস্ত পৃথিবীতে আমার জায়গা হলেও
শুধু আপনার ওই ছোট মনে জায়গায় হয়নি।
কত পাহাড় সমুদ্র ভিজে গেছে এই চোখের জলে
কেবল ভিজাতে পারিনি আপনার মনকে
হিমালয় জয় করার চেয়ে বড় কঠিন হয়ে গেছে
আপনার পাথরের মত মনটা জয় করতে।
আপনার মনের দূর্ভেদ্য ও প্রাচীর ভেদ করে
আপনাকে নিজের করে পেতে চেয়েছিলাম
তবে জানতাম না সে প্রাচীর ভেদ করা এতো সহজ নয়
আপনাকে পাওয়াও এতো সহজ নয়।
মনের টান
মাহমুদা আক্তার
এই মনের টানডা না খুব খারাপ, তরে ভুলবার চাইয়াও পারি না
কতবার ভাবি তরে এইবার ভুইলা যামু, তাও কেন জানি তুই আমার, মনের আয়নায় আইহা পড়স।
রাইতের বেলায় যহন তেলের কুপিডা জ্বালাই
চোখডা একবারের লাইগা বুইজ্যা থাহি,
মনে অয় চোখ মেললেই তোর দেহা পামু।
যহন চোখ মেইলা দেহি তুই নাই
চারধারে খালি আন্ধার আর আন্ধার
মনডা এক্কেরে মইরা যায়।
চান্দের আলোয় তোর মুখখান
দেখবার মন চায়, নয়নজলে ভাইসা মরি দিনে-রাতে
তাইতো তোরে ভুলবার চাই, বারবারে চেষ্টা কইরাও পারি না
এই মনের টানডার লাইগ্যা পারি না, দেয়ালে তোর ছবিখান হাতে নিয়া, কত কথা কই, কত স্বপন বান্ধি।
কবে আইবি তুই?
আইয়া আমার স্বপনগুলান
দিনের আলোর মতন হাছা কইরা দিবি?
এ কেমন টান?
অন্তরে অন্তরে পুইড়া অঙ্গার হইয়া মরি আমি!
মনের টানডা তুই বড়ই খারাপ।
বিভাগ : সাহিত্য
মন্তব্য করুন
আরও পড়ুন
নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আইসিসি
শিখ নেতা হত্যা, মোদীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ কানাডার
দলীয় ভিত্তিতে প্রশাসন সাজিয়ে কেউ ক্ষমতায় আসতে পারবে না: এ এম এম বাহাউদ্দীন
আদানির সঙ্গে জড়িত মোদিও: রাহুল গান্ধী
আইসিসির প্রধান কৌঁসুলি ২৫ নভেম্বর ঢাকায় আসছেন
সোহেল-টুকু-হেলালসহ খালাস পেলেন বিএনপির ২২ নেতাকর্মী
ইরানে উদ্ভাবনে নারীদের অবদান ২৪ শতাংশের বেশি
প্রকাশায় ৯৩ শতাংশ নকল করেও পদোন্নতি পান রাবি অধ্যাপক সাহাল উদ্দিন
বোরহানউদ্দিনে নিখোঁজের দুই ঘন্টা পর লেবু বাগানে মিললো শিশুর লাশ
নাবালক ছাত্রের সঙ্গে জবরদস্তি যৌন সঙ্গম, ৩০ বছরের জেল শিক্ষিকার
সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রতিনিধি দলের অংশগ্রহণ
মার্কিন সংসদের নারী শৌচাগার ব্যবহার করতে পারবেন না রূপান্তরকামী এমপি
বাগেরহাটে হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন কারাদন্ড
অন্তবর্তীকালীন সরকারের নির্দেশনা পালনের প্রত্যয় ব্যক্ত করলেন জিওসি
কুড়িগ্রামের উলিপুরে অগ্নিদগ্ধ হয়ে শিশুর মৃত্যু
ভারতে পাচারকালে সাতক্ষীরা সীমান্ত থেকে দুই নারী উদ্ধার
কুরআন-সুন্নাহর আইন ছাড়া দেশে শান্তি আসবে না : চাঁদপুরে হাবিবুল্লাহ মিয়াজী
শাহজাহান ওমরকে জুতা ও ডিম নিক্ষেপ
জীবনে উত্তম কর্ম, জ্ঞান ও উন্নত চরিত্র অর্জন করতে হলে সফল ব্যক্তিদের সান্নিধ্য অবলম্বন আবশ্যক
নড়াইলে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় জেলা আ.লীগ সভাপতি কারাগারে