পতাকা ছুঁয়ে যায় রক্তের প্রবাহ
১৬ আগস্ট ২০২৪, ১২:৩৫ এএম | আপডেট: ১৬ আগস্ট ২০২৪, ১২:৩৫ এএম

বারুদের গন্ধের তীব্রতা অনুভব করি
হৃদয় পুড়ে, কয়লার রঙ
কেউ বোঝেনা পোড়া লাকড়ি আর পুড়েনা
বাতাস না এলে।
রক্ত ভেজা রাস্তায় টগবগানো যুবকের বুক চিতিয়ে
মরতে দেখি, বন্দুকের গুলিতে,
আফসোস নেই, আত্মবিশ্বাস ভাঙ্গার শব্দ শুনি কানে।
বুক এফোঁড় ওফোঁড় হয়ে যায়
লুটিয়ে পড়ে রাস্তায়, মানচিত্রে লাগে রক্তের দাঁগ।
পতাকা ছুঁয়ে যায় রক্তের প্রবাহ।
বুকে বাজে দামামার সুর, রণসঙ্গিতের আওয়াজ
পুড়ে পুড়ে ঝলসিত হয় হৃৎপি-,
ধোঁয়ায় ধোঁয়ায় ধোঁয়াশা হয়ে যায়,
পতাকায় বাড়ে রক্তের পরিধি।
অদেখা জ্বলনে পুড়তে থাকতে অন্তর।
শক্তি
নবী হোসেন নবীন
লাশ চাই লাশ দেই লাশ ভালোবাসি
লাশের উপরে পা রেখে ক্ষমতায় আসি
লাশের সিঁড়ি বেয়ে নেমে যাই অনায়াসে
আমার কী যায় আসে!
আপন রক্তে লাশ ভাসে রাজপথে
রাজনীতি উড়ে চলে ক্ষমতার রথে।
মায়ের অশ্রুতে মুছে যায় রক্তের দাগ
লাশের মিছিলে ভাড়ে জনতার বিরাগ।
লাশের শক্তিতে ঘুরে ক্ষমতার চাকা
রক্তভেজা সোজা পথ হয়ে যায় বাঁকা।
আর কত লাশ চাও ক্ষমতা?
বলো একবারে দিয়ে দেবে জনতা
তবু ঘরে ঘরে বারবার
শোনতে চাই না আর
কোনো মায়ের আর্তচিৎকার।
জয় করতে পারিনি
রাজীব হাসান
আমি দূর্ভেদ্য অনেক কিছুই জয় করেছি
কেবল জয় করতে পারিনি আপনাকে
সমস্ত পৃথিবীতে আমার জায়গা হলেও
শুধু আপনার ওই ছোট মনে জায়গায় হয়নি।
কত পাহাড় সমুদ্র ভিজে গেছে এই চোখের জলে
কেবল ভিজাতে পারিনি আপনার মনকে
হিমালয় জয় করার চেয়ে বড় কঠিন হয়ে গেছে
আপনার পাথরের মত মনটা জয় করতে।
আপনার মনের দূর্ভেদ্য ও প্রাচীর ভেদ করে
আপনাকে নিজের করে পেতে চেয়েছিলাম
তবে জানতাম না সে প্রাচীর ভেদ করা এতো সহজ নয়
আপনাকে পাওয়াও এতো সহজ নয়।
মনের টান
মাহমুদা আক্তার
এই মনের টানডা না খুব খারাপ, তরে ভুলবার চাইয়াও পারি না
কতবার ভাবি তরে এইবার ভুইলা যামু, তাও কেন জানি তুই আমার, মনের আয়নায় আইহা পড়স।
রাইতের বেলায় যহন তেলের কুপিডা জ্বালাই
চোখডা একবারের লাইগা বুইজ্যা থাহি,
মনে অয় চোখ মেললেই তোর দেহা পামু।
যহন চোখ মেইলা দেহি তুই নাই
চারধারে খালি আন্ধার আর আন্ধার
মনডা এক্কেরে মইরা যায়।
চান্দের আলোয় তোর মুখখান
দেখবার মন চায়, নয়নজলে ভাইসা মরি দিনে-রাতে
তাইতো তোরে ভুলবার চাই, বারবারে চেষ্টা কইরাও পারি না
এই মনের টানডার লাইগ্যা পারি না, দেয়ালে তোর ছবিখান হাতে নিয়া, কত কথা কই, কত স্বপন বান্ধি।
কবে আইবি তুই?
আইয়া আমার স্বপনগুলান
দিনের আলোর মতন হাছা কইরা দিবি?
এ কেমন টান?
অন্তরে অন্তরে পুইড়া অঙ্গার হইয়া মরি আমি!
মনের টানডা তুই বড়ই খারাপ।
বিভাগ : সাহিত্য
মন্তব্য করুন
আরও পড়ুন

ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে চাঁদপুরে বিক্ষোভ মিছিল

ফিলিস্তিনের গাজায় ইসরাইলী হামলা ও নির্বিচারে মানুষ হত্যার প্রতিবাদে শরীয়তপুরে হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল

গাজার নিরীহ মানুষকে নৃশংস গণহত্যার প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল

দুই বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরলেন নাসির

কটিয়াদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক প্রেষণে স্বাস্থ্যসেবা ব্যাহত!

গাজায় গণহত্যার প্রতিবাদে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা স্থগিত ও মানববন্ধন

সুন্দরবনের কটকা অভয়ারণ্য পর্যটন কেন্দ্রের নড়বড়ে সিঁড়ি যেন পর্যটকদের মরন ফাঁদ

ইসরায়েলি হত্যাযজ্ঞের প্রতিবাদে রাজু ভাস্কর্যের সামনে নটরডেম কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

ইসরায়েলকে অবিলম্বে গণহত্যা-জবরদখল থামাতে হবে : সাদা দল

গোয়ালন্দে ইজিবাইক ও চাঁদার টাকাসহ আটক ৩

ইসরায়েলি হত্যাযজ্ঞের প্রতিবাদে মিছিল-স্লোগানে উত্তাল ব্র্যাক বিশ্ববিদ্যালয়

তদ্বিরের মাধ্যমে বরিশালে শিক্ষা প্রতিষ্ঠানে ৬ মাসের এডহক কমিটি গঠন নিয়ে বেপরোয়া নেতারা

ইন্টারনেটের দাম আরো কমাতে কাজ করছে সরকার : ফয়েজ আহমদ

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে মরক্কোতে ব্যাপক বিক্ষোভ

ভারতে নতুন ওয়াকফ আইন, কী পরিবর্তন হতে যাচ্ছে?

নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভীর ছোট ভাইয়ের মৃত্যু, বাদ আসর জানাযা

সিএন্ডবি রোডে অবৈধ পার্কের বিধ্বস্ত গার্ডসেড ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন ও ট্রান্সফর্মার মৃত্যুঝুকি হয়ে উঠেছে

গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সায়েন্সল্যাবে বিক্ষোভ মিছিল

হুথিদের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানে ব্যয় বিলিয়ন ডলার ছাড়ালেও প্রত্যাশিত ফল আসেনি

ফরিদপুরে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক