শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসির
২৪ মে ২০২৩, ০৮:২০ পিএম | আপডেট: ২৪ মে ২০২৩, ০৮:২০ পিএম
নবীন শিক্ষার্থীদের গভীর দেশপ্রেমে উদ্ধুদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. মশিউর রহমান। তিনি বলেন, নিজের মুখশ্রীকে যেন উজ্জ্বল দেখায়, সুন্দর দেখায় তার জন্য চেষ্টার কোনো ত্রুটি থাকে না। সেভাবেই দেশমাতৃকার মুখশ্রীকেও যতেœ রাখতে হবে। কারণ এই দেশ আমাদের মা। এর কাছে আমাদের অনেক ঋণ।’ বুধবার (২৪ মে) দুপুরে মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরণ অনুষ্ঠান-২০২৩ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দেশের প্রথিতযশা সমাজবিজ্ঞানী ড. মশিউর রহমান বলেন, ‘আমি স্টেজ থেকে তাকিয়ে দেখছিলাম। ছাত্রীরা কেউ ছবি তুলছে, কেউ সেলফি তুলছে। নবীন বন্ধুদের মধ্যে চেষ্টা ছিল যেন নিজের ছবিটা অত্যন্ত সুন্দর হয়। নিজের মুখশ্রী যেন সবচেয়ে উজ্জ্বলতম হয়; সেটির প্রতি তার গভীর মনোযোগ ছিল। সেটি হওয়া খুবই স্বাভাবিক। আমরা সবাই নিজেকে সুন্দরতম উপায়ে উপস্থাপন করতে চাই। একইভাবে আমি ভাবছিলাম, এই প্রিয় স্বদেশের অবয়ব অনন্য সুন্দরে ভরে ওঠা দরকার। বাংলাদেশের মুখশ্রী এমনভাবে সুন্দর হয়ে ওঠা উচিত, যেমন করে তুমি তোমার মুখশ্রীকে সবচেয়ে সুন্দরতম করতে চাও, যতœ নেও। যদি বাংলাদেশের মুখশ্রী সুন্দর করতে হয়, যদি একটি সেলফিতে বাংলাদেশের মুখশ্রী তুলে ধরতে হয় তাহলে আমাদের কী করতে হবে? আজকের নবীনবরণ অনুষ্ঠানে তোমাদেরকে বলে যেতে চাই কোন কাজ করলে বাংলাদেশের মুখ উজ্জ্বল হবে, যার মধ্য দিয়ে তুমি উপস্থাপন করবে বাংলাদেশকে।'
শিক্ষার্থীদের উদ্দেশে জাতীয় বিশ^বিদ্যালয়ের ভিসি ড. মশিউর রহমান আরো বলেন, 'তোমাদের মধ্যে সুন্দরতম হওয়ার যে প্রচেষ্টাটি আছে, তোমরা সেটিকে অবারিত করো। সেটির মধ্য দিয়েই বাংলাদেশ সুন্দর হবে। তোমার মধ্যে স্মার্টনেস আছে। তোমার মধ্যে উপস্থাপনের শক্তি আছে। তোমার হাতে যে মোবাইল আছে এর মানে প্রযুক্তির সঙ্গে তোমার সখ্য হচ্ছে। কিন্তু তুমি জানো তোমার মধ্যে কী কী দুর্বলতা আছে। প্রিয় শিক্ষার্থীরা তোমাদের কাছে অনুরোধ সেই দুর্বলতা কাটিয়ে উঠতে হবে তোমাদেরকেই।'
ড. মশিউর রহমান বলেন, 'শিক্ষাপ্রতিষ্ঠান হচ্ছে সবচেয়ে পবিত্রতম জায়গা। যখন তুমি এখানে আসবে- যা যা তুমি পারো না, যা যা তোমার ব্যর্থতা, সবগুলোর তালিকা করে আগামী কয়েকবছরে সব ব্যর্থতাকে দূর করে দেও। নিয়মিত লাইব্রেরিতে যাও, বইয়ের কাছে যাও, শিক্ষকের কাছে যাও। জ্ঞানের কাছে যাও, বিজ্ঞানের কাছে, উৎকর্ষতার কাছে যায়। এই যে রাষ্ট্র যেটি তৈরি হয়েছে- অন্যকোনো দেশকে তোমার আর্দশ ভাবার প্রয়োজন নেই। তোমার জন্য বাংলাদেশ শ্রেষ্ঠ আদর্শ। কেননা আমাদের ১৯৭২ সালের সংবিধানে যে চারটি মূলনীতি লিপিবদ্ধ করা হয়েছে সেটিই অনন্য। সেগুলো অনুসরণ করলেই আমরা মূলধারা তৈরি করতে পারবো। আমরা যা কিছু ভালো, শ্রেষ্ঠ সেগুলো অনুসরণ করবো।'
জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসি বলেন, 'মনে রেখ কেবল পাশ্চাত্য থেকে কেনো কিছু আসলেই সেটি শ্রেষ্ঠ হয়ে যায় না। যে মূল্যবোধ আমেরিকা বা ইউরোপ থেকে আসে সেটি শ্রেষ্ঠ তা ভাবার প্রয়োজন নেই। আমি মনে করি এই অঞ্চলের হাজার বছরের যে কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য সেটিই সেরা। কারণ আমরা যদি সাম্প্রতিক উদাহরণ দেই- পৃথিবী যখন যুদ্ধে লিপ্ত তখন আমরা লাখো শরণার্থীকে আশ্রয় দেই। এই মূল্যবোধ পাশ্চাত্য থেকে আসেনি। এটি জাতির জনকের কাছ থেকে আমরা শিখেছি। তার মূলনীতিতে মানবিকতা ছিল। তুমি পৃথিবীর যেখানেই যাবে সেখানেই গর্বিত হবে। প্রযুক্তির বন্ধনে তুমি পৃথিবীকে হাতের মুঠোয় পাবে। নিজেকে এমনভাবে তৈরি করবে, যেন অন্য দেশ আমাদের আদর্শ মনে করে। ’ মোহাম্মদপুর মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক ও কলেজ পরিচালনা পর্ষদের সদস্য এ টি এম মোয়াজ্জেম হোসেন, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য মো ফসিউল্লাহ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের অধ্যক্ষ প্রফেসর সৈয়দ জাফর আলী প্রমুখ।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
পাকিস্তানে মাইক্রোবাসে বন্দুক হামলায় নিহত ৩৮
রুয়েটে ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ৮ ফেব্রুয়ারী
মার্সেল ফ্রিজ কিনে গাড়ি পেলেন ঢাকার আনিসুর রহমান
বিএনপি ক্ষমতায় এলে গণমাধ্যম হবে মুক্ত বিহঙ্গের মতো : খোকন
শহীদদের রক্তের সঙ্গে যাতে বেঈমানি না হয়, সুষ্ঠু নির্বাচনে সর্বশক্তি দিয়ে চেষ্টা থাকবে : নতুন সিইসি
খালেদা জিয়াকে ১২ বছর সেনাবাহিনী থেকে দূরে রাখা হয়েছে : মির্জা ফখরুল
সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস ফিরে আনতে হবে -আল-কাউসার পরিষদ বাংলাদেশ
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে ছাত্র আন্দোলনের নেতাদের কুশল বিনিময়
নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আইসিসি
শিখ নেতা হত্যা, মোদীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ কানাডার
দলীয় ভিত্তিতে প্রশাসন সাজিয়ে কেউ ক্ষমতায় আসতে পারবে না: এ এম এম বাহাউদ্দীন
আদানির সঙ্গে জড়িত মোদিও: রাহুল গান্ধী
আইসিসির প্রধান কৌঁসুলি ২৫ নভেম্বর ঢাকায় আসছেন
সোহেল-টুকু-হেলালসহ খালাস পেলেন বিএনপির ২২ নেতাকর্মী
ইরানে উদ্ভাবনে নারীদের অবদান ২৪ শতাংশের বেশি
প্রকাশায় ৯৩ শতাংশ নকল করেও পদোন্নতি পান রাবি অধ্যাপক সাহাল উদ্দিন
বোরহানউদ্দিনে নিখোঁজের দুই ঘন্টা পর লেবু বাগানে মিললো শিশুর লাশ
নাবালক ছাত্রের সঙ্গে জবরদস্তি যৌন সঙ্গম, ৩০ বছরের জেল শিক্ষিকার
সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রতিনিধি দলের অংশগ্রহণ
মার্কিন সংসদের নারী শৌচাগার ব্যবহার করতে পারবেন না রূপান্তরকামী এমপি