মেজর হাফিজ ও ডা. জাহিদকে ইউট্যাবের অভিনন্দন
১৭ আগস্ট ২০২৪, ১২:০৬ এএম | আপডেট: ১৭ আগস্ট ২০২৪, ১২:০৬ এএম
বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় মেজর (অব.) এম হাফিজ উদ্দিন আহমেদ ও অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)। শুক্রবার (১৬ আগস্ট) ইউট্যাবের প্রেসিডেন্ট অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান এক বিবৃতিতে বলেন, বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম হচ্ছে জাতীয় স্থায়ী কমিটি। সাবেক সেনা কর্মকর্তা ও বরেণ্য ফুটবলার মেজর (অব.) এম হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ও স্বনামধন্য চিকিৎসক বিশিষ্ট পেশাজীবী নেতা অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত করায় তাদেরকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। এজন্য বিশেষভাবে ধন্যবাদ জানাই বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। এরআগে জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ছিলেন হাফিজ উদ্দিন আহমেদ ও এজেডএম জাহিদ হোসেন।
ইউট্যাবের শীর্ষ দুই নেতা বলেন, যে দুইজনকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত করা হয়েছে তারা দুইজনই নিজ নিজ গুণে গুণান্বিত এবং অভিজ্ঞ। হাফিজ উদ্দিন আহমেদ একজন সেনা কর্মকর্তা, রণাঙ্গনের বীরমুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য তাকে বীরবিক্রম উপাধি লাভ করেন। ১৯৬৭ সাল থেকে ১৯৭০ সাল পর্যন্ত পাকিস্তান জাতীয় ফুটবল দলের খেলোয়ার ছিলেন। পাকিস্তান জাতীয় ফুটবল দলের অধিনায়কও ছিলেন। এছাড়াও ঢাকা মহামেডান স্পোর্টিং ক্লাব, ঢাকা বিশ্ববিদ্যালয় ও সম্মিলিত বিশ্ববিদ্যালয় দলের অধিনায়কত্ব করেন। খালেদা জিয়ার সরকারের মন্ত্রী ছিলেন। ভোলা-৩ আসন থেকে তিনি একটানা ৬ বার জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। সবমিলিয়ে তার অভিজ্ঞতার ঝুড়ি অনেক ভারী।
অন্যদিকে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন পেশায় একজন চিকিৎসক। তিনি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন এবং ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) মহাসচিব ছিলেন। বর্তমানে তিনি সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। একইসঙ্গে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে যে বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড রয়েছে তারও অন্যতম সদস্য তিনি। তারও অভিজ্ঞতা কম নয়।
নেতৃদ্বয় বলেন, আমরা আশা করি স্বৈরাচার ও ফ্যাসিস্ট শেখ হাসিনা মুক্ত নতুন বাংলাদেশে হাফিজ উদ্দিন আহমেদ ও ডা. জাহিদ হোসেনের অভিজ্ঞতা ও রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে বিএনপি আরও সুসংহত হবে। একইসঙ্গে তাদের সুচিন্তিত মতামত দেশকে এগিয়ে নিতে সহায়ক ভুমিকা পালন করবে বলে আমরা দৃঢ় বিশ্বাস করি। পরিশেষে তাদের দুইজনকে আবারও শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। একইসঙ্গে সুস্থাস্থ্য কামনা করি।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
পাংশায় মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে
শফিক রেহমান-রহমান মুরুব্বী এক্সপোজড
রাজবাড়ী-কুষ্টিয়া রুটে বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা
মেহেরপুর জেলা বিএনপির নেতাদের বাগোয়ান বাসীর সংবর্ধনা
জনগণের ওপর অর্থনৈতিক চাপ সৃষ্টির সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন
কৃষির সাথে যেমন কৃষকের সম্পর্ক তেমনি দেশের জনগনের সাথে বিএনপির সম্পর্ক : শামীম তালুকদার
৪২ চার ও ১৬ ছক্কায় অপরাজিত ৩৪৬!
কুমারখালীতে টিসিবির পণ্য বিতরণে অনিয়মের অভিযোগে বিক্ষোভ
দেশের ৬০ ভাগ মানুষ কৃষির সাথে সম্পৃক্ত থাকলেও কৃষকের স্বার্থে কোনো সংগঠন গড়ে ওঠেনি'
নিজের বিয়ে নিয়ে কি বললেন পড়শী
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সীমান্ত হত্যায় ব্যবহৃত চাকুসহ আরো এক আসামী গ্রেফতার
সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও ৬০ দিন বাড়লো
৪২ মিনিটেই নেইমারের আয় ১০১ মিলিয়ন ইউরো
ফেব্রুয়ারিতে পার্স-২ স্যাটেলাইট উৎক্ষেপণ করবে ইরান
মাগুরায় পিলখানা হত্যাকান্ডে হত্যাকারী ও পরকল্পনাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন
কসাই থেকে নদীখেকো জাফর
পাঁচ দেশে বাংলাদেশ দূতাবাসের পাঁচ কর্মকর্তা প্রত্যাহার
ফ্যাসিবাদের চোখ রাঙানি উপেক্ষা করে সক্রিয় ছিল ইবি ছাত্রদল
সামনের বর্ষায় ঘাসে ঢাকা হবে রাজধানীর অনাবৃত সড়ক বিভাজন: উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
মাদারীপুরে ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্যদের ৩ দফা দাবিতে মানববন্ধন