ঢাবির হলে গণপিটুনিতে হত্যার ঘটনায় তোলপাড়
১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩২ পিএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩২ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে গণপিটুনির শিকার হয়ে তোফাজ্জল নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে।
এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িতের অভিযোগে গণধোলাইয়ের শিকার হয়ে মারা গেছেন শামীম মোল্লা নামে আরেকজন।
এই দুটি ঘটনাই ঘটেছে একইদিনে। এ ঘটনায় ব্যাপক তোলপাড় শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। দেশ সেরা দুই বিশ্ববিদ্যালয়ে এমন মর্মান্তিক ঘটনায় তীব্র সমালোচনা ও প্রতিবাদের ঝড় উঠেছে নেট দুনিয়ায়। অনতিবিলম্বে মবজাস্টিস বন্ধ ও দায়ীদের বিচারের আওয়ায় আনার দাবি জানিয়েছেন নেটিজেনরা।
এর আগে, বুধবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় চোর সন্দেহে এক ব্যক্তিকে আটক করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থীরা। ওই ব্যক্তিকে কয়েক দফায় মারধরের পর রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের নাম তোফাজ্জল (৩০)। তার বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলি ইউনিয়নে। তিনি মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
হলের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, সন্ধ্যায় হলে ক্রিকেট টুর্নামেন্ট চলছিল। এমন সময় হঠাৎ তোফাজ্জল নামে যুবক হলে প্রবেশ করলে শিক্ষার্থীরা দুপুরে ছয়টি মোবাইল চুরির ঘটনায় চোর সন্দেহে মূল ভবনের অতিথি কক্ষে নিয়ে তাকে মারধর ও জেরা করতে থাকে। একপর্যায়ে, তাকে নিয়ে হল ক্যানটিনে খাওয়ানো হয়। এরপর এক্সটেনশন ভবনের অতিথি কক্ষে নিয়ে দ্বিতীয় দফায় বুক, পিঠ, হাত ও পায়ে ব্যাপক মারধর করেন একদল শিক্ষার্থী।
মারধরের ফলে ওই যুককের পা থেকে রক্ত বের হতে থাকে। এরপর রাত পৌনে ১০টার দিকে ফের মূল ভবনের অতিথিকক্ষে নিয়ে মারধর করা হয়। এরপর ১০টার দিকে প্রক্টোরিয়াল মোবাইল টিমের সদস্যরা এলে মারধরকারীরা তাকে তাদের হাতে তুলে দিতে অস্বীকৃতি জানান। পরে কিছু শিক্ষার্থী ও কয়েকজন হাউস টিউটরের সহায়তায় তাকে প্রথমে শাহবাগ থানায় এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পরের দিন ভোরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদসহ কয়েকজন সহকারী প্রক্টর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও ফজলুল হক হল পরিদর্শন করে বিস্তারিত খোঁজখবর নেন এবং হল প্রশাসনকে ঘটনায় জড়িতদের বৃহস্পতিবারের মধ্যে চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন। এ ছাড়া এ ঘটনায় নিহতের পরিবারের কেউ না থাকায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।
অন্যদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১৬ জুলাই রাতে শিক্ষার্থীদের ওপর হামলার সঙ্গে জড়িত ৩৯তম ব্যাচের শিক্ষার্থী ও সাবেক ছাত্রলীগ নেতা শামীম আহমেদ ওরফে শামীম মোল্লাকে গণধোলাই দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির হাতে তুলে দেয় শিক্ষার্থীরা। পরে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়। ছাত্রলীগের সাবেক এই নেতার বিরুদ্ধে আগে মাদক কারবার, জমিদখল, অস্ত্র ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে।
এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক এক ছাত্রলীগ নেতাকে গণপিটুনিতে হত্যা করা হয়। মব জাস্টিসের এ ধরণের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ ধরণের ঘটনা বন্ধে সামাজিত প্রতিরোধ তৈরির পাশাপাশি বিচারে দাবি জানাচ্ছেন তারা।
আব্দুল কাহির ফেসবুকে লিখেছেন, গত রাতে দুটি বিশ্ব বিদ্যালয়ে দুটি মানুষকে বিচার বহির্ভূত হত্যার সাথে যারাই জড়িত থাকবে তারাই খুনি।খুনি মানে খুনি।আওয়ামীলীগ করুক!বিএনপি করুক।জামায়াত ইসলাম করুক।মেধাবী, সমন্বয়ক যেই হোক সে খুনি। একই ভাবে তাকে বিচারের সম্মুখীন করে প্রকাশ্যে শাস্তি দিতে হবে।
মাহফুজুর রহমান নামে এক সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, ‘কতটুকু আঘাত করলে একটা মানুষের দেহ থেকে প্রাণ চলে যায়! ঢাবি-জাবি দুই জায়গাতেই সেইম কাজ করলেন! আবার নিজেদের শিক্ষার্থী হিসেবে দাবি করেন। বিশ্ববিদ্যালয় সু-শিক্ষার জায়গা, আপনাদের মতো কুলাঙ্গার তৈরির জায়গা না। একটা মানুষকে হত্যা করে হল ছেড়ে চলে যাচ্ছেন, পারলে দুনিয়া থেকে চলে যান। কিছুটা হলেও আবর্জনা মুক্ত হবে।’
‘আগে চান্স পেয়ে দেখান’ শীর্ষক লাইনের চান্স পেয়ে অংশ কেটে ‘আগে মানুষ হয়ে দেখান’ লিখে তৈরি করা একটি ছবি অনেকেই শেয়ার করেছেন।
নিহত তোফাজ্জলের খাবারের ভিডিও শেয়ার করে রাজিবুল হাসান রোকন লিখেন, ‘মারবিই যখন আপ্যায়ন কেন করলি? নিহত তোফাজ্জল ছিলেন মানসিকভাবে অসুস্থ এবং এই পৃথিবীতে তার বাবা-মা, ভাই-বোন কেউ ছিল না।’
মোঃ শিমুল লিখেছেন, ওই স্থানে উপস্থিত প্রত্যেকটা ব্যক্তিকে পুলিশের সুপার্দ করে বিচারের আওতায় আনতে হবে, যে বসে বসে দেখেছে, যে ভিডিও করছে, যে দাঁড়িয়েছিল, যে সরাসরি আঘাত করছে সবাইকে।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
আরও পড়ুন
গাজায় টেলিকম সেবা বন্ধের আশঙ্কা , জ্বালানি সংকটে জরুরি সেবা বিপর্যস্ত
সিরিয়ায় আসাদ অনুগত কর্মকর্তার জনসম্মুখে মৃত্যুদণ্ড কার্যকর
ঘণকুয়াশায় আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরি সার্ভিস বন্ধ
ইয়েমেনে বিদ্যুৎ কেন্দ্র-বন্দরে ইসরায়েলি যুদ্ধবিমানের হামলা
ইসরায়েলি বিমান হামলায় গাজায় নিহত আরও ২১,মানবিক বিপর্যয় চরমে
ফেনীর মহিপালে এক শিশুসহ ৭ রোহিঙ্গাকে আটক
টানা তৃতীয় মেয়াদে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হলেন মাদুরো, নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তামিম ইকবাল
আলোচিত ওয়ান-ইলেভেনের ১৮ বছর আজ
মেসির সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন সেই সাংবাদিক
দেশের মানুষ হাসিনার ফাঁসি চায় :ভোলায় সারজিস আলম
জীবনযাত্রা ব্যয় আরো বাড়তে পারে
সাবেক ওসি শাহ আলমকে ধরতে সারা দেশে রেড অ্যালার্ট
মনে হচ্ছে পারমাণবিক বোমা ফেলা হয়েছে লস অ্যাঞ্জেলেসে
খালেদা জিয়ার চিকিৎসা ভালোভাবেই হচ্ছে
চাল ও মুরগির বাজার অস্থিতিশীল
সামরিক খাতে বাংলাদেশকে সহায়তা করতে চায় তুরস্ক
মানুষ জবাই করা আর হাত-পা ভেঙে দেয়ার নাম তাবলিগ নয় :জুমার খুৎবা-পূর্ব বয়ান
মুজিব কোট এখন ‘বাচ্চাদের পটি’
সীমান্তে প্রতিরোধ ব্যূহ