ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির আহ্বায়ক সাইফুল আলম
৩০ নভেম্বর ২০২৪, ০৭:১৯ পিএম | আপডেট: ৩০ নভেম্বর ২০২৪, ০৭:১৯ পিএম
ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন মো. সাইফুল আলম। এ ছাড়া ২৬ সদস্য বিশিষ্ট এই কমিটিতে যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হয়েছেন এম এ বাতেন, আক্তারুজ্জামান বাবুল, এ এস এম আহম্মেদ খোকন, অধ্যাপক ইকবাল হোসেন ও আলমগীর কবির।
শনিবার ঢাকার রমনায় সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে এক তলবী সভায় এই কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন হাজী বকুল খান। সভায় শ্রম অধিদপ্তরের ঢাকা বিভাগীয় শ্রম দপ্তরের উপ পরিচালক মো. হাফেজ আহাম্মদ মজুমদার, সহকারী পরিচালক মো. আলমগীর হোসাইন, মো. আসাদুজ্জামান, শ্রম কর্মকর্তা মো. নাজিম উদ্দিন উপস্থিত ছিলেন। এ ছাড়া সভায় ঢাকা শহর ও শহরতলীর পরিবহন খাতের নীতিনির্ধারক, বিভিন্ন রুট কমিটির মালিক ও নেতারা উপস্থিত ছিলেন। তাদের সবার সর্বসম্মতিক্রমে আগের কমিটি বাতিল করে নতুন এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়। যাতে আগামী এক মাসের মধ্যে গঠনতন্ত্র অনুযায়ী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা যায়।
সভার শুভেচ্ছা বক্তব্য দেন কাউন্সিলর কাজী জোবায়ের মাসুদ। তিনি বলেন, ৫ আগস্ট বিপ্লবের পর দেশের গোটা পরিবহন খাতে সীমাহীন নৈরাজ্য ও বিশৃঙ্খলা দেখা দেয়। আগের কমিটির কেউ পালিয়ে দেশ ছেড়ে, কেউ দেশেই আত্মগোপনে রয়েছে। এর কুপ্রভাব পড়ে পরিবহন খাতে। বিশেষ করে সড়কে যানজট, দুর্ঘটনা ও গাড়ির সিরিয়াল নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়ে। সে জন্যই সমিতির গঠনতন্ত্র অনুযায়ী আহ্বায়ক কমিটি গঠন ও আগের কমিটি বাতিলের প্রস্তাব দেন তিনি।
এ সময় সভায় উপস্থিত সবাই কাউন্সিলর কাজী জোবায়ের মাসুদের প্রস্তাব দুটি সর্বসম্মতিক্রমে সমর্থন ও অনুমোদন করেন। পরে আরেক কাউন্সিলর কামরুল হাসান রিপন ২৬ সদস্যের আহ্বায়ক কমিটির নাম প্রস্তাব করেন। আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন সাইদুর রহমান বাবু, জাহিদ আল লতিফ খোকা, মীর আমিরুজ্জামান, কাজী জোবায়ের মাসুদ, এইচ আর সিদ্দিকী সাজু, এমরান হোসেন, মনির আহমেদ, রফিক উদ্দিন ভূঁইয়া, তানভীর রানা, ইকবাল হাশেম খান, কামরুল হাসান রিপন, গোলাম জিলানী চৌধুরী টিপু, মোক্তার হোসেন নিপা, এম এ মালেক, জাহাঙ্গীর সিকদার, সৈয়দ রেজাউল করিম, তোবারক হোসেন, শওকত হোসেন, হুমায়ূন আহমেদ ও জাকির হোসেন।
প্রস্তাবিত আহ্বায়ক কমিটিকে উপস্থিত সব কাউন্সিলর, মালিকেরা সর্বসম্মতিক্রমে অনুমোদন করেন। এ সময় নব-গঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক মো. সাইফুল আলম সভায় শুভেচ্ছা বক্তব্য দেন। তিনি দেশের পরিবহন খাতে যুগান্তকারী পরিবর্তন ও সংস্কারের মাধ্যমে সব বৈষম্য, চাঁদাবাজি ও অরাজকতা দূর করার জন্য সবার সহযোগিতা কামনা করেন।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ইউসুফ (আঃ)- এর সমাধিতে নিয়ে গেল ইসরাইলি সেনারা
কাকরাইলে সাদপন্থিদের জমায়েত নিষিদ্ধ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়
ইয়েমেনে হামলার সময় বিমানবন্দরে ছিলেন ডব্লিউএইচওর প্রধান
ইসরায়েলি হামলায় ইয়েমেন ও গাজায় ব্যাপক প্রাণহানি
হেলিকপ্টারে সফর নিয়ে বিতর্ক, ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ
কুমিল্লায় ছুরিকাঘাতে যুবক খুন
সচিবালয়ে আগুন: সংগ্রহ করা হলো সিসিটিভি ভিডিও
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে বাশার আল-আসাদের স্ত্রী আসমা
টেস্ট ক্যারিয়ারের রেকর্ডময় ৩৪তম সেঞ্চুরি পূর্ণ করলেন স্মিথ
জাহাজে ৭ খুন : লাগাতার কর্মবিরতিতে পণ্যবাহী নৌযান শ্রমিকেরা
লেস্টার সিটিকে হারিয়ে ধরাছোঁয়ার বাইরে লিভারপুল
ফের্নন্দেসের লাল কার্ডের দিনে ফের হারল ইউনাইটেড
শেষের গোলে জিতে চেলসির জয়রথ থামাল ফুলহ্যাম
পরলোকে সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং: ভারতে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
কালীগঞ্জে রাঙ্গামাটিয়া ধর্মপল্লীর সংবাদ সম্মেলন
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা তৈরিতে সমন্বয় সভা অনুষ্ঠিত
মিসরে প্রেসিডেন্ট সিসির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ
কুর্দি যোদ্ধাদের ভয়ঙ্কর হুঁশিয়ারি এরদোগানের
৩৫শ’ এজেন্টের অধিকাংশই গুজরাটের পাচারকারী
৫ সাংবাদিককে হত্যা করল ইসরাইল বিমান