সি-িকেটের কারণে জনশক্তি খাত ধ্বংসের দ্বারপ্রান্তে
সি-িকেট চক্রের অনৈতিক কর্মকা-ে জনশক্তি রফতানিকারকরা ইমেজ শূন্যতায় ভুগছেন। জনশক্তি রফতানিকারকরা রেমিট্যান্স আয়ের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে উল্লেখযোগ অবদান রাখছেন। সি-িকেট চক্র মালয়েশিয়াগামী কর্মীদের কাছ থেকে সাড়ে চার লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। সি-িকেটের কারণে জনশক্তি খাত আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। মালয়েশিয়া সি-িকেটের গডফাদার শত শত কোটি টাকা বিদেশে পাচার করেছেন। বর্হিবিশ্বে সি-িকেটমুক্ত শ্রমবাজার চালু রাখতে হলে বৈধ রিক্রুটিং এজেন্সির উন্মুক্ত সুযোগ নিশ্চিত...