সীমান্তে হত্যাকাণ্ডের প্রতিবাদে প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ
বাংলাদেশ-ভারত সীমান্তে সম্প্রতি বিএসএফ-এর গুলিতে বিজিবি সদস্য হত্যার ঘটনার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ লেবার পার্টি।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেন, ‘সীমান্তে বিএসএফ নির্বিচারে বাংলাদেশি নাগরিকদের হত্যা করছে। এই হত্যাকাণ্ড বন্ধে বাংলাদেশ সরকারের ভূমিকা রহস্যজনক। নতজানু পররাষ্ট্রনীতির কারণে সরকার প্রতিবাদ করতে পারছে না।...