অভিবাসীতে কানাডায় জনসংখ্যা বৃদ্ধির রেকর্ড
২৩ মার্চ ২০২৩, ১১:৩৬ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০৩:০৪ এএম
কানাডায় সম্প্রতি জনসংখ্যা বৃদ্ধি রেকর্ড ছুঁয়েছে। এর পেছনে অভিবাসন প্রক্রিয়া দায়ী বলে উল্লেখ করেছে কানাডা সরকার। দেশটির সরকারি আদমশুমারি সংস্থা স্ট্যাটিস্টিকস কানাডা বুধবার বলেছে, গত বছর ১০ লাখেরও বেশি মানুষকে নথিভুক্ত করা হয়েছে। ফলে কানাডার জনসংখ্যা এখন ৩ কোটি ৯৫ লাখ ছাড়িয়েছে।
স্ট্যাটিস্টিকস কানাডার বরাত দিয়ে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, কানাডার ইতিহাসে এর আগে মাত্র এক বছরে ১০ লাখ মানুষ কখনোই বাড়েনি। হাঙ্গেরি বিপ্লবের পর ইউরোপ থেকে অসংখ্য শরণার্থী এসে ১৯৫৬ সালে একবার কানাডার জনসংখ্যা ৩ দশমিক ৩ শতাংশ বেড়ে গিয়েছিল। সম্প্রতি বিদেশ থেকে আসা নতুন নাগরিক ও আন্তর্জাতিক অভিবাসননীতির কারণে কানাডায় জনসংখ্যা বৃদ্ধির হার ৯৬ শতাংশ পর্যন্ত বেড়েছে। গতকাল কানাডায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। সেখানে দুই দেশের নেতার সীমান্ত নিয়ে আলোচনার কথা রয়েছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের অন্যান্য উন্নত দেশ যেখানে জনসংখ্যা বৃদ্ধির ধীরগতি দেখছে, সেখানে জি-৭ দেশগুলোর মধ্যে কানাডা জনসংখ্যা বৃদ্ধির উচ্চহার দেখছে। ২০২২ সালে ৩৯ হাজারেরও বেশি আশ্রয়প্রার্থী অনানুষ্ঠানিক উপায়ে কানাডায় পৌঁছেছে। ট্রুডো সরকারের উদারনীতির কারণে কানাডায় অনিবন্ধিত অভিবাসীর সংখ্যা বেড়েছে। দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, ‘সেফ থার্ড কান্ট্রি ডিল’ নামে যে চুক্তি রয়েছে, সেটি সংস্কার করতে হবে। তা না হলে অনানুষ্ঠানিক উপায়ে কানাডায় অভিবাসী পৌঁছানো ঠেকানো যাবে না।
২০১৫ সালে ক্ষমতায় আসার পর ট্রুডো সরকার নতুন অভিবাসীদের আশ্রয় দেয়ার লক্ষ্যমাত্রা দ্বিগুণ করেছ। গত বছর রেকর্ড ৪ লাখ ৩৭ হাজার ১৮০ জন অভিবাসী কানাডায় এসেছে। কানাডায় শিক্ষা ভিসা গ্রহণের পরিমাণও বেড়েছে। গত বছর দেশটিতে ৬ লাখ ৭ হাজার ৭৮২ জন শিক্ষার্থী ভিসা অথবা নন পারমানেন্ট রেসিডেন্ট গ্রান্ট নিয়ে এসেছেন। এ ছাড়া রুশ আগ্রাসনের কারণে ইউক্রেন থেকেও হাজার হাজার শরণার্থী কানাডায় আশ্রয় নিয়েছে।
এদিকে আফগানিস্তানে অস্থিতিশীল পরিস্থিতির কারণে আফগান নাগরিকদের জন্যও ভিসা সহজ করেছে কানাডা সরকার। স্ট্যাটিস্টিকস কানাডা এক বিবৃতিতে জানিয়েছে, কানাডায় চাকরির শূন্যপদের উচ্চহার ও শ্রম ঘাটতির কারণে অভিবাসন প্রক্রিয়া সহজ করা হয়েছে। এ কারণে জনসংখ্যা বৃদ্ধির হার বেড়েছে। জনসংখ্যা বাড়ার কারণে কোনো কোনো অঞ্চলে আবাসন, অবকাঠামো, পরিবহন ও অন্যান্য নাগরিক সুবিধা নিরবচ্ছিন্নভাবে নিশ্চিত করা কঠিন হতে পারে কানাডা সরকারের জন্য। সূত্র : আল-জাজিরা।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
সচিবালয়ে আগুন: সংগ্রহ করা হলো সিসিটিভি ভিডিও
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে বাশার আল-আসাদের স্ত্রী আসমা
টেস্ট ক্যারিয়ারের রেকর্ডময় ৩৪তম সেঞ্চুরি পূর্ণ করলেন স্মিথ
জাহাজে ৭ খুন : লাগাতার কর্মবিরতিতে পণ্যবাহী নৌযান শ্রমিকেরা
লেস্টার সিটিকে হারিয়ে ধরাছোঁয়ার বাইরে লিভারপুল
ফের্নন্দেসের লাল কার্ডের দিনে ফের হারল ইউনাইটেড
শেষের গোলে জিতে চেলসির জয়রথ থামাল ফুলহ্যাম
পরলোকে সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং :ভারতে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
কালীগঞ্জে রাঙ্গামাটিয়া ধর্মপল্লীর সংবাদ সম্মেলন
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা তৈরিতে সমন্বয় সভা অনুষ্ঠিত
মিসরে প্রেসিডেন্ট সিসির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ
কুর্দি যোদ্ধাদের ভয়ঙ্কর হুঁশিয়ারি এরদোগানের
৩৫শ’ এজেন্টের অধিকাংশই গুজরাটের পাচারকারী
৫ সাংবাদিককে হত্যা করল ইসরাইল বিমান
তুষারপাতে অচল হিমাচল দুই শতাধিক রাস্তা বন্ধ
ক্রিপ্টো রিজার্ভ গড়বেন ট্রাম্প?
মোজাম্বিকে কারাদাঙ্গায় নিহত ৩৩, পলাতক ১৫০০ কয়েদি
গাজায় যুদ্ধবিরতি বিলম্বে পাল্টাপাল্টি দোষারোপ হামাস-ইসরাইলের
পাকিস্তানে সড়ক অবরোধে শতাধিক শিশুর প্রাণহানি
আফগানিস্তানে ৭১ সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তান