ঢাকা   শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ | ৬ আশ্বিন ১৪৩১

বান্দরবানের রোয়াংছড়িতে দুই গ্রুপে সংঘর্ষে নিহত ৮

Daily Inqilab স্টাফ রিপোর্টার, বান্দরবান থেকে

০৭ এপ্রিল ২০২৩, ১১:৫৮ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০৮:১৮ পিএম

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার শসস্ত্র সন্ত্রাসীদের দুই গ্রুপের দফায় দফায় গোলাগুলিতে ৮ জন নিহত হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার খামতাং পাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গত রাত ৮টা থেকে ভোর পর্যন্ত খামতাং পাড়ায় থেমে থেমে দুই শসস্ত্র গ্রুপ কুকি-চীন (কেএনএফের) এবং (ইউপিডিএফ সংস্কার) মধ্যে দফায় দফায় গোলাগুলি চলে। পরে গতকাল শুক্রবার সকালে ঘটনাস্থলে শসস্ত্র পোশাক পরিহিত ৮টি গুলিবিদ্ধ লাশ মাটিতে পড়ে থাকা অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। নিহতদের পোশাক দেখে ধারণা করা হচ্ছে, নিহতরা সবাই কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর শসস্ত্র শাখা কুকি চীন ন্যাশনাল আর্মি (কেএনএ) এর সদস্য। তাদের কাছে ভারি অস্ত্র থাকলেও তা বিরোধী শসস্ত্র গ্রুপের সদস্যরা নিয়ে গেছে। স্থানীয়দের অনেকেই বলেছেন, কেএনএফের সাথে ইউপিডিএফ ও জেএসএসের মধ্যে গুলাগুলিতে ৮ জন নিহত হয়। চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটিয়েছে।

রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খোরশেদ আলম চৌধুরী জানান, গত বৃহস্পতিবার রাতে কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর দুই গ্রুপের গোলাগুলিতে নিহতরা সবাই খ্যায়াং সম্প্রদায়ের। ঘটনার পর সেখানে লাশ উদ্ধারের জন্য সেনা বাহিনীর সদস্য ও পুলিশ পাঠানো হয়।

এদিকে প্রশাসন নিহতের সংখ্যা ৮ জন দাবি করলেও গতকাল সকালে কেএনএফ দাবি করে, নিহতের সংখ্যা ৭ জন। সংস্কার পন্থী গ্রুপ এই ঘটনা ঘটিয়েছে। ঘটনায় নিহতরা হলেন, ভান দু বম, সাং খুম, সান ফির থাং বম, বয় রেম বম, জাহিম বম, লাল লিয়ান ঙাক বম, লাল ঠা জার বম। নিহতদের ৬ জন উপজেলার জুরভারাং পাড়া এবং একজন পানখিয়াং পাড়ার বাসিন্দা, তারা বম সম্প্রদায়ের।

বান্দরবানে সন্ত্রাসী কার্যক্রম বাড়ার প্রসঙ্গে পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, অপরাধী গ্রেফতারে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। রোয়াংছড়ি থানার ওসি আবদুল মান্নান বলেন, নিহতদের লাশ ময়নাতদন্ত্রের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ দিকে খ্যায়াং সম্প্রদায়ের ৭০টি পরিবার চরম আতঙ্কে এলাকা ছেড়েছে সেনাবাহিনী কাম্পে অবস্থান করছে। সেনাবাহিনী ও পুলিশ এলাকায় টহল জোরদার করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০২০ সালের ৭ জুলাই সকালে সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের বাঘমারা বাজার পাড়ায় সন্ত্রাসীদের গুলিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস সংস্কার) এর জেলা শাখার সভাপতি রতন তঞ্চঙ্গ্যা, সহ-সভাপতি প্রজিত চাকমাসহ ৬ জন নিহত হওয়ার পর এই প্রথম ৮ জন একসাথে নিহত হওয়ার ঘটনা ঘটে। ঘটনার পর থেকে উপজেলাটিতে চরম আতঙ্ক বিরাজ করছে।

আরো জানা গেছে, গত ১২ মার্চ কুকি-চীন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর সশস্ত্র সন্ত্রাসী দল অতর্কিত গুলিবর্ষণ করে। এ ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর মাস্টার ওয়ারেন্ট অফিসার নাজিম উদ্দিন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে এবং দুই সেনা সদস্য আহত হয়। গত ১৫ মার্চ রুমা উপজেলার কেওক্রাডং এলাকায় সীমান্ত সড়কের কাজ দেখতে যান অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট আনোয়ার হোসেন। এ সময় ট্রাক চালক মো. মামুন ও শ্রমিক আব্দুর রহমানকে অপহরণ করে কেএনএফ। দুইজনকে ছেড়ে দেওয়া হলেও ১৫ দিন পর অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট আনোয়ার হোসেনকে মুক্তি দেওয়া হয়।

প্রসঙ্গত, ১৯৯৭ সালের ২ ডিসেম্বর পাহাড়ে শান্তি প্রতিষ্ঠার লক্ষে সরকার পার্বত্য চুক্তি সম্পাদন করলে তিন পার্বত্য জেলার মধ্যে সবচেয়ে শান্তিপূর্ণ জেলা হিসাবে বিবেচিত হতো বান্দরবান। কিন্তু ২১ সাল থেকে জেএসএস, জেএসএস সংস্কার, ইউপিডিএফ, ইউপিডিএফ সংস্কার, মগ পার্টি ও কেএনএফ এর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তিন জেলার মধ্যে সবচেয়ে অশান্ত জেলা এখন বান্দরবান। জেলাটিতে ফের শান্তি ফিরবে, বাঙালীসহ ১১টি জাতীগোষ্ঠির মধ্যে সম্প্রিতি বজায় থাকবে এমন আশা এলাকাবাসীর।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান উপদেষ্টা নাহিদের

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান উপদেষ্টা নাহিদের

মালয়েশিয়া আন্তর্জাতিক হালাল শোকেসের ২০তম আসরে বাংলাদেশের অংশগ্রহণ

মালয়েশিয়া আন্তর্জাতিক হালাল শোকেসের ২০তম আসরে বাংলাদেশের অংশগ্রহণ

ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠেছে পরাজিত শক্তি

ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠেছে পরাজিত শক্তি

শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন কাল

শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন কাল

‘মব জাস্টিস’ বন্ধের আহ্বান বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের

‘মব জাস্টিস’ বন্ধের আহ্বান বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের

সাত দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ

সাত দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ

গৌরনদীর দই, একবার খাইলেও আর একবার খাই

গৌরনদীর দই, একবার খাইলেও আর একবার খাই

নোয়াখালীতে জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধের দাবি

নোয়াখালীতে জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধের দাবি

স্বর্ণের দাম বেড়ে রেকর্ড ২,৬০৯ ডলার ছাড়িয়েছে

স্বর্ণের দাম বেড়ে রেকর্ড ২,৬০৯ ডলার ছাড়িয়েছে

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ ও বিচার দাবিতে খুলনায় মানববন্ধন

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ ও বিচার দাবিতে খুলনায় মানববন্ধন

গাজায় অব্যাহত ইসরাইলি গণহত্যা ওআইসির নেতারা চেয়ে চেয়ে দেখছেন

গাজায় অব্যাহত ইসরাইলি গণহত্যা ওআইসির নেতারা চেয়ে চেয়ে দেখছেন

চাঁদপুর শহরে সড়ক সংস্কার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

চাঁদপুর শহরে সড়ক সংস্কার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া প্রসঙ্গে

সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া প্রসঙ্গে

নোয়াখালীতে ৪৪ দিন পর লাশ উত্তোলন

নোয়াখালীতে ৪৪ দিন পর লাশ উত্তোলন

ভারতের দোসর ও হাসিনামিডিয়ার প্রশ্নবিদ্ধ ভূমিকা

ভারতের দোসর ও হাসিনামিডিয়ার প্রশ্নবিদ্ধ ভূমিকা

আশাশুনিতে হাজরাখালির নেটপাটায় পানিবন্দি ২শ’ পরিবার

আশাশুনিতে হাজরাখালির নেটপাটায় পানিবন্দি ২শ’ পরিবার

জামায়াত ক্ষমতায় গেলে নারীদের অধিকার খর্ব হবে না: সেলিম উদ্দিন

জামায়াত ক্ষমতায় গেলে নারীদের অধিকার খর্ব হবে না: সেলিম উদ্দিন

গাছে গাছে আফ্রিকান জায়ান্ট শামুক

গাছে গাছে আফ্রিকান জায়ান্ট শামুক

ঈশ্বরগঞ্জে মহাসড়কে কাঁচাবাজার

ঈশ্বরগঞ্জে মহাসড়কে কাঁচাবাজার

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রসহ আরসা সন্ত্রাসী গ্রেফতার

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রসহ আরসা সন্ত্রাসী গ্রেফতার