ঢাকা   শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ | ৬ আশ্বিন ১৪৩১
লিয়াজোঁ কমিটির বৈঠকে মির্জা ফখরুল

সংঘাত এড়াতে হলে সরকারকে পদত্যাগ করতে হবে

Daily Inqilab স্টাফ রিপোর্টার

০৮ এপ্রিল ২০২৩, ১১:৪৩ পিএম | আপডেট: ২৯ এপ্রিল ২০২৩, ১০:৫৪ এএম

সংঘাত এড়াতে চাইলে সরকারকে পদত্যাগ করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকার যদি চায় যে, সংঘাত এড়িয়ে তারা সামনের দিকে যাবেন তাহলে প্রথম কাজটা করতে হবে বিরোধী দলগুলো যেটা চাচ্ছে সেই দাবি পুরন করতে হবে।

অর্থ্যাৎ পদত্যাগ করে আলোচনার ব্যবস্থা করতে হবে। কারণ ইতোমধ্যে আমরা সবগুলো উইপেন ব্যবহার করেছি। ২০১৮ তে তাদের কথা বিশ্বাস করে আমরা নির্বাচনে গিয়েছিলাম, পরিণতি কি হয়েছে আপনারা দেখেছেন। এখন তো আমরা অনেকদিন ধরেই বলছি যে, আপনারা দয়া করে পদত্যাগ করেন, এরপর তত্ত্বাবধায়ক সরকারের বিষয় নিয়ে কথা বলব- তাহলেই হয়ে যায়।

গতকাল শনিবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয়তাবাদী সমমনা জোটের লিয়াজোঁ কমিটির সাথে বৈঠকের পর বিএনপি মহাসচিব এসব কথা বলেন।
পদত্যাগ না করলে বিএনপি সংলাপে যাবেন কিনা প্রশ্ন করা হলে মির্জা ফখরুল বলেন, তাদেরকে (আওয়ামী লীগ সরকার) বিশ্বাস করার প্রশ্নই উঠতে পারে না। আগে পদত্যাগ করতে হবে তারপরে সংলাপ এবং ঘোষণা দিতে হবে যে আমি পদত্যাগ করব।

বর্তমান জাতীয় সংসদ সম্পূর্ণভাবে অকার্যকর মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, শুক্রবার পার্লামেন্টে অনেকে বক্তৃতায় বললেন যে, দিস ইজ দ্য বেস্ট পার্লামেন্ট। ওখানে তো হিসাব করলে খুঁজে পাবেন না কয়টা মূলতবি প্রস্তুাব ওখানে আছে, কয়টা জনগুরুত্ব সম্পন্ন বিষয় নিয়ে ওখানে দিনের কর্মসূচি মূলতবি করে আলোচনা হয়েছে-খুঁজে পাবেন না এবং যে কথাগুলো জনগণের দাবি হিসেবে উঠে আসে মাঝে-মধ্যে সে বিষয়গুলো নিয়েও ওখানে আলোচনা হয় না।

সংসদের বিশেষ অধিবেশনে প্রেসিডেন্ট মো. আবদুল হামিদের ভাষণে বিষয়ে তিনি বলেন, আমরা প্রেসিডেন্টকে সম্মান করি। কিন্তু সাংবিধানিকভাবেই তার হাতে খুব বেশি ক্ষমতা নেই। আমাদের অতীত তো সুখকর নয়। সুতরাং তিনি সংলাপের জন্য আহবান জানিয়েছেন আপনারা (সাংবাদিকরা) মনে করছেন। আমরা মনে করছি যে, তিনি তার গতানুগতিকভাবে সরকারের লিখে দেয়া যে বক্তব্য সেই বক্তব্য তিনি পাঠ করেছেন। বিএনপির এই নেতা বলেন, তারপরেও আমি বলব যে, ওখানে একটা কথা আছে যেটা আমার ভালো লেগেছে ব্যক্তিগতভাবে, তিনি বলেছেন যে, গণতন্ত্র উন্নয়ন সার্বজনীন হয় না। একথাটা ভালো। আরেকটা কথা তিনি বলেছেন যে, সংঘাত দিয়ে, প্রতিহিংসা দিয়ে কখনো গণতন্ত্র প্র্যাকটিস করা যায় না-এই কথাগুলো ভালো। কিন্তু যারা প্র্যাকটিস করছেন তারা নিঃসন্দেহে বুঝতে পারছে যে, গণতন্ত্রের প্র্যাকটিস তো সেখানে নেই। বরং কি করে গণতন্ত্রকে ধবংস করা যায় সেটা তারা প্র্যাকটিস করছেন।

মির্জা ফখরুল বলেন, সরকারের যে সমস্ত প্রতিষ্ঠানগুলো রয়েছে জনগণকে সেবা দেয়ার ক্ষেত্রে, সেই সব প্রতিষ্ঠানগুলো ফিট না। একটা বিপদজনক শপিং কমপ্লেক্সে কাঠের তৈরি দোকান, অগ্নি নির্বাপনের কোনো ব্যবস্থাই ছিলো না। যাদের দায়িত্ব তারা কিন্ত দায়িত্ব পালন করেনি। পালন না করার কারণ হচ্ছে যে, তাদেরকে কোনো জবাবদিহিতা করতে হয় না। এই সরকারের ভেতরে কোনো জবাবদিহিতা নেই। কারণ তাদের নিজেদেরই জনগণের কাছে জবাবদিহি করতে হয় না। মোট কথা হচ্ছে, সরকারের দায়িত্বজ্ঞানহীনতা, জনগণের প্রতি তাদের উদাসীনতার জন্য সমস্যাগুলো হয়েছে এবং সব কিছুকে গায়ের জোরে চাপানোর যে চেষ্টা সেই চেষ্টা থেকেই এই ঘটনাগুলো ঘটছে। এই আগুন যেটা আপনারা বলছেন, সেই আগুন ঘটেই চলেছে। একাউন্টেবিলিটি তো নেই।

তিনি বলেন, আগুন লাগলো বঙ্গবাজারে। একটা হয়ত রিঅ্যাকশন স্বাভাবিকভাবে কিছু লোকজন আপনার ফায়ার ব্রিগ্রেডের ওপর রেগে যায়, কিছু লোক বোধহয় ফায়ার ব্রিগ্রেডে আক্রমণ করেছে। তার জন্য প্রধানমন্ত্রী নিজে প্রাকাশ্যে বলছেন যে, তাদেরকে সিসিটিভি দিয়ে চিহ্নিত করা হবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে। সহানুভূতি তো দূরে থাক, যে মানুষগুলো নিঃস্ব হয়ে গেছে, পথে পথে কাঁদছে সেই মানুষগুলোর প্রতি সহানূভূতি দূরে থাক সেখানে উল্টো তাদেরকে ধরে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হচ্ছে। এটা প্রতিহিংসা ছাড়া আর কিছু না।

ফায়ার ব্রিগ্রেডের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, বঙ্গবাজার মার্কেট একেবারে ভস্ম হয়ে গেলো, ছাই হয়ে গেলো। তারপরে উনাদের মনে পড়লো যে, আরে গাউসিয়া তো আছে। গাউসিয়া যাওয়া দরকার। একটা দায়িত্বজ্ঞানহীন সরকার, তাদের জনগণের প্রতি কোনো দায়িত্বই নেই, তাদের জবাবদিহিতা নাই কোথাও।

জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়কারী ন্যাশনাল পিপলস পার্টি(এনপিপি) চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদের নেতৃত্বে বৈঠকে ডেমোক্রেটিক লীগ(ডিএল) সাইফুদ্দিন মনি, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার একাংশের খন্দকার লুতফর রহমান, এসএম শাহাদাত, বিকল্পধারা বাংলাদেশ এর অধ্যাপক নুরুল আমিন ব্যাপারী, গণদলের এটিএম গোলাম মাওলা চৌধুরী, বাংলাদেশ ন্যাপের এমএন শাওন সাদেকী, সাম্যবাদী দলের সৈয়দ নুরুল ইসলাম, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির সুকৃতি মন্ডল, এনপিপির মোস্তাফিজুর রহমান মোস্তফা ছিলেন। বিএনপি মহাসচিবের সাথে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান।

এদিকে সন্ধ্যায় রাজধানীর লেডিস ক্লাবে এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) আয়োজিত ইফতার অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যারা জনগণের ভোটে নির্বাচিত নয় তারা কাওয়ার্ড (কাপুরুষ) সরকার। এজন্যই তারা জনগণকে ভয় পায়। তারা জনগণকে দাঁড়াতে দেয়না। কথা বলতে দেয়না। আজকে দেশকে কোন পর্যায়ে নিয়ে গেছে এই সরকার।

তিনি প্রকৌশলী ও পেশাজীবীদের উদ্দেশে বলেন, সুতরাং আর বসে থাকার সুযোগ নেই। আমাদের ১৭ জনকে তারা খুন করেছে। হাজার হাজার লোককে তারা গ্রেপ্তার করেছে। আজকে কেউ ভালো নেই। জেগে উঠতে হবে।
অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ্যাবের সভাপতি ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম রিজুর সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম মহাসচিব একেএম আসাদুজ্জামান চুন্নুর সঞ্চালনায় বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, এ্যাবের মহাসচিব আলমগীর হাছিন আহমেদের, সিনিয়র সহ-সভাপতি প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মো. মোস্তাফা-ই-জামান সেলিম (সিআইপি), প্রকৌশলী আব্দুল সোবহান, ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ, সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী, সৈয়দ আবদাল আহমদ, আব্দুল হাই শিকদার, অধ্যাপক লুৎফর রহমান, শিক্ষক কর্মচারী ঐক্যজোটের অধ্য সেলিম ভুঁইয়া প্রমুখ। অনুষ্ঠানে মুনাজাত পরিচালনা করেন ওলামা দলের আহ্বায়ক মাওলানা শাহ মোহাম্মদ নেছারুল হক।###


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ফিরেই গোলের দেখা পেলেন রোনালদো,নাসেরের সহজ জয়

ফিরেই গোলের দেখা পেলেন রোনালদো,নাসেরের সহজ জয়

কোহলি রিভিউ না নেওয়ার যে কারণ জানালেন সঞ্জয় মাঞ্জরেকার

কোহলি রিভিউ না নেওয়ার যে কারণ জানালেন সঞ্জয় মাঞ্জরেকার

মাঠের বাইরে নতুন পরিচয়ে মেসি

মাঠের বাইরে নতুন পরিচয়ে মেসি

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান উপদেষ্টা নাহিদের

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান উপদেষ্টা নাহিদের

মালয়েশিয়া আন্তর্জাতিক হালাল শোকেসের ২০তম আসরে বাংলাদেশের অংশগ্রহণ

মালয়েশিয়া আন্তর্জাতিক হালাল শোকেসের ২০তম আসরে বাংলাদেশের অংশগ্রহণ

ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠেছে পরাজিত শক্তি

ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠেছে পরাজিত শক্তি

শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন কাল

শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন কাল

‘মব জাস্টিস’ বন্ধের আহ্বান বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের

‘মব জাস্টিস’ বন্ধের আহ্বান বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের

সাত দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ

সাত দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ

গৌরনদীর দই, একবার খাইলেও আর একবার খাই

গৌরনদীর দই, একবার খাইলেও আর একবার খাই

নোয়াখালীতে জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধের দাবি

নোয়াখালীতে জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধের দাবি

স্বর্ণের দাম বেড়ে রেকর্ড ২,৬০৯ ডলার ছাড়িয়েছে

স্বর্ণের দাম বেড়ে রেকর্ড ২,৬০৯ ডলার ছাড়িয়েছে

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ ও বিচার দাবিতে খুলনায় মানববন্ধন

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ ও বিচার দাবিতে খুলনায় মানববন্ধন

গাজায় অব্যাহত ইসরাইলি গণহত্যা ওআইসির নেতারা চেয়ে চেয়ে দেখছেন

গাজায় অব্যাহত ইসরাইলি গণহত্যা ওআইসির নেতারা চেয়ে চেয়ে দেখছেন

চাঁদপুর শহরে সড়ক সংস্কার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

চাঁদপুর শহরে সড়ক সংস্কার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া প্রসঙ্গে

সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া প্রসঙ্গে

নোয়াখালীতে ৪৪ দিন পর লাশ উত্তোলন

নোয়াখালীতে ৪৪ দিন পর লাশ উত্তোলন

ভারতের দোসর ও হাসিনামিডিয়ার প্রশ্নবিদ্ধ ভূমিকা

ভারতের দোসর ও হাসিনামিডিয়ার প্রশ্নবিদ্ধ ভূমিকা

আশাশুনিতে হাজরাখালির নেটপাটায় পানিবন্দি ২শ’ পরিবার

আশাশুনিতে হাজরাখালির নেটপাটায় পানিবন্দি ২শ’ পরিবার

জামায়াত ক্ষমতায় গেলে নারীদের অধিকার খর্ব হবে না: সেলিম উদ্দিন

জামায়াত ক্ষমতায় গেলে নারীদের অধিকার খর্ব হবে না: সেলিম উদ্দিন