ঢাকা   বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ | ৪ আশ্বিন ১৪৩১

হেলে পড়েছেন কাদের সিদ্দিকী!

Daily Inqilab স্টাফ রিপোর্টার

১৬ মে ২০২৩, ১১:০৬ পিএম | আপডেট: ১৭ মে ২০২৩, ১২:০০ এএম

এই হলো বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী। কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী জাতীয় নেতা হিসেবে পরিচিত। তিনি ২০১৮ সালের নির্বাচনের আগে বিএনপির সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করেছিলেন। সে সময় বিএনপির সমাবেশে তিনি কঠোরভাবে আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে ধিক্কার দিতেন। সমাবেশে আগত মানুষ কাদের সিদ্দিকীকে ‘জনগণের নেতা’ অভিহিত করতেন। ওই সময় জনগণের ভোটের অধিকারের কথা বললেও ব্যাংকে ঋণখেলাপির কারণে নিজে নির্বাচনে প্রার্থী হতে পারেননি। তবে জোটে আসনের ভাগ ছাড়েননি; নিজের কন্যাকে প্রার্থী করেছিলেন। ২০১৮ সালের ‘রাতের নির্বাচন’ নিয়ে অনেক বক্তব্য দিয়েছেন, আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তিরস্কার করেছেন। নিরপেক্ষ নির্বাচন হলে নৌকা একশ হাত পানির নীচে ডুবে যাবে এমন মন্তব্য করেছেন। সেই কাদের সিদ্দিকী হঠাৎ স্ত্রী-কন্যাকে নিয়ে গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন। তিনি নিজের বক্তব্য থেকে ১৮০ ডিগ্রী ঘুরে গিয়ে শেখ হাসিনাকে গণতন্ত্রের নেত্রী হিসেবে অবিহিত করেন এবং তাঁর ভূয়সী প্রশংসা করেন। সরকারের নতুন স্তবক কাদের সিদ্দিকীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিনেজরা লিখেছেন ‘তিনি জনগণের ভোটের অধিকার আদায়ের আন্দোলনকে ছুটি দিয়ে সরকারি দলের ছাতার নীচে হেলে পড়েছেন। দিল্লিতে বৃষ্টি হলে তিনি এখানে ছাতা ধরেন।’

দেশ বিদেশের মানুষ যখন দেশের গণতন্ত্র ভোটের অধিকার নিয়ে আন্দোলন করছেন; তখন কাদের সিদ্দিকী ক্ষমতা থেকে অনেক দূরে অবস্থান করেই সরকারকে সহায়তা করে যাচ্ছেন; যেমন সহায়তা করছে দিল্লি থেকে নরেন্দ্র মোদী। কাদের সিদ্দিকী এখন জাতীয় নেতার বদলে স্থানীয় নেতার হিসেবে যেন বেশি সফলতা চাচ্ছেন। এখন বঙ্গবীর কাদের সিদ্দিকী বলছেন, টাঙ্গাইলের বাসাইল পৌরসভা নির্বাচন সুষ্ঠু, সুন্দর হলে তার দল কৃষক শ্রমিক জনতা লীগ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে। সাধারণ মানুষের প্রশ্ন বাসাইল পৌরসভা কি গোটা দেশের প্রাণকেন্দ্র? বাসাইলের নির্বাচন ফেয়ার হলে এ সরকারের অধীনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ হওয়ার নিশ্চয়তা কি দেয়?

গতকাল মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বঙ্গবীর কাদের সিদ্দিকী নিজের দলের নেতাকর্মীদের নিয়ে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারের সাথে বৈঠক করেন। বৈঠক শেষে এ কথা বলেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা।

বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, কাজী হাবিবুল আউয়াল কমিশনে আমি এবার নিয়ে দু’বার এসেছি। আগেরবারের চেয়ে এবার অনেক ভালো লেগেছে। প্রধান নির্বাচন কমিশনার বা পুরো নির্বাচন কমিশনের আশ্বাসে আমি আশ্বস্ত হয়েছি। তারা বলেছেন, তাদের সাধ্য মতো সুষ্ঠু, নিরপেক্ষে উৎসবমুখর পরিবেশে বাসাইল নির্বাচন উপহার দেবেন। তিনি বলেন, ইসির অনেক কথার সঙ্গে আমরা একমত পোষণ করেছি। নির্বাচন হওয়া উচিৎ অবাধ, নিরপেক্ষ। কোন দল অংশগ্রহণ করল, ক’টি দল অংশগ্রহণ করল, এটার চেয়ে আমি মনে করি কতজন ভোটার তার ইচ্ছামতো ভোট দিতে পারল, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা।

এখন পর্যন্ত ইসির কার্যক্রমে ও সুষ্ঠু নির্বাচনের অবস্থা আছে কি না জানতে চাইলে কাদের সিদ্দিকী বলেন, এই কমিশন যখন গঠিত হয় তখন প্রেসিডেন্টের আহ্বানে আমরা বঙ্গভবনে গিয়েছিলাম। আমাদেরও কমিশন গঠনে প্রস্তাব ছিল। এই নির্বাচন কমিশন প্রথম দিকে অনেক এলোমেলো কথাবার্তা বলেছে। এখন আমার কাছে মনে হচ্ছে, তারা বুঝতে পেরেছেন নির্বাচন কমিশন কী এবং তাদের অনেক এলোমেলো কথা কমে গেছে। সেজন্যই আমরা উৎসাহী হয়ে এসেছি।

সুষ্ঠু ভোটের দায়িত্ব কি কেবল নির্বাচন কমিশনের? এমন প্রশ্নের জবাবে কাদের সিদ্দিকী বলেন, না, না। একটা নির্বাচনকে যথাযথ সুন্দর করার প্রধান দায়িত্ব নির্বাচন কমিশনের। তার চাইতেও আমার কাছে মনে হয় যারা রাজনৈতিক দল, জনসাধারণ, ভোটার এবং সরকার; তফসিল ঘোষণার পরে সরকারেরও সরকার হচ্ছে নির্বাচন কমিশন। অনেকে তার সেই ব্যক্তিত্ব, নেতৃত্ব দেখাতে পারে অনেকে আবার পারে না। আমরা বিশ্বাস এই কমিশন এখন সেই নেতৃত্ব দেখাতে পারবে।

দলীয় সরকারের অধীনে ভোটের বিষয়ে কাদের সিদ্দিকী বলেন, নির্বাচনের সময় নির্বাচন কমিশন হলো সরকার, সরকার কিছু নয়। সরকার হলো তখন আজ্ঞাবহ। বর্তমান প্রেক্ষাপটে যা অতটা দেখা যায় না। আমরা প্রত্যাশা করব ধীরে ধীরে পূব দিক থেকে সূর্য উদীত হবে, পশ্চিমে অস্ত যাওয়ার আগেই আমরা এই পরিবর্তন লক্ষ্য করতে পারব। নির্বাচনের সময় কোনো দলীয় সরকার থাকে না। নির্বাচনী সরকার, তার কোনো কাজ নেই। অসম্ভব বলে কিছু নেই। নির্বাচন কমিশনেরও এগিয়ে আসতে হবে এবং মানুষকেও একটু এগিয়ে আসতে হবে। নির্বাচনে আগ্রহ সৃষ্টি করতে রাজনৈতিক দলগুলোকেও ভূমিকা রাখতে হবে।

অন্য এক প্রশ্নের জবাবে বঙ্গবীর বলেন, বিএনপি এখানে বড় কথা নয়। বিএনপি, আওয়ামী লীগ বা অন্যান্য দল কোনোটাই বড় কথা নয়। যদি মানুষের মধ্যে নির্বাচনী মনোভাব সৃষ্টি করা যায়, তাহলে কোনো রাজনৈতিক দল বড় কথা নয়।

কাদের সিদ্দিকীর এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচিত হচ্ছে। নেটিজেনদের বেশির ভাগই বলছেন, কাদের সিদ্দিকী দিল্লির লাড্ডু খাওয়া নেতা। তিনি বিএনপির সঙ্গে এতোদিন জনগণের ভোটের অধিকারের আন্দোলন করলেও এখন তিনি হালুয়া-রুটির লোভে সরকারি দল আওয়ামী লীগের দিকে হেলে পড়েছেন। ##


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবধরনের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবধরনের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণপিটুনিতে হত্যা মামলায় আরও একজনসহ গ্রেপ্তার ৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণপিটুনিতে হত্যা মামলায় আরও একজনসহ গ্রেপ্তার ৬

সাধ্যের বাইরে গিয়ে মা-বাবার চাহিদা পূরণ করা প্রসঙ্গে?

সাধ্যের বাইরে গিয়ে মা-বাবার চাহিদা পূরণ করা প্রসঙ্গে?

আগামী ২৪ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা প্রথম বিদেশ সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন

আগামী ২৪ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা প্রথম বিদেশ সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন

ইসলামি দেশগুলোর মধ্যে জ্ঞানীয় বিজ্ঞানে শীর্ষ দুয়ে ইরান

ইসলামি দেশগুলোর মধ্যে জ্ঞানীয় বিজ্ঞানে শীর্ষ দুয়ে ইরান

জাইসের লেন্সের জয়জয়কার, স্মার্টফোনেও দুর্দান্ত

জাইসের লেন্সের জয়জয়কার, স্মার্টফোনেও দুর্দান্ত

সাগর-রুনি হত্যার বিচারের প্রাথমিক স্তর পরিষ্কার করা দরকার : শামসুজ্জামান দুদু

সাগর-রুনি হত্যার বিচারের প্রাথমিক স্তর পরিষ্কার করা দরকার : শামসুজ্জামান দুদু

আন্দোলন সংগ্রামে থাকা নেতাকর্মীদের পিছনে রাখার সুযোগ নেই : আমিনুল হক

আন্দোলন সংগ্রামে থাকা নেতাকর্মীদের পিছনে রাখার সুযোগ নেই : আমিনুল হক

বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টার সাথে বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্টের বৈঠক

বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টার সাথে বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্টের বৈঠক

যশোরে সাবেক এমপি, এসপিসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

যশোরে সাবেক এমপি, এসপিসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

এস আলম গ্রুপের সম্পত্তি স্থানান্তরে নিষেধাজ্ঞা চাওয়া রিটের আদেশ আগামী রোববার

এস আলম গ্রুপের সম্পত্তি স্থানান্তরে নিষেধাজ্ঞা চাওয়া রিটের আদেশ আগামী রোববার

গণহত্যাকারী আ.লীগের সঙ্গে আলোচনা নয় : আসিফ নজরুল

গণহত্যাকারী আ.লীগের সঙ্গে আলোচনা নয় : আসিফ নজরুল

ডেঙ্গু নিয়ন্ত্রণে ডিএনসিসি’র সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু

ডেঙ্গু নিয়ন্ত্রণে ডিএনসিসি’র সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে নোবিপ্রবি শিক্ষক কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতন প্রদান

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে নোবিপ্রবি শিক্ষক কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতন প্রদান

সিল্ক রোড উৎসবে ইরানের ‘মেলোডি’

সিল্ক রোড উৎসবে ইরানের ‘মেলোডি’

বেনজির ও আজিজসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের

বেনজির ও আজিজসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের

৬ ব্যাংকের এমডি নিয়োগ বাতিল

৬ ব্যাংকের এমডি নিয়োগ বাতিল

১৪৩ কোটি ডলার রেমিট্যান্স এলো সেপ্টেম্বরের ১৭ দিনে

১৪৩ কোটি ডলার রেমিট্যান্স এলো সেপ্টেম্বরের ১৭ দিনে

ইউনূস গুড উইলের প্রতিফলন দেখতে চায় জনগণ: রিজভী

ইউনূস গুড উইলের প্রতিফলন দেখতে চায় জনগণ: রিজভী

বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর আমীর আলী চৌধুরীর ইন্তেকাল

বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর আমীর আলী চৌধুরীর ইন্তেকাল