ঝিনাইদহ থেকে খুলনা অভিমুখে বিএনপির রোডমার্চ আজ
২৬ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৪ এএম | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৪ এএম
বিএনপির খুলনা অভিমুখে রোডমার্চকে ঘিরে কেন্দ্রীয় নেতাদের মিলন মেলায় পরিণত হয়েছে ঝিনাইদহ। আজ মঙ্গলবার সকাল ৯টায় ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনালে উদ্বোধনী সমাবেশ শেষে রোডমার্চ শুরু হবে। রোডমার্চটি ঝিনাইদহ থেকে মাগুরা ও যশোর হয়ে খুলনা গিয়ে শেষ হবে। অবৈধ সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্তি ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচনের দাবিতে ঘোষিত এ কর্মসূচী সফল করতে কেন্দ্রীয় নেতারা সোমবার দুপুর থেকে ঝিনাইদহে আসতে শুরু করেন। কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে দলটির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ দেখা যায়। তাদের দিনভর উজ্জীবিত দেখা গেছে। সোমবার কেন্দ্রীয় ও বাইরের নেতাকর্মীদের বরণ করতে ঝিনাইদহ জেলা বিএনপি সকল প্রস্তুতি সম্পন্ন করে। রোডমার্চে যোগ দিতে বিএনপির অংগসংগঠনের সাংগঠনিক কমিটির শীর্ষ নেতারা সোমবার বিকাল থেকেই ঝিনাইদহে আসতে শুরু করেন। রোডমার্চের উদ্বোধনী অনুষ্ঠান স্মরণীয় করতে ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাসটার্র্মিনাল সাজানো হয় বর্ণিল সাজে। এছাড়া রোডমার্চকে ঘিরে কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলার বিএনপির নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য লক্ষ্য করা যায়।
ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ জানান, রোডমার্চের হোস্ট জেলা হিসেবে ঝিনাইদহ শহর এখন কেন্দ্রীয় নেতাদের মিলন মেলায় পরিণত হয়েছে। বিএনপির শীর্ষ নেতা ছাড়াও রোডমার্চে যোগ দিতে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৩০ জন, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সম্পাদকসহ ৩০ জন. কৃষকদলের ১০ জন ও মৎস্যজীবী দলের ৫জন কেন্দ্রীয় নেতা ঝিনাইদহে পৌঁছেছেন।
বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ বলেন, ঝিনাইদহে রোডমার্চকে ঘিরে তৃণমুলে আবেগঘন পরিবেশ বিরাজ করছে। ঝিনাইদহসহ পাশর্^বর্তী চার জেলার প্রায় দুই লাখ নেতাকর্মী ঝিনাইদহের রোডমার্চে অংশগ্রহণ করবেন। ঝিনাইদহ থেকে শুরু হয়ে রোডমার্চ মাগুরা ও যশোর হয়ে খুলনা পৌঁছাবে। এ উপলক্ষে ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাসটার্মিনালে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাড এমএ মজিদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মীর্জা আব্বাস উপস্থিত থাকবেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ^র চন্দ্র রায়, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, চেয়ারপার্সনের উপদেষ্টা সৈয়দ মেহদী আহম্মেদ রুমী, বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদ (খুলনা) অনিন্দ্য ইসলাম অমিত, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দীন, বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাড. আসাদুজ্জামান ও বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডুসহ শতাধীক কেন্দ্রীয় নেতা উপস্থিত থাকবেন। উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করবেন ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা।
রোডমার্চের আয়োজক জেলার বিএনপির সভাপতি অ্যাড. এমএ মজিদ বলেন, অবৈধ সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্তি, নির্দলীয় সরকারের অধীন নির্বাচন ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয় বিএনপির কর্মসুচি হিসেবে এই রোডমার্চের আয়োজন করা হচ্ছে। রোডমার্চের মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটানো হবে বলেও যোগ করেন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
চাঁদপুরে জাহাজে সেভেন মার্ডারের ঘটনায় মামলা
গাজায় বড়দিনে শান্তির জন্য প্রার্থনা,নিহতের সংখ্যা ছাড়লো ৪৫ হাজার
স্ত্রী-সন্তানসহ শাহরিয়ার আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা
মোজাম্বিকে বাংলাদেশিদের ৩শ' ব্যবসাপ্রতিষ্ঠান লুটপাট ও ভাঙচুর
অতিসত্বর নির্বাচন হওয়ার দরকার : আমীর খসরু
দুর্নীতিগ্রস্ত লুটেরা মাফিয়াদল যাতে বাংলাদেশে আর ফেরত না আসতে পারে : মেজর হাফিজ
বঞ্চিত ৭৬৪ কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দিচ্ছে সরকার
ক্যাডার বর্হিভূত রাখার সুপারিশ প্রত্যাখ্যান শিক্ষা ক্যাডারের
শেখ হাসিনাসহ ৬৩ জনের নামে মামলা
অভিযানের খবরে পালাল শ্রাবণধারা কারখানার পরিচালক-ম্যানেজার
সর্বজনীন পেনশন স্কিমে নেই আশানুরূপ সাড়া
একতাই পারবে দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে
তিতাস গ্যাস টি.এন্ড ডি. পিএলসি’র ৫% নগদ লভ্যাংশ অনুমোদিত
ভারপ্রাপ্ত সভাপতি আল্লামা সাজিদুর নির্বাহী সভাপতি মাওলানা জুনায়েদ
‘আপনারা আমার খালেদকে ফেরত এনে দেন’ : নিখোঁজ সহ-সমন্বয়কের বাবা লুৎফর
২৮ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের অধিবেশন প্রেস ব্রিফিংয়ে নেতৃবৃন্দ
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
ইনসেপ্টার বিক্রয় প্রতিনিধির ২২টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
পিকে হালদারের পাঁচ সহযোগীর ব্যাংক হিসাব ফ্রিজের নির্দেশ
ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশি নিহত