মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেনের মেয়াদ বাড়ছে,সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রশাসনে চুক্তিভিত্তিক নিয়োগে ক্ষোভ বাড়ছে

Daily Inqilab পঞ্চায়েত হাবিব

২৬ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৫ এএম | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৫ এএম

মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের মেয়াদ বাড়ছে। তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হচ্ছে। এরই মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে প্রশাসনে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ সিনিয়র সচিব ও সচিব পদে কর্মরত ৮৫ কর্মকর্তা। তাঁদের মধ্যে চুক্তিতে আছেন ১৩ জন।

এ ছাড়া গুরুত্বপূর্ণ দপ্তর ও কয়েকটি দূতাবাসে রাষ্ট্রদূত পদেও চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হচ্ছে বলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ইনকিলাবকে এ তথ্য নিশ্চিত করেছে। মাহবুব হোসেন চলতি বছরের ৩ জানুয়ারি দেশের ২৪তম মন্ত্রিপরিষদ সচিব হিসেবে দায়িত্ব নেন। চাকরির মেয়াদ বাড়লে আগামী জাতীয় নির্বাচনের আগে-পরের গুরুত্বপূর্ণ সময়টিতে বেসামরিক প্রশাসনের শীর্ষ এ পদাধিকারীকে সামলাতে হবে সরকারের অনেক গুরুদায়িত্ব। প্রশাসনে নিষ্ঠাবান, মার্জিত ব্যবহার, সাবলীল উপস্থাপনা, অত্যন্ত রুচিশীল কর্মকর্তা হিসেবে মাহবুব হোসেনের সুনাম রয়েছে। মন্ত্রিপরিষদ সচিব হওয়ার পর তিনি গণমাধ্যমে প্রত্যয় রেখেছিলেন চাকরিজীবনে যে অভিজ্ঞতা সঞ্চয় করেছেন, যে জ্ঞান অর্জন করেছেন সেগুলো প্রয়োগ করে তার কাছে সরকারের যে প্রত্যাশা তা পূরণ করার চেষ্টা করবেন।

প্রশাসনে সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগের কারণে অন্য পদে পদোন্নতি প্রত্যাশীদের হতাশা ও ক্ষোভ বাড়ছে। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে সচিবের নিয়মিত পদে অন্তত ১৩ কর্মকর্তা এখন চুক্তিভিত্তিক নিয়োগে আছেন। অর্থাৎ তারা চুক্তিভিত্তিক নিয়োগ না পেলে সচিব হওয়ার যোগ্য সমানসংখ্যক নতুন কর্মকর্তা এ পদ পেতেন। এখন তারা বঞ্চিত। এর বাইরে বিভিন্ন দপ্তর-সংস্থা ও রাষ্ট্রদূত হিসেবে সচিব ও সচিব মর্যাদায় চুক্তিতে আছেন অন্তত ১৫ কর্মকর্তা। বর্তমানে সচিব ও সিনিয়র সচিব পদে কর্মরত ৮৬ কর্মকর্তা। চুক্তিভিত্তিক নিয়োগের প্রভাব পুলিশ বিভাগেও পড়েছে। সাধারণত আইজিপি বা র‌্যাবের ডিজি পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেখা যায়। কিন্তু এ দুটি পদেও এখন চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সরকার চুক্তিভিত্তিক নিয়োগ দিচ্ছে বলে মনে করছেন জনপ্রশাসন-সংশ্লিষ্টরা।

প্রশাসনের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা সঙ্গে কথা বলে এ তথ্য িিশ্চত করে বলেন, তিনি (মাহবুব হোসেন) সরকারের অত্যন্ত ডায়নামিক কর্মকর্তা। সততা ও নীতিনিষ্ঠায় প্রোজ্জ্বল, চৌকস, কর্মযোগী কর্মকর্তা। তিনি সরকারের যে বিভাগেই কাজ করেছেন দক্ষতা-অভিজ্ঞতার উজ্জ্বল স্বাক্ষর রেখেছেন। মাহবুব হোসেন মন্ত্রিপরিষদ সচিব হওয়ার আগে স্বল্পসময়ের জন্য পানিসম্পদ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব কবির বিন আনোয়ার এই পদে আসেন। গত বছরের ১০ ডিসেম্বর তাকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ দেয় সরকার। তিনি ২২তম মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ খন্দকার আনোয়ারুল ইসলামের স্থলাভিষিক্ত হয়েছিলেন। গত ৪ জানুয়ারি বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ায় নিয়ম অনুযায়ী তাকে অবসরে পাঠানো হয়। এরপর মন্ত্রিপরিষদ সচিব হিসেবে গুরুত্বপূর্ণ পদটিতে নিয়োগ পান মাহবুব হোসেন। এর আগে তিনি জ্যেষ্ঠ সচিব হিসেবে দায়িত্ব সামলেছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের। তার আগে দু বছর তিনি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব ছিলেন। মাহবুব হোসেন বিসিএস (প্রশাসন) ক্যাডারের অষ্টম ব্যাচের কর্মকর্তা। ১৯৮৯ সালের ২০ ডিসেম্বর তিনি সরকারি চাকরিতে যোগ দেন। চাকরি জীবনে বিভিন্ন সময়ে তিনি বাণিজ্য মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, পরিকল্পনা কমিশন, প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির প্রশিক্ষক, স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের উপ-প্রধান (জেন্ডার), ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সচিব এবং বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের পরিচালক (উন্নয়ন ও পরিকল্পনা) পদেও তিনি কাজ করেছেন। বরিশাল রেসিডেন্সিয়াল মডেল কলেজ (বর্তমানে বরিশাল ক্যাডেট কলেজ) থেকে মাধ্যমিক এবং বরিশাল বিএম কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করার পর মাহবুব হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজ বিজ্ঞানে লেখাপড়া করেন। চাকরিতে যোগ দেওয়ার পর যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব নর্থ লন্ডন থেকে এমবিএ এবং অস্ট্রেলিয়ার মেলবোর্ন ইউনিভার্সিটি থেকে জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট বিষয়ে স্নাতকোত্তর করেন তিনি। বরিশালের মুলাদী উপজেলার পাতারচর গ্রামের সন্তান মাহবুব হোসেন ব্যক্তিজীবনে দুই পুত্রসন্তানের বাবা।

নির্বাচনের আগে যাদের চাকরি বয়স শেষ
নির্বাচনের আগে যাদের চাকরি বয়স শেষ হচ্ছে, তারা হলেন, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে কর্মরত সচিবদের মধ্যে আগস্টের পর থেকে চাকরির স্বাভাবিক বয়স শেষ হবে কয়েকজনের। এর মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জিয়াউল হাসানের গত ১৪ সেপ্টেম্বর অবসরে গেছেন। জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কে এম আবদুস সালাম ২৬ সেপ্টেম্বর অবসর হলেও তিনি চুক্তিতে নিয়োগ পেয়েছেন। স্বাস্থ্যসেবা বিভাগের ড. আনোয়ার হোসেন হাওলাদার আগামী ৯ অক্টোবর, মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন ১৩ অক্টোবর, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান আবু বকর ছিদ্দীক ৩১ অক্টোবর, অর্থ বিভাগের ফাতিমা ইয়াসমিন ১৮ নভেম্বর এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরীফা খানের ২৪ নভেম্বর অবসরে যাচ্ছেন।

চুক্তিতে যারা দায়িত্ব পালন করছেন
সচিবসহ ঊর্ধ্বতন পদে চুক্তিতে নিয়োগ পেয়েছেন তা হলেন, ড. আহমদ কায়কাউস (ওয়াশিংটনে বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক), আবু হেনা মো. রহমাতুল মুনিম (এনবিআর চেয়ারম্যান), শ্যাম সুন্দর সিকদার (বিটিআরসি চেয়ারম্যান), সম্পদ বড়ুয়া (রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব); মো. আখতার হোসেন (এসডিজির মুখ্য সমন্বয়ক), মাসুদ বিন মোমেন (পররাষ্ট্রসচিব), শেখ ইউসুফ হারুন, লোকমান হোসেন মিয়া, ওয়াহিদুল ইসলাম খান, প্রদীপ রঞ্জন চক্রবর্তী, মো. মোকাম্মেল হোসেন ও ফজলুল বারী।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে সচিব পর্যায়ে আছেন রিয়ার অ্যাডমিরাল (অব.) খুরশেদ আলম ও মাশফী বিনতে শামস্। রাষ্ট্রদূত পদে আছেন মো. আবু জাফর, কামরুল আহসান, মোশাররফ হোসেন ভূঁইয়া, শাহাবুদ্দিন আহমদ ও জাভেদ পাটোয়ারী। আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীনসহ আরও অনেকে চুক্তিতে আছেন।

বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আবু আলম মো. শহিদ খান ইনকিলাবকে বলেন, প্রশাসনে চুক্তিতে নিয়োগ না দিতে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও অনকেবার অনুরোধ করা হয়েছে। অতিরিক্ত সচিব যেমন সচিব হতে পারেন না, তেমনি যুগ্ম সচিবও অতিরিক্ত সচিব হতে পারেন না। একইভাবে উপসচিব ও সিনিয়র সহকারী সচিবেরাও পদোন্নতি বঞ্চিত হন। এটা শুধু প্রশাসন নয়, সব ক্যাডারেই সর্বোচ্চ পর্যায়ে নিয়মিত কর্মকর্তাদেরই নিয়োগ দেওয়া উচিত।
##


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ফোনালাপ
অযোগ্য হবেন হাসিনা?
উত্তরবঙ্গে একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণ করা হবে
প্রত্যেক ধর্মের শান্তির বাণী নিজের মধ্যে স্থাপন করতে হবে: ড. ইউনূস
প্রকৃত তথ্য দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির সংবাদ করুন: প্রেস সচিব
আরও

আরও পড়ুন

চাঁদপুরে জাহাজে সেভেন মার্ডারের ঘটনায় মামলা

চাঁদপুরে জাহাজে সেভেন মার্ডারের ঘটনায় মামলা

গাজায় বড়দিনে শান্তির জন্য প্রার্থনা,নিহতের সংখ্যা ছাড়লো ৪৫ হাজার

গাজায় বড়দিনে শান্তির জন্য প্রার্থনা,নিহতের সংখ্যা ছাড়লো ৪৫ হাজার

স্ত্রী-সন্তানসহ শাহরিয়ার আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্ত্রী-সন্তানসহ শাহরিয়ার আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

মোজাম্বিকে বাংলাদেশিদের ৩শ' ব্যবসাপ্রতিষ্ঠান লুটপাট ও ভাঙচুর

মোজাম্বিকে বাংলাদেশিদের ৩শ' ব্যবসাপ্রতিষ্ঠান লুটপাট ও ভাঙচুর

অতিসত্বর নির্বাচন হওয়ার দরকার : আমীর খসরু

অতিসত্বর নির্বাচন হওয়ার দরকার : আমীর খসরু

দুর্নীতিগ্রস্ত লুটেরা মাফিয়াদল যাতে বাংলাদেশে আর ফেরত না আসতে পারে : মেজর হাফিজ

দুর্নীতিগ্রস্ত লুটেরা মাফিয়াদল যাতে বাংলাদেশে আর ফেরত না আসতে পারে : মেজর হাফিজ

বঞ্চিত ৭৬৪ কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দিচ্ছে সরকার

বঞ্চিত ৭৬৪ কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দিচ্ছে সরকার

ক্যাডার বর্হিভূত রাখার সুপারিশ প্রত্যাখ্যান শিক্ষা ক্যাডারের

ক্যাডার বর্হিভূত রাখার সুপারিশ প্রত্যাখ্যান শিক্ষা ক্যাডারের

শেখ হাসিনাসহ ৬৩ জনের নামে মামলা

শেখ হাসিনাসহ ৬৩ জনের নামে মামলা

অভিযানের খবরে পালাল শ্রাবণধারা কারখানার পরিচালক-ম্যানেজার

অভিযানের খবরে পালাল শ্রাবণধারা কারখানার পরিচালক-ম্যানেজার

সর্বজনীন পেনশন স্কিমে নেই আশানুরূপ সাড়া

সর্বজনীন পেনশন স্কিমে নেই আশানুরূপ সাড়া

একতাই পারবে দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে

একতাই পারবে দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে

তিতাস গ্যাস টি.এন্ড ডি. পিএলসি’র ৫% নগদ লভ্যাংশ অনুমোদিত

তিতাস গ্যাস টি.এন্ড ডি. পিএলসি’র ৫% নগদ লভ্যাংশ অনুমোদিত

ভারপ্রাপ্ত সভাপতি আল্লামা সাজিদুর নির্বাহী সভাপতি মাওলানা জুনায়েদ

ভারপ্রাপ্ত সভাপতি আল্লামা সাজিদুর নির্বাহী সভাপতি মাওলানা জুনায়েদ

‘আপনারা আমার খালেদকে ফেরত এনে দেন’ : নিখোঁজ সহ-সমন্বয়কের বাবা লুৎফর

‘আপনারা আমার খালেদকে ফেরত এনে দেন’ : নিখোঁজ সহ-সমন্বয়কের বাবা লুৎফর

২৮ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের অধিবেশন প্রেস ব্রিফিংয়ে নেতৃবৃন্দ

২৮ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের অধিবেশন প্রেস ব্রিফিংয়ে নেতৃবৃন্দ

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ইনসেপ্টার বিক্রয় প্রতিনিধির ২২টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

ইনসেপ্টার বিক্রয় প্রতিনিধির ২২টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

পিকে হালদারের পাঁচ সহযোগীর ব্যাংক হিসাব ফ্রিজের নির্দেশ

পিকে হালদারের পাঁচ সহযোগীর ব্যাংক হিসাব ফ্রিজের নির্দেশ

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশি নিহত

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশি নিহত