ঢাকা   রোববার, ০৩ নভেম্বর ২০২৪ | ১৯ কার্তিক ১৪৩১
থানা হেফাজতে সাবেক দুদক কর্মকর্তার মৃত্যু

ওসিকে নিজের বিরুদ্ধে মামলা নেয়ার নির্দেশ

Daily Inqilab চট্টগ্রাম ব্যুরো

১৭ অক্টোবর ২০২৩, ১২:০৫ এএম | আপডেট: ১৭ অক্টোবর ২০২৩, ১২:০৫ এএম

পুলিশ হেফাজতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক উপ-পরিচালক সৈয়দ মোহাম্মদ শহীদুল্লাহর মৃত্যুর ঘটনায় আদালতে মামলা হয়েছে। মামলায় নগরীর চান্দগাঁও থানার ওসিসহ চার পুলিশ কর্মকর্তা এবং একইসঙ্গে আরও পাঁচজনকে অভিযুক্ত করা হয়েছে। ওসিকে বাদীর আবেদনটি নিয়মিত মামলা হিসেবে রুজুর নির্দেশ দিয়েছেন আদালত।

গতকাল সোমবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ ড. জেবুন নেছার বেগমের আদালতে মামলাটি দায়ের করেন নিহতের স্ত্রী ফৌজিয়া আনোয়ার। বাদি পক্ষের আইনজীবী ও আইন সহায়তাকারী সংস্থা-ব্লাস্টের চট্টগ্রামের সমন্বয়ক রেজাউল করিম চৌধুরী সাংবাদিকদের জানিয়েছেন, আদালত আবেদনটি এজাহার হিসেবে গ্রহণ করার জন্য থানা পুলিশকে আদেশ দিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

অভিযুক্ত নয়জন হলেন, চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম ও পরিদর্শক (তদন্ত) মনিবুর রহমান, শহীদুল্লাহকে বাসা থেকে থানায় নিয়ে আসা সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মো. ইউসুফ ও সোহেল রানা এবং এস এম আসাদুজ্জামান, জসিম উদ্দিন, মো. লিটন, রণি আক্তার তানিয়া ও কলি আক্তার। এদের মধ্যে তানিয়া যে মামলায় দুদকের সাবেক উপ-পরিচালককে গ্রেফতার করা হয়েছিল সে মামলার বাদি।

আদালতে দায়ের হওয়া মামলায় পরোয়ানামূলে গত ৩ অক্টোবর রাতে নগরীর চান্দগাঁও থানা পুলিশ দুদকের অবসরপ্রাপ্ত উপ-পরিচালক সৈয়দ মোহাম্মদ শহীদুল্লাহকে গ্রেফতার করে। তার বাসা নগরীর চান্দগাঁও থানার এক কিলোমিটার এলাকায়। পুলিশের ভাষ্য অনুযায়ী, হুমকি-ধমকি ও মানহানির অভিযোগে গত ২৯ আগস্ট শহীদুল্লাহসহ ৯ জনের বিরুদ্ধে আদালতে মামলাটি দায়ের করেছিলেন রণি আক্তার তানিয়া। পরোয়ানামূলে গ্রেফতারের পর তাকে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কক্ষে বসানো হয়। কিছুক্ষণ পর পর তিনি অসুস্থবোধ করতে থাকেন। হৃদরোগে আক্রান্ত শহীদুল্লাহর অবস্থার দ্রুত অবনতি হতে শুরু করলে পুলিশ তাকে থানার পাশে বেসরকারি পার্কভিউ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের সদস্যরা এটিকে হত্যা হিসাবে অভিহিত করেন। এ জন্য পুলিশকে অভিযুক্ত করা হয়।

শহীদুল্লাহর স্ত্রী মামলার আরজিতে অভিযোগ করেন, জায়গা-জমি দখলের জন্য আসাদুজ্জামান, জসিম, লিটন, তানিয়া ও কলি মিলে তার স্বামীকে মিথ্যা মামলার আসামি করেন। এতে তাদের প্রত্যক্ষ সহায়তা দেন চান্দগাঁও থানার অভিযুক্ত চার পুলিশ কর্মকর্তা। এছাড়া যে আদালতে মামলা দায়ের হয়, সেই আদালতের বেঞ্চ সহকারি হারুন উর রশিদ ষড়যন্ত্র করে নিয়ম বহির্ভূতভাবে শহীদুল্লাহর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করায়।

তিনি আরো অভিযোগ করেছেন, শহীদুল্লাহ হৃদরোগে আক্রান্ত ছিলেন। তার বাইপাস সার্জারি হয়েছিল। এছাড়া তিনি উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও শ্বাসকষ্টের রোগী ছিলেন। এএসআই ইউসুফ ও সোহেল রানা তাকে গ্রেফতারের সময় গালাগাল করেন। টেনেহিঁচড়ে তাকে থানায় নিয়ে গিয়ে জায়গা-সম্পত্তি নিয়ে বিবাদীদের সঙ্গে আপসের জন্য চাপ দেন। গ্রেফতারের সময় পরিবারের সদস্যরা প্রয়োজনীয় ওষুধ ও নাইট্রোমিন স্প্রে দিতে চাইলে সেগুলোও নিতে দেননি দুই এএসআই। মানসিক নির্যাতনের মাধ্যমে তার মৃত্যু ঘটানো হয়েছে। আসামিদের বিরুদ্ধে নির্যাতন ও হেফাজতে মৃত্যু নিবারণ আইন, ২০১৩ এর ১৫ (২) এবং দ-বিধির ১০৯ ধারায় অভিযোগ এনেছেন মামলার বাদী।

এদিকে পরিবারের অভিযোগমতে শহীদুল্লাহকে গ্রেফতারে ক্ষেত্রে বিধিবহির্ভূত কোনো কাজ করা হয়েছে কি না এবং থানায় নিয়ে যাবার পর তার সঙ্গে নিয়ম বহির্ভূত কোনো আচরণ করা হয়েছে কি না সেটা নির্ণয়ের জন্য সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। নগর গোয়েন্দা পুলিশের উত্তর জোনের উপ-কমিশনারকে প্রধান করে কমিটিতে নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (উত্তর) এবং বিশেষ শাখার সহকারী কমিশনারকে সদস্য করা হয়েছে।

কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য বলা হলেও ওই প্রতিবেদন এখনও আলোর মুখ দেখেনি। এরপর গ্রেফতার অভিযানে যাওয়া চান্দগাঁও থানার দুই এএসআই মো. ইউসুফ ও সোহেল রানাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

অপরদিকে রণি আক্তার তানিয়ার দায়ের করা মামলায় আদালতের সমন গোপন রেখে গ্রেফতারি পরোয়ানা জারি করানোর বিষয় তদন্তে এক সদস্যের কমিটি গঠন করেন চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম। এ অভিযোগে সংশ্লিষ্ট চট্টগ্রাম মহানগর হাকিম-৬ আদালতের বেঞ্চ সহকারি হারুন উর রশিদকে বিচার সংশ্লিষ্ট কার্যক্রম থেকে সরিয়ে ‘ক্যাশিয়ার’ পদে বদলি করা হয়। ##


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

নাজমা মোবারেক ইতিহাসে প্রথম নারী সচিব আর্থিক প্রতিষ্ঠান বিভাগে

নাজমা মোবারেক ইতিহাসে প্রথম নারী সচিব আর্থিক প্রতিষ্ঠান বিভাগে

ফুলপুর পৌরসভার সাবেক মেয়র আ'লীগ নেতা শশধর সেন গ্রেফতার

ফুলপুর পৌরসভার সাবেক মেয়র আ'লীগ নেতা শশধর সেন গ্রেফতার

আখাউড়ায় সংঘর্ষে আহত নয়জন, পাল্টাপাল্টি মামলা

আখাউড়ায় সংঘর্ষে আহত নয়জন, পাল্টাপাল্টি মামলা

ভারতে হলে কিভাবে নির্বাচনী প্রচার চালাতেন ট্রাম্প-কমলা

ভারতে হলে কিভাবে নির্বাচনী প্রচার চালাতেন ট্রাম্প-কমলা

রংপুরে হত্যা মামলায় ২ জনের মৃত্যু দন্ড, ১ জনের যাবজ্জীবন

রংপুরে হত্যা মামলায় ২ জনের মৃত্যু দন্ড, ১ জনের যাবজ্জীবন

ইবিতে ছাত্র আন্দোলন দমাতে আওয়ামীপন্থীদের যত তৎপরতা

ইবিতে ছাত্র আন্দোলন দমাতে আওয়ামীপন্থীদের যত তৎপরতা

পঞ্চগড়ে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক আটক

পঞ্চগড়ে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক আটক

লাইসেন্স ফি কমানোর দাবিতে ফরিদপুরে অটো চালকদের বিক্ষোভ-মানববন্ধন

লাইসেন্স ফি কমানোর দাবিতে ফরিদপুরে অটো চালকদের বিক্ষোভ-মানববন্ধন

আটঘরিয়ার হস্তালিত তাঁতের তৈরি চাচকিয়ার লুঙ্গি এখন একটি ব্রান্ড

আটঘরিয়ার হস্তালিত তাঁতের তৈরি চাচকিয়ার লুঙ্গি এখন একটি ব্রান্ড

রংপুর মেডিকেল নতুন অধ্যক্ষকে অপসারণের দাবিতে কর্মবিরতি

রংপুর মেডিকেল নতুন অধ্যক্ষকে অপসারণের দাবিতে কর্মবিরতি

পরিবেশবান্ধব কারখানার স্বীকৃতি পেল দেশের আরেকটি প্রতিষ্ঠান

পরিবেশবান্ধব কারখানার স্বীকৃতি পেল দেশের আরেকটি প্রতিষ্ঠান

শ্যামপুরে গ্যাস লিকেজে বিস্ফোরণ : দগ্ধ একজনের মৃত্যু

শ্যামপুরে গ্যাস লিকেজে বিস্ফোরণ : দগ্ধ একজনের মৃত্যু

টিউবওয়েলের পানিতে চেতনানাশক মিশিয়ে চুরি

টিউবওয়েলের পানিতে চেতনানাশক মিশিয়ে চুরি

রেমিট্যান্স প্রবাহ ঊর্ধ্বমুখী, অক্টোবরে প্রবাসী আয় ২.৩০ বিলিয়ন ডলার

রেমিট্যান্স প্রবাহ ঊর্ধ্বমুখী, অক্টোবরে প্রবাসী আয় ২.৩০ বিলিয়ন ডলার

নিরাপদ প্রজননের পরে ইলিশ আহরনে ২২ দিনের নিষেধাজ্ঞা উঠে গেল

নিরাপদ প্রজননের পরে ইলিশ আহরনে ২২ দিনের নিষেধাজ্ঞা উঠে গেল

সঠিক আরওপি ব্যবস্থাপনা না হলে অন্ধত্বের ঝুঁকি বাড়বে বাংলাদেশে

সঠিক আরওপি ব্যবস্থাপনা না হলে অন্ধত্বের ঝুঁকি বাড়বে বাংলাদেশে

ইসি সার্চ কমিটির প্রথম বৈঠক, কমিশন গঠনে সৎ-নির্ভীক ও দক্ষ লোক নিয়োগ হবে’

ইসি সার্চ কমিটির প্রথম বৈঠক, কমিশন গঠনে সৎ-নির্ভীক ও দক্ষ লোক নিয়োগ হবে’

সোনালী ব্যাংক ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর মধ্যে চুক্তি

সোনালী ব্যাংক ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর মধ্যে চুক্তি

রাজবাড়ী‌তে সুন্দরবন ও মধুম‌তি ট্রেন পৌনে এক ঘন্টা আট‌কে রেখে ছাত্রদ‌লের বি‌ক্ষোভ

রাজবাড়ী‌তে সুন্দরবন ও মধুম‌তি ট্রেন পৌনে এক ঘন্টা আট‌কে রেখে ছাত্রদ‌লের বি‌ক্ষোভ

হত্যা মামলায় সাবেক কৃষিমন্ত্রী আবদুস শহীদ কারাগারে

হত্যা মামলায় সাবেক কৃষিমন্ত্রী আবদুস শহীদ কারাগারে